WTC: কেপ টাউনের মাঠে দুর্দান্ত পারফর্ম্যান্স টিম ইন্ডিয়ার (Team India)। বল হাতে আগুন ঝরিয়ে অনবদ্য জয় এনে দিলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৫ রানের মধ্যে গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ভারত থামে ১৫৩ রানে। ৯৮ রানের লীড হাতে থাকায় চালকের আসনেই ছিলো টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৭৬ রানে শেষ হয়। ৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ ওভারের মধ্যেই দাপুটে জয় ছিনিয়ে নেয় ভারত।। ৭ উইকেটের ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় ‘মেন ইন ব্লু।’ টি-২০ সিরিজেও পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছিলো ভারতীয় দল। জিতেছিলো ওয়ান ডে সিরিজ। টেস্টেও ভারতের হাত থেকে ট্রফি কাড়তে পারলেন না মার্করাম, রাবাডারা।
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে পরাজয় চাপ বাড়িয়েছিলো ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে প্রথমে এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। চিন্তা বাড়ায় স্লো ওভার রেট। নির্দিষ্ট সময়সীমা থেকে ২ ওভার পিছিয়ে থাকার দরুণ গোটা দলের ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হয় ১০ শতাংশ অর্থ। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকাতেও ২ পয়েন্ট কাটা যায় ভারতের। তারা নেমে যায় ছয় নম্বরে। টানা দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিয়েছিলো সেঞ্চুরিয়নের পরাজয়। কেপ টাউনের সাফল্য সেই কাঁটা দূর করলো অনেকখানি।
Read More: SA vs IND: দ্বিতীয় টেস্টে হাতের মুঠোয় দুরন্ত জয়, পেসারদের দৌরাত্ম্যে কেপ টাউনের ‘কিং’ টিম ইন্ডিয়া !!
শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের, নামলো পাকিস্তান-
সেঞ্চুরিয়ন টেস্টের আগে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) তালিকার শীর্ষে ছিলো ভারতীয় শিবির। ২০২৩-২০২৫ সাইকেলে দুই টেস্ট খেলে ১টি জয় ও ১টি ড্র ছিলো তাদের ঝুলিতে। সুপারস্পোর্ট পার্কের পরাজয়ের পর তাদের পার্সেন্টেজ পয়েন্ট কমে দাঁড়িয়েছিলো ৩৮.৮৯। ১০০ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুই টেস্টে হারের পরেও দ্বিতীয় স্থানে ছিলো পাকিস্তান। তিন, চার ও পাঁচ নম্বরে ছিলো যথাক্রমে , নিউজিল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাবজয়ী অজি্দের অ্যাসেজ সিরিজে ১০ পয়েন্ট কাটা যাওয়ায় খানিক পিছিয়ে পড়েছিলো তারা। ভারত নেমে গিয়েছিলো ষষ্ঠ স্থানে।
কেপ টাউনের একটা জয়’ই পুরো খোলনলচে বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট তালিকার। এক লাভে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাদের ঝুলিতে ৪ ম্যাচে ২ জয়। ১ ড্র ও ১ হার-সহ আপাতত ৫৪.১৬ পার্সেন্টেজ পয়েন্টস। পয়েন্ট সংখ্যা ২৬। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১২। পার্সেন্টেজ পয়েন্টস ৫০। তিন ও চারে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিউইদের পয়েন্ট ১২, অস্ট্রেলিয়ার ৪২। দুই প্রতিবেশী দেশেরই পার্সেন্টেজ পয়েন্টস ৫০। একই পার্সেন্টেজ পয়েন্টস রয়েছে বাংলাদেশেরও। তারা রয়েছে পাঁচে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হেরে চাপে ছিলো পাকিস্তান, ভারতের কেপ টাউন বিজয়ের পর বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। শান মাসুদের দল একধাক্কায় নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। ২২ পয়েন্ট ও ৪৫.৮৩ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে তারা পিছিয়ে পড়েছে ফাইনালের দৌড়ে।
দেখে নিন পরিবর্তিত WTC পয়েন্ট তালিকা-
Also Read: SA vs IND, 2nd Test, Stats Review: কেপ টাউনে দাপুটে জয় ভারতের, সিরিজের দ্বিতীয় টেস্টে তৈরি হলো একঝাঁক নতুন রেকর্ড !!