"ও একটা কোহিনুর হীরা..." IPL নিলামের আগে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে বড় মন্তব্য করলেন যোগরাজ সিং !! 1

Arjun Tendulkar: আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং (Yograj Singh)। এখনও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), কখনও কপিল দেবকে (Kapil Dev) নিয়ে নানান ব্যাঙ্গাত্মক বয়ান দিয়ে থাকেন যোগরাজ। যুবরাজের পিতা যোগরাজ একটি সাক্ষাৎকারে নিজের তীব্র প্রশংসার পাশাপাশি বাঁকি কিংবদন্তি খেলোয়াড়দের অপমান করেছেন।

সামনেই যুবরাজ সিংয়ের বায়োপিক প্রকাশ্যে আসতে চলেছে, আর যুবির জীবনে ঘটে থাকা নানান কঠিন মুহূর্ত তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। তবে, যুবরাজের এই আত্মজীবনী মূলক সিনেমা প্রকাশ্যে আসার আগেই যুবরাজের পিতা তার বেফাঁস বয়ানে খবরের শিরোনামে উঠে এসেছেন।

Read More: “ওনার মাথার গোলমাল…” MS ধোনিকে নিয়ে বেফাঁস মন্তব্য করতেই যোগরাজের ক্লাস নিলেন পুত্র যুবরাজ !

অর্জুনকে হিরের তকমা দিলেন যোগরাজ

Arjun tendulkar and yograj
Yograj Singh and Arjun Tendulkar | Image: Twittee

জি সুইচের সাক্ষাৎকারে যোগরাজকে যখন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন হঠাৎই তিনি বলে ওঠেন অর্জুন কয়লা খনির ভিতরে থাকা ‘না কাটা হিরের’ সঙ্গে তুলনা করেন। প্রসঙ্গত গত বছর, শচীন এবং অর্জুন আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্রের জুটি হয়েছিলেন। তবে সেসময় অর্জুন ও যোগরাজের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। আসলে, যোগরাজ সিংয়ের থেকে ট্রেনিং নিচ্ছিলেন সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন। গত ছয়মাস আগেই একটি পডকাষ্টে যুবরাজ বলেছিলেন কিভাবে সচিন তেন্ডুলকর তার ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগরাজ সিংয়ের সাথে যোগাযোগ করেছিলেন।

একদিকে সচিন বিশ্ব ক্রিকেটের মহান ক্রিকেটার। কেনই বা তিনি তার ছেলের ভবিষ্যত গড়ার দায়িত্ব তুলে দিয়েছিলেন যোগরাজ সিংয়ের উপর ? তার বহিঃপ্রকাশ করেননি সচিন। ভারতীয় ক্রিকেটকে ২৪ বছর ধরে আপ্যায়ন করার পর সচিন তার পরিবারের সঙ্গেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তিনি ক্রিকেটকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে থাকেন। কিন্তু সচিন পুত্র অর্জুন হতে চেয়েছেন বাবার মতন ক্রিকেটার, বাবার মতন মহান না হলেও তিনি নিজের পরিচয় গড়তে চেয়েছিলেন। যোগরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন সচিন এবং অর্জুনকে যোগরাজের সঙ্গেই ট্রেনিং করার পরামর্শ দেন মাস্টার ব্লাস্টার।

অর্জুনকে নিয়ে বড় বয়ান দিলেন যোগরাজ

Yograj Singh and Arjun Tendulkar
Yograj Singh and Arjun Tendulkar | Image: Twittee

যদিও অর্জুনকে (Arjun Tendulkar) আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে গেলে এখনও অনেক অনেক পরিশ্রম করতে হবে। যোগরাজকে অর্জুনের বিষয়ে জানতে চাওয়া হলে তখনই মন্তব্য করে যোগরাজ বলেন, “কয়লার খনিতে কখনও হিরে দেখেছেন? এটা (অর্জুন) কয়লাই, তবে সেটা দীর্ঘদিনে ওই অবস্থায় রূপান্তরিত হয়েছে। সেই না কাটা হিরে যদি ঠিক হাতে পড়ে, তখনই সেটি ঠিক লক্ষে পৌঁছবে। তারপরেই সেটি অমূল্য হয়ে উঠবে। তবে সেটি যদি কোনো এমন লোকের হাতে পড়ে যিনি তাঁর মূল্য সম্পর্কে ওয়াকিবহাল নন তখন সেই হিরে ভেঙে গুঁড়িয়ে যাবে।

অর্জুন (Arjun Tendulkar) ২০২১ সালে প্রথম আইপিএলে পদার্পন করেন, ২০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনকে স্কোয়াডে শামিল করে। এরপর শেষ দুই বছর ৩০ লক্ষ টাকায় মুম্বই দলেই থেকে যান তিনি। মুম্বইয়ের জার্সিতে ২০২৩ সালে অভিষেক করেন অর্জুন এবং ২০২৪ সালে একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। অর্জুন আইপিএলে ৫ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট এবং বানিয়েছেন ১৩ রান। তাছাড়া, প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট ও ব্যাট হাতে বানিয়েছেন ৪৮১ রান এবং ১৫টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট ও ব্যাট হাতে বানিয়েছেন ৬২ রান।

Read Also: Arjun Tendulkar: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য অর্জুন তেন্ডুলকর, ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস শচীন পুত্রের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *