অরুণ জেটলি স্টেডিয়ামে উঠলো 'পন্থ' ঝড়, গুজরাটের বিরুদ্ধে ২২৪ রান জুড়ে দিলো দিল্লি !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ সিজিনের মঞ্চ (IPL 2024)। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। দুই দল যখন গতবার মুখোমুখি হয়েছিল তখন গুজরাতকে ৯০ রানের মধ্যেই আটকে দিয়েছিল। ক্যাপ্টেন ঋষভ পন্থ অসাধারণ উইকেট কিপিংয়ের জন্য ম্যাচের সেরা হয়েছিলেন। তবে আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট দলের ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)।

রানে শেষ হলো দিল্লির ব্যাটিং

Rishabh Pant, ipl 2024
Rishabh Pant | Image: Getty Images

ওপেনিং করতে এসে জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানান। পাশাপশি ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) ৭ বলে ১১ রান বানিয়ে আউট হন। দুই ওপেনারকে সন্দীপ ওয়ারিওর (Sandeep Warrier)। দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ৪৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৬৬ রান বানান।

যদিও আজকের ম্যাচে গুজরাটের সন্দীপ সাই হোপকে (Sai Hope) আউট করেন এবং ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। তবে ক্যাপ্টেন পন্থ (Rishabh Pant) শেষ পর্যন্ত ৪৩ বলে ৮৮ রান বানান এবং ট্রিস্টান স্টাবস ৭ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৬ রান বানান।

আরও পড়ুন | IPL 2024: “দলকে ডুবিয়েই শান্তি পাবে…” রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের পরাজয়ের পর সমাজ মাধ্যমে হার্দিক’কে নিয়েশুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *