আইপিএল ২০১৭ঃ ফাইনালে হেরে বিপক্ষ দলের সম্বন্ধে কি বললেন পুণে মালিকের ভাই হর্ষ গোয়েঙ্কা! 1

মুম্বই: আইপিএল ২০১৭-র ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে রাইজিং পুণে সুপারজায়েন্টের। হারলেও অবশ্য বিপক্ষের প্রশংসা করতে ভুললেন না পুণে দলের মালিক সঞ্জিব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। ফাইনাল ম্যাচের পর তিনি টুইট করে লেখেন, “এইভাবে লড়াই করে জেতার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে সেলাম। একটা ছোট রানকে ওরা ডিফেন্ড করে জিতল। ওদের দুর্দান্ত বোলিং পুণেকে আটকে রাখে।”

আইপিএল ২০১৭ঃ ফাইনালে মুম্বইয়ের বেহাল ব্যাটিং দেখে ট্যুইটারে একি আচরণ করে বসলো রাইজিং পুণে সুপার জায়েন্ট!

খুব অদ্ভুতভাবে দলের কোন ক্রিকেটারের এ দিন সমালোচনা করেননি হর্ষ গোয়েঙ্কা। ধোনিকে কিছু না বলাটা তো আরও আশ্চর্য্যের ব্যাপার। এর আগে মাহির সমালোচনা করে খবরের শিরোনামে আসেন হর্ষ। ফাইনালে ধোনি আউট হওয়ার পর পথ হারাতে থাকে পুণের দল। শেষ পর্যন্ত তাঁরা ম্যাচটি হেরে যায় মাত্র ১ রানে।

ধোনির দুঃখের দিনে খুশির আবহে মাতলো চেন্নাই সুপার কিংস, দেখে নিন…

শেষ দু’ওভারেও ম্যাচে ছিল পুণে সুপার জায়েন্ট। ১২ বলে তাঁদের দরকার ছিল ২৩ রানের। ১৯ নম্বর ওভারে স্মিথের ছয় পুণেকে স্বপ্নের অনেকটা কাছাকাছিও এনে দেয়। এরপর মিচেল জনসনের শেষ ওভারের প্রথম বলে চার মেরে চাপ কমিয়ে আনেন বাংলার মনোজ তেওয়ারি। তবে এরপর অজি পেসারের বোলিং দাপটের সামনে হারের মুখ দেখতে হয় স্মিথ-ধোনিদের। অন্যদিকে তৃতীয়বারের জন্য আইপিএলের ট্রফি চলে যায় মুম্বইয়ের ডেসিংরুমে।

দিনের শেষে অনেকেই হয়তো বলতে পারেন, জয়ের মার্জিনটা ছিল মাত্র ১ রানের। তবে যে লড়াই, উত্তেজনা ও চাপ এই ম্যাচ ঘিরে ছিল তা হয়তো শব্দ দিয়ে বর্ননা করা যাবে না। তাই বলা যেতেই পারে, টুর্নামেন্টের সেরা ম্যাচটি তুলে রাখা হয়েছিল ফাইনালের জন্যই।

দু’বারের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস বনাম প্রথমবার ফাইনালে পৌঁছনো দলের দৃঢ় প্রত্যয়, এই লড়াইয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হল রোহিত অ্যান্ড কোং। কথায় বলে, শেষ ভাল যার সব ভাল। লিগ তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছানো দল কোয়ালিফায়ারে হালকা হোঁচট খেয়েছিল ঠিকই। কিন্তু ফাইনালের এই দুর্দান্ত জয় সমস্ত দুর্বলতাকে এক নিমেশে ঢেকে দিল।

আইপিএল ২০১৭ঃ ফের ধোনির ঘুরিয়ে সমালোচনা পুণে মালিকের! দেখে নিন কী শুনতে হল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে..

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *