আজ সন্ধ্যে বেলায় কার্যত পরিষ্কার হয়ে যাবে, কোন ফ্র্যাঞ্চাইজি প্রথম দল হিসেবে এবারের আইপিএল এ প্লে অফের যোগ্যতা অর্জন করবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে কার্যত নিজেদের রণনীতি গুছিয়ে নিচ্ছেন বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট। দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য আরসিবির সম্ভাব্য একাদশ।
১. দেবদত্ত পাডিক্কাল
এবারের আইপিএল এ ওপেনিংয়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছেন কর্নাটকের এই তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান। ১১টি ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি, যেখানে তিনটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভালো শুরু দিয়েছেন পাডিক্কাল।
২. অ্যারন ফিঞ্চ
শুরুর দিকে ভালো ফর্মে থাকলেও বর্তমানে বেশ খারাপ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। ১১ ম্যাচে ২৩৬ রান করেছেন তিনি, যেখানে স্ট্রাইক রেট মাত্র ১১১। তবুও নিজের দিনে জ্বলে উঠতে পারেন ফিঞ্চ। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে তিনি থাকছেনই।
৩. বিরাট কোহলি
এই মুহুর্তে দুরন্ত ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ৪১৫ রান করে এই মুহুর্তে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন বিরাট। ৬০ এর কাছাকাছি গড়ে ব্যাট করে তিনি আরসিবিকে বড় রানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখেন।
৪. এবি ডি ভিলিয়ার্স
আরসিবির মিডল অর্ডারের স্তম্ভ হিসেবে একাধিক ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এবারের আইপিএল এ চারটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন এবিডি, আর সেই ম্যাচগুলিতে দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সুতরাং এই ম্যাচেও মিস্টার ৩৬০ এর কাছে বড় রান আশা করছে আরসিবি।
৫. গুরকিরত সিং মান
ব্যাটিংয়ে খুব একটা সুযোগ পাননি পাঞ্জাবের এই ব্যাটসম্যান। তবে আরসিবির দূর্বল মিডল অর্ডারে কিছুটা ভরসা যোগাতে পারেন গুরকিরত। ফলে প্রথম একাদশে তিনি থাকছেন।
৬. মইন আলি
আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ইদানিং সময়ে খুব একটা ভালো ফর্মে নেই এই অলরাউন্ডার। তবে দলে ভারসাম্য আনতে আরসিবি দলে জায়গা করে নিতে পারেন মইন আলি। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেরকম ভালো পারফর্ম না করলেও আবারও তাকে সুযোগ দিতে পারেন বিরাট কোহলি।
৭. ওয়াশিংটন সুন্দর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বোলিংয়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছেন তরুণ এই অফস্পিনার। ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিলেও তার ইকোনমি রেট মাত্র ৫.৭২, যা এই টি২০ ক্রিকেটে অত্যন্ত দুর্ধর্ষ ফিগার। পাশাপাশি শেষের দিকে দুরন্ত ক্যামিও ইনিংসও খেলে দিতে পারেন সুন্দর।
৮. ক্রিস মরিস
দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার চোট থেকে ফিরে আসার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ক্রিস মরিস, ৬ ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেট মাত্র ৫.৭৪, যা বোঝায় কতটা বড় প্রভাব তিনি রেখেছেন আরসিবির বর্তমান সাফল্যে।
৯. উমেশ যাদব
চোটের কারণে সম্ভবত মুম্বই ম্যাচে থাকবেন না তরুণ পেসার নভদীপ সাইনি। তার পরিবর্তে দলে আসতে চলেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদব।
১০. যুজবেন্দ্র চাহাল
অন্যান্য বারের মত এবারের আইপিএল এও অসাধারণ বোলিং করছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ১৬টি উইকেট নিয়ে এই মুহুর্তে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন চাহাল। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে ওস্তাদ তিনি। এই আরসিবি দলের অন্যতম শক্তি হলেন চাহাল।
১১. মহম্মদ সিরাজ
গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে বেধড়ক মার খাওয়ার পরেও তিনি থাকবেন প্রথম একাদশে। দলের পেস ব্রিগেডে বৈচিত্র্য আনতে বড় ভূমিকা রাখেন সিরাজ, আর এই তরুণ পেসারের প্রতি ভরসা রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি।