wpl-2024-miw-vs-upw-match-06-report

WPL 2024: গতবারের চ্যাম্পিয়নরা ২০২৪-এর উইমেন্স প্রিমিয়ার লীগেও (WPL 2024) শুরুটা করেছিলো দুরন্ত ভাবে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলো দিল্লী ক্যাপিটালসের (DCW) বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে গুজরাত জায়ান্টসের (GGW) বিরুদ্ধেও জয় এসেছিলো বড় ব্যবধানে। আজ সুযোগ ছিলো টানা তিন ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষে জায়গা করে নেওয়ার। কিন্তু জয়ের হ্যাট্রিকের পথে বাধা হয়ে দাঁড়ালো অ্যালিসা হিলি’র (Alyssa Healy) নেতৃত্বাধীন ইউ পি ওয়ারিয়র্স (UPW)। মরসুমের প্রথম দুই ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো তাদের। অন্যতম ফেভারিট ‘মুম্বই’কে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে খেতাবী দৌড়ে প্রত্যাবর্তন ঘটালো তারা। অধিনায়ক হরমনপ্রীত-হীন মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) তোলা ১৬১/৬-এর জবাবে ১৬.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউ পি।

Read More: শাস্তি এড়াতে পারলেন না ঈশান কিষণ এবং শ্রেয়স আইয়ার, বোর্ডের রোষানলে পড়ে অন্ধকারে কেরিয়ার !!

হরমনপ্রীতের অভাব অনুভব করলো মুম্বই-

MIW vs UPW | WPL 2024 | Image: Getty Images
MIW vs UPW | WPL 2024 | Image: Getty Images

মরসুমের প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) ওপেনিং জুটি বিশেষ সাফল্য এনে দিতে পারে নি। ছন্দে ছিলেন না হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। আজ ইউ পি’র বিরুদ্ধে অবশ্য ম্যাথিউজকে সাথে নিয়ে শুরুটা খারাপ করেন নি ইয়াস্তিকা ভাটিয়া। ৫০ রানের জুটি গড়েন তাঁরা। অষ্টম ওভারের প্রথম বলে ২৬ রান করে আউট হন ইয়াস্তিকা (Yastika Bhatia)। তাঁকে ফেরান গ্রেস হ্যারিস। আজ অধিনায়কের দায়িত্ব সামলালেন ন্যাটালি সিভার-ব্রান্ট (Natalia Sciver-Brunt)। রান পান নি ইংল্যান্ডের অলরাউন্ডার। মাত্র ১৯ রান করে রান-আউট হন তিনি। গত মরসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন হেইলি ম্যাথিউজ। ক্যারিবিয়ান ক্রিকেটার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চমৎকার খেলেছিলেন। আজ ডব্লুপিএলের তৃতীয় ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। করেন ৫৫ রান।

চার নম্বর আজ ব্যাট হাতে দেখা যায় নি হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। চোটের কারণে খেলেন নি তিনি। গত দুই ম্যাচেই অনবদ্য দুটি ইনিংস খেলেছিলেন তিনি। আজ ভারতীয় তারকার অভাব অনুভব করলো তাঁর দল। ১৩তম ওভারে হেইলি ফেরার পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন এমিলিয়া কের (Amelia Kerr)। ১৬ বলে ২৩-এর বেশী এগোতে পারেন নি তিনিও। পূজা বস্ত্রকার ১২ বলে ১৮ রানের ক্যামিও খেলেন। প্রথম ম্যাচে জয়ের নায়িকা এস সাজানা মাত্র ৪ রান করে ফেরেন আজ। শাবনিম ইসমাইলের বদলে ইংল্যান্ডের ইস ওং’কে (Isi Wong) সুযোগ দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। সাত নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৬ বলে ১টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ঝোড়ো ক্যামিও মুম্বইকে পৌঁছে দেয় ১৬১ রানে।

প্রথম জয় ছিনিয়ে নিলো ইউ পি ওয়ারিয়র্স-

Kiran Navgire and Alyssa Helay | WPL 2024 | Image: Getty Images
Kiran Navgire and Alyssa Helay | WPL 2024 | Image: Getty Images

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলো ইউ পি (UPW)। ওপেনিং জুটিতে বদল এনেছিলো তারা। তাতেই বাজিমাত ইউ পি’র যোদ্ধাদের। অ্যালিসা হিলি’র (Alyssa Healy) সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন কিরণ নভগিরে (Kiran Navgire)। আজ জয়ের নায়িকা হয়ে উঠলেন তিনিই। একপ্রান্তে অজি তারকা হিলি যখন ইনিংসের ভিত মজবুত করায় মন দন, তখন ফিফথ গিয়ারে ব্যাটিং করলেন কিরণ। সাধারণত পাঁচ বা ছয়ে ‘ফিনিশার’ হিসেবে খেলেন তিনি, আজ ওপেন করতে নেমে মাত্র ৩১ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তিনি করেন ৫৭ রান। প্রায় ১৮৪ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংসটিই দুরন্ত গতিতে ছুটতে থাকা মুম্বই-এর অশ্বমেধের ঘোড়ার রশি টেনে ধরে আজ। রান পেলেন হিলি’ও। গত দুই ম্যাচের ব্যর্থতাকে পিছনে ফেলে তিনি করেন ৩৩ রান।

দ্রুত তিন উইকেট হারিয়েছিলো ইউ পি। প্রথমে এমেলিয়া কের-এর (Amerlia Kerr) বলে আউট হন কিরণ। শাবনিম ইসমাইলের বদলে মাঠে নামা ইসি ওং-এর শিকার হন অ্যালিসা হিলি ও তালিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath)। অলরাউন্ডার তালিয়া করেন ১ রান। কিন্তু মুম্বইকে ম্যাচে ফেরার রাস্তা খুঁজে নিতে দেন নি গ্রেস হ্যারিস (Grace Harris)। গত মরসুমে দারুণ ব্যাটিং করেছিলেন। আজও সেরা ছন্দে দেখা গেলো অস্ট্রেলীয় তারকাকে। মাত্র ১৭ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত রইলেন ৩৮ রান করে। ২২৩.৫৩ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। অপরপ্রান্তে ২০ বলে ২৭ রান করেন দীপ্তি শর্মা’ও (Deepti Sharma)। দুজনের ৬৫ রানের জুটি ২১ বল বাকি থাকতেই জয় এনে দেয় ইউ পি’কে। মরসুমের প্রথম দুই পয়েন্ট ঝুলিতে এলো তাদের।

Also Read: WPL 2024: গুজরাতকে ৮ উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল RCB, একনজরে দেখে নিন দলগুলির অবস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *