Duleep Trophy: আজ থেকে শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত দলীপ ট্রফি (Duleep Trophy)। এবার নতুন ফর্ম্যাটে হচ্ছে লাল বলের ফর্ম্যাটের এই টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। তারই ফলশ্রুতি হিসেবে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের একঝাঁক তারকা। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন ও জসপ্রীত বুমরাহ ছাড়া টেস্ট বৃত্তের প্রায় সব খেলোয়াড়কেই দেখা যাওয়ার কথা টুর্নামেন্টে। যদিও চোট-আঘাতজনিত সমস্যায় সরে দাঁড়িয়েছেন সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারাও। তাও ‘বড় নামের’ অভাব নেই মাঠে। খেলছেন শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ঋষভ পন্থ’রা। প্রথম রাউন্ডের ম্যাচে আজ বেঙ্গালুরুতে মুখোমুখি ভারত-এ বনাম ভারত-বি, অবন্তীপুরায় সম্মুখসমরে ভারত-সি ও ভারত-ডি।
Read More: জাতীয় দলে নিজের ভাইয়ের জায়গা কেড়ে নিলেন এই তরুণ, বাংলাদেশের বিপক্ষেই হবে অভিষেক !!
ডাহা ফেল ভারত-এ’র তারকাখচিত টপ-অর্ডার-
খাতায়-কলমে দলীপ ট্রফির (Duleep Trophy) অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ রয়েছে ভারত-বি দলের। কিন্তু চিন্নাস্বামীর পিচে আজ ভারত-এ দলের পেস বোলিং-এর সামনে রীতিমত মুখ থুবড়ে দেখা গেলো অধিকাংশ তারকাকেই। ওপেন করতে নেমেছিলেন অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও যশস্বী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেও জাতীয় দলে এখনও সুযোগ পান নি বাংলা’র অভিমণ্যু। দলীপে ভালো পারফর্ম্যান্স করলে সুযোগ থাকতে নির্বাচকদের চোখে পড়ার। কিন্তু ভারত-বি অধিনায়ক মাত্র ১৩ রান করেই ফিরলেন সাজঘরে। আবেশ খানের (Avesh Khan) বলে উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের দস্তানায় ধরা পড়েন্ন তিনি। টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের সংগ্রহ ৩০। বাম হাতি পেসার খলিল আহমেদ ফেরান তাঁকে।
৫৩ রানের মধ্যে দুই ওপেনার‘কে হারিয়েছিলো ভারত-বি। এরপর আউট হন সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ অস্বস্তিতে ছিলেন আগাগোড়া। আবেশ খানের বল আছড়ে পড়ে তাঁর প্যাডে। আপিলের জবাবে আঙুল তুলতে দেরী করেন আম্পায়ার। ৩৫ বলে ৯ রানের ইনিংস খেলেই ফিরতে হয় তাঁকে। ২১ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রত্যাবর্তন সুখের হলো না তারকা উইকেটরক্ষক-ব্যাটারেরও। বাংলার আকাশ দীপের ফুল লেন্থে পিচ করা ডেলিভারি লং অফের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। মিড অফ থেকে অনেকখানি পিছন দিকে দৌড়ে গিয়ে ক্যাচ তালুবন্দী করেন ভারত-এ’র অধিনায়ক শুভমান গিল। ৭ করেন ঋষভ। পরবর্তী বলেই আকাশ দীপের (Akash Deep) আউটস্যুইং উড়িয়ে দেয় নীতিশ রেড্ডি’র অফস্টাম্পের বেল।
অসামান্য শতক মুশির খানের-
নীতিশ রেড্ডি (Nitish Kumar Reddy) আউট হওয়ার পর যথাক্রমে ০ ও ১ রান করে সাজঘরে ফেরেন ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর। প্রথমজন’কে রান-আউট করেন আকাশ দীপ, দ্বিতীয় জন’কে ফেরান খলিল আহমেদ। স্কোরবোর্ডে তখন ৭ উইকেটের বিনিময়ে ৯৪ রান। আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন ভারত-এ পেসার’রা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ভারত-বি ঘুরে দাঁড়ালো মুশির খানের ব্যাটে। এবারের দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম ম্যাচের প্রথম দিনেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম দেখলো এক নতুন তারকার জন্ম। এর আগে রঞ্জি ফাইনালে শতরান করেছেন মুশির (Musheer Khan), অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে দুইটি শতরান করেছেন, আজও দুর্দান্ত পরিণতিবোধ দেখালেন বছর উনিশের তরুণ। অসামান্য দক্ষতা ও অধ্যবসায়ের সমন্বয়ে খেললেন এক অবিশ্বাস্য ইনিংস।
Musheer Masterclass 👌👌
Musheer Khan headlined India B’s fight against India A with a superb century. He’s unbeaten on 105 at the end of the day’s play.
Re-live some of his delightful strokes 🔽
Follow the match ▶️ https://t.co/eQyu38Erb1 pic.twitter.com/91UPakOr0c
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2024
আবেশ, আকাশ, খলিল, কুলদীপ-প্রতিপক্ষের বোলিং লাইন আপে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকার অভাব নেই। তাঁদের অনায়াসে খেললেন মুম্বইয়ের টিন-এজার। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। দিনের শেষে অপরাজিত রইলেন ১০৫ রানে। মেরেছেন ১০টি চার ও ২টি ছক্কা। দাদা সরফরাজ ব্যর্থ হলেও একা কুম্ভ হয়ে লড়াই করে গেলেন ভাই মুশির। সঙ্গী পেলেন নয় নম্বরে নামা নভদীপ সাইনি’কে (Navdeep Saini)। দিনের শেষ সেশনে দারুণভাবে মুশিরের (Musheer Khan) তালে তাল মিলিয়ে স্কোরবোর্ড’কে এগিয়ে নিয়ে গেলেন তিনি। একটা সময় মনে হচ্ছিলো ১২০’ও হয়ত তুলতে পারবে না ভারত-বি। কিন্তু দিনের শেষে তাদের সংগ্রহ ২০২ রান। উইকেটের কলাম আটকে সেই ৭-এ। ১০৮ রানের জুটি মুশির-নভদীপের। আগামীকাল নতুন বল সামলে দিতে পারলে আরও বড় রানের দিকে দল’কে এগিয়ে নিয়ে যেতে পারে দু’জনে।