আসন্ন আইপিএল (IPL) বড় পরীক্ষা হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য। ২০২৪-এর চ্যাম্পিয়নরা নিজেদের খেতাব ধরে রাখতে আদৌ সক্ষম হয় কিনা নজর থাকবে সেইদিকে। ইতিমধ্যেই দল’কে বিদায় জানিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও দুই সহকারী কোচ-অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে। তাঁদের শূন্যস্থান কিভাবে পূরণ করে ফ্র্যাঞ্চাইজি, তা জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। আজই ইংল্যান্ডের সংবাদপত্র খবর প্রকাশ করেছে যে মেন্টর হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা রয়েছেন নাইট (KKR) কর্মকর্তাদের রেডারে। এছাড়াও তাঁদের রিলিজ ও রিটেনশনের তালিকা কি হয় কৌতূহল রয়েছে সে নিয়েও। মেগা অকশন সংক্রান্ত নানা চর্চার মাঝে আজ খবরের শিরোনামে জায়গা করে নিলেন KKR-এর উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)।
Read More: Duleep Trophy: দুর্দান্ত শতরান মুশির খানের, চিন্নাস্বামীর বাইশ গজে ঘুরে দাঁড়ানোর লড়াই জারি ভারত-বি’র !!
সল্টের IPL ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত-
২০২৩ আইপিএলে (IPL) ফিল সল্ট খেলেছিলেন দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে। ধারাবাহিক ছিলেন না ব্যাট হাতে। স্বাভাবিক কারণেই তাঁকে রিটেন করার কথা ভাবে নি ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এর মিনি নিলামে দলই পান নি ইংল্যান্ডের তারকা। বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। আচমকাই চলে আসা সুযোগ হাতছাড়া করেন নি তিনি। আঁকড়ে ধরেছিলেন দুই হাতে। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার প্রস্তুতি ম্যাচগুলিতেই নজর কেড়েছিলেন। টুর্নামেন্টেও অনবদ্য পারফর্ম্যান্স করেন। ১২টি ম্যাচ খেলেছেন। তারপর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উড়ে যেতে হয়েছিলো দেশে। কিন্তু তার মধ্যেই প্রতিভার ছাপ রেখে গিয়েছিলেন সল্ট (Phil Salt)।
প্রায় ৪০ গড় ও ১৮৩ স্ট্রাইক রেটে ৪৩৫ রান এসেছিলো সল্টের (Phil Salt) ব্যাট থেকে। নাইট রাইডার্সের হয়ে একমাত্র সুনীল নারাইন ২০২৪ মরসুমে এর চেয়ে বেশী রান করেছেন। প্লে-অফের ম্যাচ দুটি খেলতে না পারলেও কলকাতার ট্রফি জয়ের পিছনে অন্যতম বড় অবদান নিঃসন্দেহে ছিলো তাঁর। আগামী মরসুমে তিনি নাইট রাইডার্স (KKR) জার্সিতেই খেলবেন নাকি দল বদলাবেন, আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটজনতার মনে। রয়ের বদলি হিসেবে তিনি যখন যোগ দিয়েছিলেন কলকাতা’তে, তখন চুক্তির মূল্য ছিলো ১.৫০ কোটি টাকা। কলকাতা যদি তাঁকে রিটেনশন স্লট উপহার দিতে না পারে, তাহলে মেগা অকশন থেকে পূর্বের চুক্তিমূল্যের বেশ কয়েকগুণ অর্থ তিনি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
জাতীয় দলের নেতৃত্ব পেলেন সল্ট-
আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন রয়েছে ধোঁয়াশা, তখন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় সুখবর পেলেন ফিল সল্ট (Phil Salt)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সাদাম্পটন, কার্ডিফ ও ম্যাঞ্চেস্টারে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর রয়েছে খেলাগুলি। এই সিরিজেই ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন ফিল সল্ট। ডান পায়ের কাফ মাসলে চোট থাকায় খেলতে পারছেন না সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পূর্ণ সময়ের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। তাঁর বদলি হিসেবে মাঠে দেখা যাবে ফিল সল্ট’কে। এই সিরিজে সীমিত ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হচ্ছে ব্রেন্ডন ম্যাকালামের। এর আগে টেস্ট দলের প্রশিক্ষক হিসেবে থ্রি লায়ন্সের খেলায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তিনি। বিশ্বক্রিকেট যাকে আজ চেনে ‘বাজবল’ নামে। সেই ‘বাজবলের’ সীমিত ওভারের সংস্করণ নতুন কোন আলোচনার জন্ম দেয়, নজর এখন সেদিকেই।
ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াড-
🫡 Salt to captain T20I side
🔁 Overton replaces Buttler for T20Is
➕ Cox added as cover for ODIsEngland make changes to their squads for the Australia series after Jos Buttler’s calf injury setback 🏴 #ENGvAUS pic.twitter.com/cKhxuULYDW
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 5, 2024
Also Read: নিলামের আগে চমকে দিলেন শাহরুখ খান, KKR দল থেকে আউট করছেন আইয়ার’কে !!