'ভাগ বেহেন&%##...' দর্শকের উপর মেজাজ হারালেন KL রাহুল, মাঠের মধ্যেই দিলেন অকথ্য ভাষায় গালি !! 1

বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। এই বিশ্বকাপে ভারতীয় দল আপাতত তাদের প্রতিটি প্রতিপক্ষকেই হারিয়েছে। এই বিশ্বকাপে ভারতের পর সবথেকে ভালো ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকেও একতরফা ভাবে পরাস্ত করেছে। আর এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে ফেলেছে। যদিও এখনো পর্যন্ত সেমিফাইনালে ভারতীয় দল কোন দলের মুখোমুখি হতে চলেছে তা এখনো জানা সম্ভব হয়নি। অন্যদিকে টিম ইন্ডিয়া তাদের সেমিফাইনাল জয়ের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। এরই মাঝে বেশ ভাইরাল হতে শুরু করে দিয়েছে কেএল রাহুলের (KL Rahul) একটি ভিডিও।

Read More: World Cup 2023: বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা, ব্যাটে- বলে হল পর্যুদস্ত !!

প্রসঙ্গত, বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছিল। আর দুই দলের মেগা ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ওদিন ম্যাচে দেখা গিয়েছিল এক অদ্ভুত হাস্যকর দৃশ্য। কড়া নিরাপত্তায় ম্যাচ চলার পরেও ইন্ডিয়ার জার্সিতে মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ওরফে জার্ভো। তাকে দেখার পর মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং পরে কেএল রাহুলের (KL Rahul) থেকে বকা শোনেন জার্ভো। রাহুলের এই ভিডিওটি সমাজ মাধমে বেশ ভাইরাল হয়েছে।

জার্ভোর কারণে বন্ধ থাকে ম্যাচ

Ind vs aus, world cup 2023
Jarvo in IND vs AUS match | Image: Getty Images

অতীতেও একাধিকবার নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে মাঠে ঢুকেছেন জার্ভো, আসলে ২০২১ সালে প্রথম বার জার্ভোকে দেখা গিয়েছিল। ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ছিল ঠিক তখনই জার্ভোকে প্রথম দেখা যায়। ভারতের ৬৯ নম্বর জার্সি গায়ে দেখা গেল ড্যানিয়েল জার্ভিসকে। তিনি একজন ইউটিউবার তার সাথে তিনি একজন ভারতীয় ক্রিকেট ফ্যানও। যদিও এই ম্যাচের কথা বলতে গেলে, জাদেজা ও কুলদীপের দুরন্ত বোলিংয়ে ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সামান্য ২০০’রান তাড়া করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান (Ishan Kishan) এমনকি দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যায়। তবে বিরাট কোহলির (Virat Kohli) ৮৫ এবং কেএল রাহুলের (KL Rahul) ৯৭ রানের দৌলতে টিম ইন্ডিয়া তাদের প্রথম জয় সুনিশ্চিত করে।

Read More: World Cup 2023: চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, এই দলের বিরুদ্ধে করবেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *