গত বছরের ডিসেম্বরে প্রথমবারের জন্য দেশের বাইরে গিয়েছিলো আইপিএলের (IPL) নিলামপর্ব। দুবাইতে বসেছিলো মিনি অকশনের আসর। এবারও মধ্যপ্রাচ্যেই হতে চলেছে নিলাম। এবার আর ‘মিনি’ নয় বরং ‘মেগা’ অকশনের আয়োজন করেছে বিসিসিআই। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরের আবাদি আল-জোহার এরিনাতে স্কোয়াড নির্মাণের লড়াইতে একে অপরের বিরুদ্ধে সম্মুখসমরে নামবে দশ ফ্র্যাঞ্চাইজি।
নিলামে অকশনিয়ার হিসেবে থাকছেন মল্লিকা সাগর। ২০২৩ ও ২০২৪-এর উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) নিলাম তিনি করিয়েছেন। ২০২৪ আইপিএলের (IPL) মিনি নিলামেও ইতিপূর্বে দেখা গিয়েছে তাঁকে।
আইপিএল (IPL) মেগানিলামে অংশ নিচ্ছেন ৫৭৭ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৩৬৭ ও বিদেশী ক্রিকেটারের সংখ্যা ২১০।
দশ দল মিলিয়ে মোট ২০৪টি স্লট খালি রয়েছে। তার মধ্যে বিদেশী স্লট খালি রয়েছে ৭০টি।
সর্বোচ্চ বেস প্রাইস বা ভিত্তিমূল্য- ২ কোটি টাকা (৮১ জন ক্রিকেটার রয়েছেন এই ব্র্যাকেটে), সর্বনিম্ন বেস প্রাইস- ৩০ লক্ষ টাকা।
গত ৩১ অক্টোবর নিজেদের রিটেনশন তালিকা ঘোষণা করেছে দশ ফ্র্যাঞ্চাইজি। মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে তারা।
KKR-এর রিটেনশন তালিকা-
- রিঙ্কু সিং (১৩ কোটি)
- সুনীল নারাইন (১২ কোটি)
- বরুণ চক্রবর্তী (১২ কোটি)
- আন্দ্রে রাসেল (১২ কোটি)
- রমনদীপ সিং (৪ কোটি)
- হর্ষিত রাণা (৪ কোটি)
- RTM বিকল্প- ০
KKR-এর অকশন পার্সে রয়েছে- ৫১ কোটি টাকা। ছয় ক্রিকেটারকে ধরে রাখতে তারা ৫৭ কোটি খরচ করেছে। ৬৩ কোটি টাকা থাকার কথা তাদের পার্সে। কিন্তু ছয়জনকে ধরে রাখার জন্য যে নূন্যতম মূল্য স্থির করেছে বোর্ড তা ৬৯ কোটি। ফলে বাড়তি ১২ কোটি কাটা গিয়েছে তাদের পার্স থেকে।
DC-র রিটেনশন তালিকা-
- অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি)
- কুলদীপ যাদব (১৩.২৫ কোটি)
- ট্রিস্টান স্টাবস (১০ কোটি)
- অভিষেক পোড়েল (৪ কোটি)
- RTM বিকল্প-2
DC-এর অকশন পার্সে রয়েছে- ৭৩ কোটি টাকা।
RR-এর রিটেনশন তালিকা-
- সঞ্জু স্যামসন (১৮ কোটি)
- যশস্বী জয়সওয়াল (১৮ কোটি)
- রিয়ান পরাগ (১৪ কোটি)
- ধ্রুব জুড়েল (১৪ কোটি)
- শিমরণ হেটমায়ার (১১ কোটি)
- সন্দীপ শর্মা (৪ কোটি)
- RTM বিকল্প- ০
RR-এর অকশন পার্সে রয়েছে- ৪১ কোটি টাকা।
CSK-এর রিটেনশন তালিকা-
- ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি)
- মাথিশা পথিরাণা (১৩ কোটি)
- শিবম দুবে (১২ কোটি)
- রবীন্দ্র জাদেজা (১৮ কোটি)
- মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)
- RTM বিকল্প- ১
CSK-এর অকশন পার্সে রয়েছে- ৫৫ কোটি টাকা।
RCB-র রিটেনশন তালিকা-
- বিরাট কোহলি (২১ কোটি)
- রজত পতিদার (১১ কোটি)
- যশ দয়াল (৫.৫ কোটি)
- RTM বিকল্প- ৩
RCB-র অকশন পার্সে রয়েছে- ৮৩ কোটি টাকা।
MI-এর রিটেনশন তালিকা-
- জসপ্রীত বুমরাহ (১৮ কোটি)
- সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি)
- হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি)
- রোহিত শর্মা (১৬.৩০ কোটি)
- তিলক বর্মা (৮ কোটি)
- RTM বিকল্প- ১
MI-এর অকশন পার্সে রয়েছে- ৪৫ কোটি টাকা।
SRH-এর রিটেনশন তালিকা-
- হেনরিখ ক্লাসেন (২৩ কোটি)
- প্যাট কামিন্স (১৮ কোটি)
- অভিষেক শর্মা (১৪ কোটি)
- ট্র্যাভিস হেড (১৪ কোটি)
- নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)
- RTM বিকল্প- ১
SRH-এর অকশন পার্সে রয়েছে- ৪৫ কোটি টাকা।
LSG-এর রিটেনশন তালিকা-
- নিকোলাস পুরান (২১ কোটি)
- রবি বিষ্ণোই (১১ কোটি)
- মায়াঙ্ক যাদব (১১ কোটি)
- মহসীন খান (৪ কোটি)
- আয়ুষ বাদোনি (৪ কোটি)
- RTM বিকল্প- ১
LSG-এর অকশন পার্সে রয়েছে- ৬৯ কোটি টাকা
GT-এর রিটেনশন তালিকা-
- রশিদ খান (১৮ কোটি)
- শুভমান গিল (১৬.৫০ কোটি)
- বি.সাই সুদর্শন (৮.৫০ কোটি)
- রাহুল তেওয়াটিয়া (৪ কোটি)
- শাহরুখ খান (৪ কোটি)
- RTM বিকল্প- ১
GT-এর অকশন পার্সে রয়েছে- ৬৯ কোটি টাকা।
PBKS-এর রিটেনশন তালিকা-
- শশাঙ্ক সিং (৫.৫ কোটি)
- প্রভসিমরণ সিং (৪ কোটি)
- RTM বিকল্প- ৪
PBKS-এর অকশন পার্সে রয়েছে- ১১০.৫০ কোটি টাকা।
২০১৮-এর পর এই প্রথম মার্কি খেলোয়াড়দের দুটি আলাদা সেটে ভাগ করা হয়েছে। শুরুতেই তারকাখচিত এই সেট দুটি’র নিলাম হবে। দুই সেটে ৬ জন করে ক্রিকেটার রয়েছেন।
- মার্কি তালিকা ১ (M1)-
- ঋষভ পন্থ (ভারত)
- শ্রেয়স আইয়ার (ভারত)
- জস বাটলার (ইংল্যান্ড)
- আর্শদীপ সিং (ভারত)
- কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা)
- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
- মার্কি তালিকা ২ (M2)-
- কে এল রাহুল (ভারত)
- যুজবেন্দ্র চাহাল (ভারত)
- লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)
- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
- মহম্মদ শামি (ভারত)
- মহম্মদ সিরাজ (ভারত)