World Cup 2023: দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব চলছেই, ডি কক-ডুসেনের জোড়া শতরানে নিউজিল্যান্ডের টার্গেট ৩৫৮ !! 1

World Cup 2023: পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে দুই দলই। সেই কারণে আজকের খেলার গুরুত্ব অপরিসীম দুই শিবিরের কাছেই। ছয় ম্যাচে পাঁচ জয়-সহ দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। আজ যদি কিউইদের হারাতে পারে তারা তাহলে বারো পয়েন্ট হবে তাদের। ‘অপরাজিত’ ভারত’ও রয়েছে বারো পয়েন্টে। তবে নেট রান-রেটের কারণে শীর্ষে জায়গা করে নিতে পারবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে প্রথম চার ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। আজ কোনো মূল্যেই পদস্থলন মেনে নিতে পারবে না তারাও। সর্বস্ব দিয়েই জয়ের জন্য ঝাঁপাবেন ল্যাথাম, সাউদীরা।

আজ টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো নিউজিল্যান্ড। শুরুর ওভারগুলোতে তারা বেঁধেও রেখেছিলো বাভুমা-ডি ককের জুটিকে। কিন্তু প্রথম উইকেটের পতনের পরেই ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। পুনের বাইশ গজে রাজত্ব করতে দেখা গেলো ক্যুইন্টন ডি কক এবং রাসি ফান দার ডুসেনকে। দুজনেরই চলতি বিশ্বকাপটা দারুণ কাটছে। আজ’ও ফর্ম ধরে রাখলেন তাঁরা। তিন অঙ্কের রানে পৌঁছান দুজনেই। ডি কক-ডুসেন জুটির সুবাদে ব্যাকফুটেই রয়ে গেলো কিউইরা। বোল্ট, হেনরী, সাউদী, স্যান্টনার- তারকা সমৃদ্ধ বোলিং নিয়েও সুবিধা করতে পারলেন না তাঁরা। ‘ডেথ ওভারে’ ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেলো ডেভিড মিলারকেও। এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে বিশাল রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সেই ধারা বজায় রেখে আজ নিউজিল্যান্ডের জন্য ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলো তারা।

Read More: World Cup 2023: “জন্মদিনে আসুক শতরান…” ‘কিং কোহলি’কে শুভেচ্ছাবার্তা মহম্মদ রিজওয়ানের !!

আরও একবার দুর্দান্ত ডি কক, শতক ডুসেনেরও-

Quinton de Kock and Rassie van der Dussen | Image: Getty Images
Quinton de Kock and Rassie van der Dussen | Image: Getty Images

ত্রিশ বছর বয়সেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন, ভারতে আসার আগেই জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার ক্যুইন্টন ডি কক। চলতি বিশ্বকাপই (ICC World Cup 2023) প্রোটিয়া জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর শেষ টুর্নামেন্ট। সমাপ্তিটা রাঙিয়ে দিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শতরান করেছিলেন তিনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের অনবদ্য ইনিংসও এসেছিলো তাঁর ব্যাট থেকে। আজ আরও একবার নিজের আগুনে ফর্মের জানান দিলো ডি ককের (Quinton de Kock) ব্যাট। তেম্বা বাভুমার সাথে ওপেনিং করতে নেমে বেশ খানিকক্ষণ গুটিয়েই ছিলেন তিনি। কিন্তু অধিনায়ক বাভুমা ২৮ বলে ২৪ রান করে ফেরার পরেই ছন্দে ফেরেন তিনি। পুনের দর্শকদের উপহার দেন ব্যাটিং মাস্টারক্লাস।

রাসি ফান দার ডুসেনের (Rassie van der Dussen) সাথে জুটি বেঁধে প্রোটিয়া ইনিংসকে এগিয়ে নিয়ে যান ডি কক। ১১৬ বলে ১০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে করেন ১১৪ রান। চলতি বিশ্বকাপে চতুর্থ শতক করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাকিদের ধরাছোঁয়ার অনেকখানি বাইরে চলে গেলেন তিনি। পুনের বাইশ গজে পিছিয়ে রইলেন না রাসি ফান দার ডুসেন’ও। তিনিও এই টুর্নামেন্টে আগে শতরান করেছেন। করেছেন বেশ কয়েকটি অর্ধশতক’ও। আজ স্বকীয় ঔজ্জ্বল্যে প্রতিভাত তিনিও। ২০০ রানের জুটি গড়ে ডি কক ফেরার পরেও তাঁর ব্যাটিং বিক্রম থামানোর সূত্র খুঁজে পেতে হিমসিম খেতে হলো নিউজিল্যান্ডকে। শেষমেশ ১১৮ বলে ১৩৩ রানের ইনিংস খেলে সাউদীর বলে আউট হন তিনি।

বিস্ফোরক মিলার, রানের পাহাড়ে প্রোটিয়ারা-

David Miller | ICC World Cup 2023 | Image: Getty Images
David Miller | ICC World Cup 2023 | Image: Getty Images

এর আগের ম্যাচগুলিতে ছয় নম্বরে ডেভিড মিলারকে (David Miller) ব্যবহার করতে দেখা গিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। সাধারণত চার নম্বরে ব্যাটিং করেছেন এইডেন মার্করাম। কিন্তু আজ ডি কক ও ডুসেনের জুটি যে মঞ্চ প্রস্তুত করেছিলেন, তার পূর্ণ সদ্ব্যবহারের জন্য আগে মিলারকেই পাঠিয়ে দেওয়া হয়েছিলো বাইশ গজে। ফের একবার ‘কিলার মিলার’ অবতারে হাজির হলেন তিনি। ফিফথ গিয়ারে ছোটালেন স্কোরবোর্ডকে। ২ চার এবং ৪ ছক্কার সাহায্যে মিলারের ব্যাট থেকে আজ এলো ৩০ বলে ৫৩। ঝোড়ো ব্যাটিং-এ পিছিয়ে রইলেন না হেনরিখ ক্লাসেন’ও (Heinrich Klaasen)। গত দুই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে ১০৯ এবং ৯০। আজ বড় ইনিংস খেলার সময় এবং সুযোগ দুই ছিলো না তাঁর কাছে। তা সত্ত্বেও অপরাজিত রইলেন ৭ বলে ১৫ রান করে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডবে আজ হাঁড়ির হাল কিউই বোলিং-এর। গোড়ালির সমস্যার কারণে লকি ফার্গুসন ছিলেন না। বদলে টিম সাউদী মাঠে নামেন আজ। অভিজ্ঞ পেসার প্রত্যাবর্তনের ম্যাচে ক্যুইন্টন ডি কক এবং রাসি ফান দার ডুসেনকে আউট করলেন ঠিকই, কিন্তু ১০ ওভারে খরচ করেন ৭৭ রান। অপেক্ষাকৃত কৃপণ বোলিং করলেন ট্রেন্ট বোল্ট। আজ তেম্বা বাভুমাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তিনিই। কিন্তু দিনের শেষে বাম হাতি পেসারের পরিসংখ্যান ১০-১-৪৯-১। অজিদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন গ্লেন ফিলিপস। আজ তাঁর ৭ ওভারে বিনা উইকেটে এলো ৫২ রান। রচিন রবীন্দ্র থেকে মিচেল স্যান্টনার, উইকেটের মুখ দেখেন নি কেউই। ১ উইকেট নীশমের। পুনের বাইশ গজ ব্যাটিং স্বর্গ, এখানে গড় স্কোর ৩০৭। তা সত্ত্বেও রাবাডা-ক্যুৎসি-লুঙ্গিদের সামলে … রান করা কঠিন হবে নিউজিল্যান্ডের পক্ষে।

Also Read: World Cup 2023: বিশ্বকাপের পরই ক্রিকেটকে আলবিদা ইংল্যান্ডের তারকার, সামনে এল মারাত্মক কারণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *