IPL 2025: আগামী আইপিএলের (IPL) জন্য পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা তাদের কাঁধে, ফলে দায়িত্ব’ও বেশী কলকাতা ফ্র্যাঞ্চাইজির। নিজেদের সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ সামনে রেখেই মাঠে নামতে হবে তাদের। মেগা অকশন রয়েছে আইপিএল (IPL) মরসুম শুরুর আগে। ভাবতে হচ্ছে তা নিয়েও। আগামী মরসুমের জন্য ধরে রাখা হবে কোন ক্রিকেটারদের, রিলিজ তালিকাতেই বা থাকবেন কারা, নিলাম থেকে কোন তারকাদের দলে নেওয়ার চেষ্টা করা হবে, এই মুহূর্তে নানাবিধ পারমুটেশন-কম্বিনেশন ঝালিয়ে দেখছেন বেঙ্কি মাইশোর’রা। ক্রিকেটার নিয়োগের পাশাপাশি কোচিং স্টাফেও নতুন মুখদের স্বাগত জানানোর পরিকল্পনা চলছে জোরকদমে। গম্ভীরের শূন্যতা ঢেকে নতুন উদ্যমে ট্রফির লড়াইতে নামতে চায় নাইটরা (KKR)।
Read More: IPL 2025: দৌড়ে নেই যুবরাজ সিং, দিল্লী ক্যাপিটালসের মেন্টর হতে চলেছেন সুরেশ রায়না !!
নাইট রাইডার্স ছেড়েছেন গৌতম গম্ভীর-
প্রশিক্ষক হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পথচলা শুরু হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে। দুই বছর সেখানে ছিলেন মেন্টর পদে। ২০২৪ আইপিএলের (IPL) আগেই যোগ দেন নাইট রাইডার্সে (KKR)। ক্রিকেটার হিসেবে নাইট জার্সি গায়ে চাপানোর পর যেমন ভাগ্য বদলে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির, ২০১২ ও ২০১৪ সালে এনে দিয়েছিলেন জোড়া ট্রফি, মেন্টর হয়েও তেমনটাই করতে দেখা গিয়েছিলো গম্ভীরকে। এক দশক ধরে খেতাব না জেতা দলকে গড়ে তোলেন চ্যাম্পিয়ন হিসেবে। প্রথম দিন সাজঘরে ঢুকেই ক্রিকেটারদের জানিয়ে দিয়েছিলেন যে লক্ষ্য ফাইনাল খেলা। তাঁর দেখানো পথে হেঁটে সেই লক্ষ্য পূরণ করেন খেলোয়াড়’রা। অন্তিম বাধাটুকুও পেরিয়ে যান অতি সহজেই।
যেভাবে সুনীল নারাইন (Sunil Narine), আন্দ্রে রাসেলদের ছন্দে ফিরতে সাহায্য করেছেন গম্ভীর, শুরুর ম্যাচগুলিতে ভালো পারফর্ম করতে না পারা মিচেল স্টার্ককে (Mitchell Starc) ভরসা যুগিয়ে গিয়েছেন ক্রমাগত, সাহায্য করেছেন আগুনে ফর্ম খুঁজে পেতে, তার তারিফ না করে থাকতে পারেন নি বিশেষজ্ঞরা। গম্ভীরের (Gautam Gambhir) মগজাস্ত্রের ধার নজর এড়ায় নি টিম ইন্ডিয়ারও। নাইটদের ট্রফি জেতানোর কিছুদিনের মধ্যেই দল ছেড়ে ‘মেন ইন ব্লু’র কোচ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ‘মেন্টর’ গম্ভীর একা সরে দাঁড়ান নি, সাথে নাইট রাইডার্সের (KKR) কোচিং স্টাফের দুই সদস্য অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকেও টিম ইন্ডিয়াতে নিয়ে গিয়েছেন সহকারী হিসেবে।
নাইটদের রেডারে রয়েছেন সাঙ্গাকারা-
মেগা অকশন এগিয়ে আসছে দ্রুত। তার আগেই গম্ভীরের শূন্যস্থান পূরণ করে ফেলতে চায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম শোনা গিয়েছিলো ভারতীয় দলের সদ্যবিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পরে প্রাক্তন নাইট তারকা ও কোচ জ্যাক ক্যালিসের (Jacques Kallis) নাম’ও ভেসে উঠেছিলো পরবর্তী মেন্টর হিসেবে। কিন্তু সময়ের সাথে সাথে থিতিয়ে গিয়েছে তা। সম্প্রতি ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর কলামে উঠে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে যে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) রয়েছেন নাইটদের রেডারে। তাঁকে পরবর্তী মরসুমে মেন্টর হিসেবে চাইছেন শাহরুখ খান’রা।
রাজস্থান রয়্যালসের (RR) দায়িত্বে রয়েছেন টি-২০ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান তারকা। কিন্তু সেখানে অনিশ্চিত তাঁর ভবিষ্যৎ। সঞ্জু স্যামসনদের ফ্র্যাঞ্চাইজি নাকি ইতিমধ্যেই সাঙ্গাকারাকে সরানোর ব্যপারে মনস্থির করে ফেলেছে। তারা ডাগ-আউটে ফেরাতে চলেছে দ্রাবিড়কে (Rahul Dravid)। মাঝে শোনা গিয়েছিলো যে হোয়াইট বল ক্রিকেটে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হতে পারেন তিনি। কিন্তু ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) হাতে সেই দায়িত্ব দিনকয়েক আগে সঁপে দিয়েছে ইসিবি। ফলে বন্ধ হয়েছে সেই দরজা। দ্রাবিড়ের আগমনে আইপিএলেও (IPL) নিজের পদ হারাচ্ছেন সাঙ্গা। সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইছে নাইটরা। তারা প্রস্তাব রাখছেন শ্রীলঙ্কার নক্ষত্রের কাছে। ট্যাকটিশিয়ান হিসেবে সুখ্যাতি রয়েছে তাঁর। চেষ্টা করবেন সাফল্যের ধারা অব্যাহত রাখতে।