Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

২০২৪ সালেই ভারতের সামনে রয়েছে বড় সুযোগ, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে আর কিছু মাস বাদেই। আর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর নবম আসর। এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশে হিসেবে আইসিসি বিশ্বকাপের কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। তবে সংবাদ মাধ্যমে চমকে দিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) বাদ পড়ার গুঞ্জন। সূত্রের খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে বিরাট (Virat Kohli) সমস্যায় পড়তে পারেন মনে করে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। তবে, বিশ্বকাপের রাজা হলেন বিরাট ভারতে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপে কিং কোহলি টুর্নামেন্টের সর্বাধিক রানটি বানান এবং টুর্নামেন্টের সেরা হয়ে ওঠেন। অন্যদিকে T20 ফরম্যাটের বিশ্বকাপে কোহলি হলেন ভারতের সর্বেসর্বা। ২০১০ T20 বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ আসেন বিরাটের কাছে, এই ধরে মোট ৬ বার টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিরাট এবং ২৫ ইনিংসে তার সংগ্রহ ১১৪১। ১৪ বার অর্ধশতাধিক রান বানিয়েছেন এবং তার গড় ৮১.৬০। তবে এমন ৩ প্লেয়ার রয়েছেন যারা বিরাটের ঘাটতি পূরণ করতে সক্ষম।

আরও পড়ুন |  ট্রফি জয় নিশ্চিত RCB’র, আইপিএল শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট নিলো বড় সিদ্ধান্ত !!

যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal, virat kohli
Yashasvi Jaiswal | Image: Getty Images

তালিকা শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় দলের ইনফর্ম ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ভারতীয় দলের হয়ে বিগত এক বছর ধরে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে আসছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ও টেস্ট ফর্মাটে দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর জুটিটি বেশ মানানসই হয়েছে। ভক্তরা বিশ্বাস করছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত জয়সওয়ালে জুটি কামাল করতে চলেছে। প্রসঙ্গত বিরাট যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত না হন, তাহলে সেই পরিস্থিতিতে যশস্বী জয়সওয়ালের কাঁধেই থাকবে বড় দায়িত্ব। ইতিমধ্যে জয়সওয়াল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার দুরন্ত প্রদর্শন দেখাতে শুরু করে দিয়েছেন। ২২ বছর বয়সী জয়সওয়াল ১৭ T20 ম্যাচে ৩৩.৪৭ গড়ে ও ১৬২’র স্ট্রাইক রেটে ৫০২ রান বানিয়েছেন। পাশাপশি, ৪ বার অর্ধশতরান ও ১ বার শতরান হাঁকিয়েছেন তিনি।

শুভমান গিল

World Cup 2023, shubman gill
Shubman Gill | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। গত এক বছর ধরে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন তিনি। ওডিআই ফরমেটে ২০২৩ বর্ষে সর্বাধিক রান এসেছে তার ব্যাট থেকেই। এমনকি গত আইপিএলে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। আপাতত T20 ফরম্যাটে তার ফর্মের বেশ টানাপোড়েই চলছে। তবে জলদি তিনি কামব্যাক করতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে আইপিএল, যেখানে নিজেকে পুরানো ছন্দে ফিরিয়ে আনতে চাইবেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের পরিবর্তে তিনি হতে পারেন এক যোগ্য দাবিদার। টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি ডেথ ওভারগুলিতেও রান বানাতে সক্ষম শুভমান এবং ওয়েস্ট ইন্ডিজের মত পরিস্থিতিতে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ দারুন প্রদর্শন দেখিয়েছিলেন তিনি।

রিঙ্কু সিং

Rinku singh, virat kohli
Rinku Singh | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে জায়গা বানিয়ে নিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। বর্তমানে ক্রিকেটে ট্রেন্ডিং হয়ে রয়েছেন রিঙ্কু। ২০২৩ আইপিএল এর পর সবকিছু বদলে গিয়েছে রিংকুর জীবনে। গুজরাট বনাম কলকাতা ম্যাচে শেষ পাঁচ বলে কলকাতা জেতার জন্য প্রয়োজন যখন ২৮ রানের, তখনই পাঁচটি ছক্কা পরস্পর হাঁকিয়ে কলকাতা দলকে এক দুর্দান্ত জয়ের আঙ্গিনায় আনেন রিংকু। আইপিএল সমাপ্ত হওয়ার ২ মাস পরেই ভারতীয় দল যখন আয়ারল্যান্ড পাড়ি দেয় তখন জাতীয় দলে ডাক পান রিঙ্কু। এরপর এই ফরম্যাটে নিজের অসাধারণ ব্যাটিং স্কিল দেখিয়ে দলে প্রায় জায়গা পাকা করে ফেলেছেন। শুধুমাত্র লোয়ার মিডিল অর্ডারে নয়, মিডিল অর্ডারেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলেছেন তিনি। বিশ্বাস করা হচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজের মত ধীরগতির উইকেটে রিঙ্কুর ব্যাটিং ভারতীয় দলকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে।

আরও পড়ুন | Virat Kohli: “দলের ওকে দরকার…” টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে চেয়ে জোর সওয়াল দানিশ কানেরিয়া’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *