IPL 2025: সরতেই হচ্ছে ধোনি’কে, BCCI-এর সিদ্ধান্তের কারণেই দল ছাড়ছেন CSK মহাতারকা !!

IPL 2025: ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস (CSK) যখন আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো, তখন অনেকেই ভেবেছিলেন যে সাফল্যের সোনালী আলো গায়ে মেখে ক্রিকেটকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ সেই পথে হাঁটেন নি। সমর্থকদের চাহিদার কথা মাথায় রেখে আরও একটি মরসুম উপহার দিতে চেয়েছিলেন তিনি। হাঁটুর অস্ত্রোপচারের পর ফিরেছিলেন মাঠে। ব্যাটিং […]

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)

চেন্নাই সুপার কিংসকে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ও সফল দলের তকমা দেওয়া হয়। চেন্নাই টিমের কথা শুনেননি এমন কোন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে। এর একটা বড় কারণ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭, ওয়ানডে বিশ্বকাপ ২০১১ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ জিতেছিল। এর কারণে তাকে দেশের সফলতম অধিনায়ক বলা হয়। চেন্নাই সুপার কিংসের সাফল্যের পেছনেও রয়েছেন তিনি।

চেন্নাই সুপার কিংস সম্পর্কে কথা বললে, এটি আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল। চেন্নাই সুপার কিংস দল ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত সর্বোচ্চ ৫বার আইপিএল ট্রফি জিতেছে এবং ১০বার আইপিএল ফাইনাল খেলেছে। তাই চেন্নাই সুপার কিংসকে এই লিগের সবচেয়ে বিপজ্জনক দলও বলা হয়। স্পোর্টস ফিক্সিংয়ের জন্য নিষেধাজ্ঞার কারণে চেন্নাই দলকে ২০১৬ এবং ২০১৭ সালে এই লিগের বাইরে থাকতে হয়েছিল যার কারণে এই দলটি এখন পর্যন্ত ১৭টি মরশুমের মধ্যে মোট ১৫টি মরশুম খেলতে পেরেছে। চেন্নাই সুপার কিংসের উপস্থিতি একটি উত্তেজনাপূর্ণ গল্পের সমান যা সেই দলের ফ্যানদের গর্বিত করে প্রতি মুহূর্তে।

চেন্নাই সুপার কিংস সম্পর্কিত তথ্য (CSK General Information in Bengali)-

সম্পূর্ণ নাম চেন্নাই সুপার কিংস
মালিক চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড
স্থাপনা ২০০৮
সিইও কাশিনাথ বিশ্বনাথন
হেড কোচ স্টিফেন ফ্লেমিং
ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক-@chennaiIPL
ইন্সটাগ্রাম-@chennaiIPL
ট্যুইটার (X)- @chennaiipl
ওয়েবসাইট- https://www.chennaisuperkings.com/
নেট ওয়ার্থ (২০২৩-২৪)
স্পন্সর TVS Eurogrip, India Cements, Gulf, SNJ 10000, British Empire,

Reliance Jio, Nippon Paint, Astral Pipes

চেন্নাই সুপার কিংসের ইতিহাস (History of CSK in Bengali)-

  • ২০০৮ সালে টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার পর থেকে চেন্নাই আইপিএলের মাত্র দুটি সংস্করণে অংশ নিতে পারেনি।
  • ২০১৩ সালের ম্যাচ ফিক্সিংয়ের জন্য তাদের সাসপেন্ড করা হয় এবং ২০১৬ এবং ২০১৭ সংস্করণে রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদেরও দেখা যায়নি।
  • মহেন্দ্র সিং ধোনিকে তারা ২০০৮ সালে অধিনায়ক করে। ২০২৩ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলে ২০২৪ সালে সেই দায়িত্ব ছাড়েন তিনি।
  • গতবার গুজরাট টাইটান্সকে হারিয়ে রেকর্ড পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ক্ষেত্রে ছুঁয়ে ফেলে তারা।

আইপিএল ২০২৪-এ চেন্নাই সুপার কিংসের স্কোয়াড (Current CSK Squad in Bengali)-

খেলোয়াড়ের নাম  জার্সি নাম্বার
মহেন্দ্র সিং ধোনি
ডেভন কনওয়ে ৮৮
ঋতুরাজ গায়কোয়াড ৩১
রবীন্দ্র জাদেজা
মিচেল স্যান্টনার ৭৪
মইন আলী ১৮
রাজ্যবর্ধন হাঙ্গারকর ১০
শিবম দুবে ২৫
দীপক চাহার ৯০
মহেশ থিকসানা ৬১
মুকেশ চৌধুরি ৩৩
রাচিন রবীন্দ্র
প্রশান্ত সোলাঙ্কি ৪৬
সিমরজিৎ সিং
অজিঙ্কা রাহানে ২১
তুষার দেশপান্ডে ২৪
মাথিশা পাথিরানা ৯৯
শেখ রশিদ ৬৬
নিশান্ত সিন্ধু ২৭
অজয় মন্ডল ১৯
শার্দূল ঠাকুর ৫৪
ড্যারিল মিচেল
মুস্তাফিজুর রহমান
সমীর রিজভি
অবিনাশ আরাভেল্লি

আইপিএলে এখনও অবধি চেন্নাই সুপার কিংসের পারফর্ম্যান্স (CSK Performance in IPL SO Far)-

বছর পয়েন্ট তালিকায় স্থান
২০০৮ রানার্স আপ
২০০৯ সেমিফাইনাল
২০১০ চ্যাম্পিয়ন
২০১১ চ্যাম্পিয়ন
২০১২ রানার্স আপ
২০১৩ রানার্স আপ
২০১৪ প্লে অফ
২০১৫ রানার্স আপ
২০১৮ চ্যাম্পিয়ন
২০১৯ রানার্স আপ
২০২০ লিগ স্টেজ
২০২১ চ্যাম্পিয়ন
২০২২ লিগ স্টেজ
২০২৩ চ্যাম্পিয়ন
২০২৪ চলছে

চেন্নাই সুপার কিংসের রেকর্ডসমূহ (CSK Records in Bengali)-

  • চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মতো পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। চেন্নাই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০১৩ সালে জিতেছে।
  • আইপিএলের প্লেঅফ (১২বার) এবং ফাইনালে (১০বার) সর্বাধিক উপস্থিতির রেকর্ডও তাদের দখলে।
  • আইপিএল ছাড়াও তারা ২০১০ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছিল।
  • এমএস ধোনি উদ্বোধনী নিলামে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন কারণ চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাকে ১.৫ মিলিয়ন ডলারে কিনেছিল।
  • চেন্নাই ২০১০ সালে তাদের প্রথম ট্রফি জিতেছিল। তারা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে ২২ রানে পরাজিত করে।

চেন্নাই সুপার কিংসের তারকাদের পরিসংখ্যান (CSK Players’ Stats in Bengali)-

চেন্নাই সুপার কিংস দলের ব্যাটসম্যান (সেরা পাঁচ)

নাম ম্যাচ রান গড়
সুরেশ রায়না ১৭৬ ৪৬৮৭ ৩২.৩২
এমএস ধোনি ২২৬ ৪৫৬৭ ৪০.৪১
ফাফ দু’প্লেসিস ৯২ ২৭২১ ৩৫.৩৩
ঋতুরাজ গায়কোয়াড ৫৮ ২০২১ ৩৯.৬২
আম্বাতি রায়াডু ৯০ ১৯৩২ ২৯.৭২

চেন্নাই সুপার কিংস দলের বোলার (সেরা পাঁচ)

নাম উইকেট ম্যাচ
ডোয়েন ব্রাভো ১৪০ ১১৬
রবীন্দ্র জাদেজা ১২৯ ১৬৪
রবিচন্দ্রন অশ্বিন ৯০ ৯৭
আলবি মর্কেল ৭৬ ৭৮
দীপক চাহার ৭৫ ৭২

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড (Home Grounds of CSK in IPL)-

চেন্নাই সুপার কিংস তাদের হোম ম্যাচগুলি খেলে চেন্নাইয়ের এম. চিদাম্বরম স্টেডিয়ামে।

চেন্নাই সুপার কিংস সম্পর্কিত প্রশ্ন-উত্তর (CSK FAQs)

কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই?

পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংস দলের কোচ কে?

চেন্নাই দলের কোচ হলেন স্টিফেন ফ্লেমিং।

চেন্নাই দলের অধিনায়ক কে?

চেন্নাই দলের অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড।

কোন সালে প্রথমবার আইপিএল জেতে সিএসকে?

২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবার আইপিএলের ট্রফি জেতে চেন্নাই দল।

চেন্নাই দলের CEO কে ?

কাশিনাথ বিশ্বনাথন