ম্যাক্সওয়েলের জন্য প্রীতি প্রেম উঠলো জেগে, ২০ কোটির বিনিময়ে নিজের দলে করছে শামিল !! 1

২০২৪ সালে আইপিএলে সবথেকে অপ্রত্যাশিত প্রদর্শন দেখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অস্ট্রেলিয়ান কিংবদন্তি খেলোয়াড় ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন। অস্ট্রেলিয়ার জার্সিতে দ্রুততম ওডিআই শতরান থেকে শুরু করে আফগানিস্তানের বিরুদ্ধে ২০১* রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। তবে বিশ্বকাপ সমাপ্ত হওয়ার কিছু মাসের মধ্যেই ফর্ম হারিয়ে ফেলেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

হতাশাজনক পারফরমেন্স করেছেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell, ipl 2024
Glenn Maxwell | Image: Getty Images

অজি খেলোয়াড় ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ২০২১ সালের মিনি নিলামে ১১ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সদস্য হয়ে ওঠেন। RCB দলের হয়ে প্রথম মরশুমে তিনি ১৪৪.১০ স্ট্রাইক রেটে ৫১৩ রান বানিয়েছিলেন। ম্যাক্সওয়েল প্রথম দুই বছরেই রয়্যাল চ্যালেঞ্জার দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে খুবই হতাশজনক প্রদর্শন করেছিলেন তিনি। ব্যাট হাতে দশটি ম্যাচে নটি ইনিংসে তিনি ৫.৭৭ গড় এবং ১২০.৯৩ স্ট্রাইক রেটে কেবলমাত্র ৫২ রান বানাতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয় ৯টি ইনিংসে ৪ বার খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলেন তিনি।

Read More: IPL 2025: “এটা খুবই…” নাইট রাইডার্স ছাড়ছেন রিঙ্কু সিং, ভিডিও প্রকাশ করে স্পষ্ট করলেন অবস্থান !!

পাশাপাশি বল হাতে নিয়েছিলেন কেবলমাত্র ৬টি উইকেট। তার এই হতাশাজনক প্রদর্শনের পর টিম ম্যানেজমেন্ট তার উপরে আর আস্থা দেখাচ্ছেনা। এই পরিস্থিতিতে পুরানো ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংস দলে ফিরতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তাকে পাঞ্জাব দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল, এই সময়ের মধ্যে তিনি ৭০ টি ম্যাচ খেলেছেন এবং ৬৭ টি ইনিংসে ২৩.৮৪ গড় ও ১৫৭.৬৯ স্ট্রাইক রেটে ১৩৮৩ রান বানিয়েছিলেন। এমনকি পাঞ্জাব দলের অধিনায়কত্বও করেছেন তিনি। একসময় পাঞ্জাব দলের পোস্টার বয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ২০১৮-২০২০ সালে তার পারফরমেন্সে বিস্তর পরিবর্তন দেখা গেলে তাকে ছাঁটাই করতে বাধ্য হয় পাঞ্জাব ফ্রাঞ্চাইজি।

পাঞ্জাব দলে ফিরেছেন ম্যাক্সওয়েল

Maxwell
Glenn Maxwell | Image: Getty Images

তবে আবার একবার পাঞ্জাব দলে ফিরতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে। সূত্র মারফত জানা গিয়েছে যে, গ্লেন ম্যাক্সওয়েলকে কিনতে মোরিয়া মালকিন প্রীতি জিন্টা। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা অলরাউন্ডার, একটি সিজিনে তিনি ব্যার্থ হলেও তিনি কামব্যাক করা থেকে পিছুপা হবেন না। তার উপর পুনরায় আস্থা দেখিয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ নিতে চাইছেন প্রীতি জিন্টা।

Read Also: Glenn Maxwell: ‘খেল খতম’ ম্যাক্সওয়েলের, অজি অলরাউন্ডারকে বাতিলের খাতায় রাখছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *