Shakib al hasan, world cup 2023
Shakib Al Hasan | Image: Getty Images

World Cup 2023: গতকাল থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ ছিলো বাংলাদেশের। বেনজির বিতর্ক দেখা দিলো মাঠে। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো ব্যাটার ‘টাইমড আউট’ হলেন। চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে আসতে খানিক দেরী করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। পরে ক্রিজে এলেও স্টান্স নেওয়ার সময় খেয়াল করেন তাঁর হেলমেটের স্ট্র্যাপটি ছেঁড়া। তিনি হেলমেট বদলানোর আবেদন করেন। আইসিসি’র নিয়ম বলছে একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে ২ মিনিটের মধ্যে বলের মোকাবিলা করার জন্য প্রস্তু হতে হয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় টাইমড আউটের আবেদন করেন শাকিব (Shakib Al Hasan)। আঙুল তোলা ছাড়া উপায় ছিলো না আম্পায়ারের।

এই ঘটনার প্রভাব পড়লো ম্যাচের বাকি অংশে। এমনকি খেলার পরেও ‘টাইমড আউট’ নিয়ে চর্চা চললো দীর্ঘ সময়। শ্রীলঙ্কার তোলা ২৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শাকিবের (Shakib Al Hasan) ৮২ এবং নাজমুল হোসেন শান্ত’র ৯০ রানের সুবাদে সহজেই ম্যাচ জেতে বাংলাদেশ। কিন্তু খেলা শেষে প্রথামাফিক প্রতিপক্ষ ক্রিকেটারদের সাথে হাত মেলান নি শ্রীলঙ্কার খেলোয়াড়’রা। সাংবাদিক সম্মেলনে এসে ম্যাথিউজ (Angelo Mathews) গোটা ঘটনাকে ‘অসম্মানজনক’ আখ্যা দেন। শাকিব পক্ষান্তরে জানিয়ে দিয়েছিলেন যুদ্ধে নেমেছেন তিনি। দলের প্রয়োজনে সব কিছু করতে তিনি প্রস্তত। শাকিব না ম্যাথিউজ, কে ঠিক? কে বেঠিক? দুনিয়ার ক্রিকেটমহল জুড়ে যখন চলছে এই আলোচনা, তখনই ফের একবার খবরের শিরোনামে স্থান করে নিলেন বাংলাদেশ অধিনায়ক। গতকালের ‘ম্যাচ অফ দ্য ম্যাচ’ পারফর্ম্যান্সের পরে বাকি বিশ্বকাপ (ICC World Cup) থেকেই ছিটকে গেলেন তিনি।

Read More: ‘ভাগ বেহেন&%##…’ দর্শকের উপর মেজাজ হারালেন KL রাহুল, মাঠের মধ্যেই দিলেন অকথ্য ভাষায় গালি !!

বিশ্বকাপের বাইরে শাকিব আল হাসান-

Shakib Al Hasan | ICC World Cup 2023 | Image: Getty Images
Shakib Al Hasan | Image: Getty Images

গতকাল’ই ওয়াংখেড়েতে ২ উইকেট এবং ঝোড়ো ৮২ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আর আজ টাইগার্স শিবির থেকে শোনা গেলো দুঃসংবাদ। বিশ্বকাপের (ICC World Cup) বাকি অংশে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। চলতি টুর্নামেন্টে ৮ ম্যাচের মধ্যে ছয়টি হার এবং মাত্র দুটি জয়ের মুখ দেখেছে টাইগার্সরা। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাফল্য পেয়ে তারা উঠে এসেছে লীগ তালিকায় সপ্তম স্থানে। আকি আর একটি মাত্র ম্যাচ। বিশ্বকাপের (ICC World Cup) সেমিফাইনালে যাওয়ার আশা আর নেই, তে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে হলে প্রথম আটে শেষ করতে হবে বাংলাদেশকে। তার জন্য আগামী ১১ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি জিততেই হবে তাদের। দলের সেরা অস্ত্র শাকিব আচমকাই ছিটকে যাওয়ার আবার শঙ্কার মেঘ ঘণীভূত হয়েছে বাংলাদেশ শিবিরে।

টাইগার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে জানানো হয়েছে যে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং-এর সময় বলের আঘাতে বাম হাতের আঙুলে চোট পেয়েছেন শাকিব। দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান অধিনায়কের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করেছেন সংবাদমাধ্যমকে। তিনি জানান, “শাকিবের বাঁ হাতের আঙুল কেটে গিয়েছিলো ইনিংসের শুরুতেই। কিন্তু ও পেনকিলার খেয়ে এবং হাতে টেপ লাগিয়ে ব্যাটিং জারি রাখে। তড়িঘড়ি এক্স-রে করা হয়েছিলো দিল্লীতে। বাম হাতের পিআইপি জয়েন্টে চিড় ধরা পড়েছে। মনে করা হচ্ছে সেরা উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। ও আজই বাংলাদেশ উড়ে যাবে এবং রিহ্যাব শুরু করবে।” শাকিব না থাকায় আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। এর আগে ভারতের বিরুদ্ধেও শাকিবের বদলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

Also Read: World Cup 2023: চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, এই দলের বিরুদ্ধে করবেন অধিনায়কত্ব !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *