world-cup-ind-vs-sl-match-highlights

World Cup 2023: আজ থেকে ঠিক বারো বছর সাত মাস আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো টিম ইন্ডিয়া। মালিঙ্গা-মুরলীথরনদের লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে জিতে সেবার খেতাব নিজেদের নামে করেছিলেন ধোনি-শেহবাগ’রা। বারো বছর পর আজ ফের ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে শ্রীলঙ্কার মহড়া নিলো ভারত। ফাইনাল না হলেও রাউন্ড রবিন পর্বের সপ্তম ম্যাচটিরও যথেষ্ট গুরুত্ব ছিলো দুই শিবিরের কাছেই। ভারতের লক্ষ্য ছিলো টানা সাত ম্যাচ জিতে লীগ টেবিলের শীর্ষে চলে যাওয়া। অন্যদিকে বিশ্বকাপে (ICC World Cup 2023) টিকে থাকতে হলে জিততেই হত শ্রীলঙ্কাকে। ক্রিকেটপ্রেমীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করলেও, দিন শেষে বাস্তব চিত্রটা সম্পূর্ণ উলটো। দুরন্ত ছন্দে থাকা ভারতের বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান লঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস (Kusal Mendis)। দ্রুত রোহিত ফিরলেও বিরাট (Virat Kohli) ও শুভমান গিলের (Shubman Gill) জুটি ম্যাচের ফেরায় টিম ইন্ডিয়াকে। দুজনেই শতরানের খুব কাছ থেকে ফেরেন আজ। এরপর বড় ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার’ও। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা (Dilshan Madushanka)। ভারতের ইনিংস থামে ৩৫৭ রানে। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (Pathum Nissanka) হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর লঙ্কা ব্যাটারদের উপর গতির বুলডোজার চালিয়ে দিতে দেখা গেলো শামি-সিরাজ-বুমরাহ ত্রয়ীকে। ত্রস্ত শ্রীলঙ্কা গুটিয়ে গেলো ৫৫ রানেই। এশিয়া কাপ ফাইনালের পর ভারতের বিরুদ্ধে আরও একবার লজ্জার পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়লেন কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা’রা।

Read More: World Cup 2023: বিশ্বকাপে চললো শামি-সিরাজের জালওয়া, প্রথম টিম হিসেবে ভারত করলো সেমিতে কোয়ালিফাই !!

১) দ্বিতীয় বলেই আউট রোহিত শর্মা-

Rohit Sharma and Dilshan Madushanka | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Dilshan Madushanka | ICC World Cup 2023 | Image: Getty Images

চলতি বিশ্বকাপে প্রতি ম্যাচেই শুরুটা ঝড়ের গতিতে করার প্রয়াস চালাচ্ছেন রোহিত শর্মা। আজও সেই একই পরিকল্পনা ছিলো তাঁর। দিলশান মাদুশাঙ্কার প্রথম বলকে ফাইন লেগের দিকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় বলেই ঘটে বিপত্তি। মাদুশাঙ্কার বল’কে ইনস্যুইং ভেবে খেলতে গিয়েছিলেন ভারত অধিনায়ক, কিন্তু শেষ মুহূর্তে তা কাঁটা বদলে আছড়ে পড়ে রোহিতের অফস্টাম্পে। ২ বলে ৪ রান করেই আজ সাজঘরে ফিরতে হয় তাঁকে। ‘ঘরের মাঠ’ ওয়াংখেড়েতে বড় ইনিংস খেলার স্বপ্ন অধরাই থেকে গেলো হিটম্যানের।

২) দুরন্ত জুটি বিরাট-শুভমানের-

Virat Kohli and Shubman Gill | | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli and Shubman Gill | | ICC World Cup 2023 | Image: Getty Images

দ্বিতীয় বলেই উইকেট খোয়ালেও চাপ বাড়ে নি ভারতীয় দলের উপর। সৌজন্যে বিরাট কোহলি এবং শুভমান গিল। অনবদ্য ব্যাটিং করলেন দুজনেই। প্রথম কয়েক ওভার বাইশ গজ থেকে নড়াচড়া আদায় করতে পারছিলেন মাদুশাঙ্কা-চামিরা’রা। তখন ধৈর্য্য ধরে ইনিংসের গতিকে মন্থর রাখেন তাঁরা। পরে গতি বাড়ান স্কোরবোর্ডের। চলতি বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন না শুভমান গিল। আজ ফের বড় রানের মুখ দেখলেন তিনি। বিরাট-শুভমানের জুটি স্কোরবোর্ডে যোগ করে ১৮৯ রান। ব্যক্তিগত ৯২ রানের মাথায় দিলশাল মাদুশাঙ্কার বলে উইকেট হারিয়ে শতক স্পর্শ করা হলো না তাঁর।

৩) শচীনকে ছোঁয়া হলো না বিরাট কোহলির-

Virat Kohli | | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli | | ICC World Cup 2023 | Image: Getty Images

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের নিরিখে সবার উপরে রয়েছেন শচীন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছেন ৪৯টি শতরান। ঠিক এক ধাপ নীচেই রয়েছেন বিরাট কোহলি। ‘কিং কোহলি’র ঝুলিতে রয়েছে ৪৮টি শতরান। আজ ‘মডার্ন মাস্টার’-এর সামনে সুযোগ ছিলো ‘মাস্টার ব্লাস্টার’-এর রেকর্ড স্পর্শ করার। দৃপ্ত পদক্ষেপে এগোচ্ছিলেন’ও তিনি। দর্শকাসনে উপস্থিত ছিলেন শচীন। আইডলের চোখের সামনে তাঁর পাশের আসনে বসা হলো না কোহলি’র। ব্যক্তিগত ৮৮ রানের মাথায় দিলশান মাদুশাঙ্কার তৃতীয় শিকার হন তিনি। চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় বার শতকের সামনে থেকে ফিরলেন তিনি।

৪) বিস্ফোরক ইনিংস শ্রেয়স আইয়ারের-

Shreyas Iyer| | ICC World Cup 2023 | Image: Getty Images
Shreyas Iyer| | ICC World Cup 2023 | Image: Getty Images

৩ রানের ব্যবধানে দুটি উইকেট হারিয়েছিলো ভারত। এরপর ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার। প্রথমে কে এল রাহুল এবং পরে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে করে স্কোরবোর্ডকে গতি দিলেন তিনি। গত কয়েক ম্যাচে রান পান নি, তবে আজ চার নম্বরে ব্যাট করতে নেমে আজ টি-২০’র মেজাজে শ্রেয়স । রানের রংমশাল জ্বললো তাঁর ব্যাটে। একের পর এক চার-ছক্কায় শ্রীলঙ্কা বোলারদের নাজেহাল করলেন তিনি। চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ছক্কা এলো তাঁর ব্যাট থেকেই। ১০৬ মিটার দূরে আছড়ে পড়লো বল। মাত্র ৫৬ বলে ৩টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে শ্রেয়স করেন ৮২ রান। রাহুল করেন ২১, জাদেজার ব্যাট থেকে আসে ৩৫। ভারতের ইনিংস পৌঁছায় ৩৫৭ রানে।

৫) শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দেন বুমরাহ-

Jasprit Bumrah | ICC World Cup 2023 | Image: Getty Images
Jasprit Bumrah | ICC World Cup 2023 | Image: Getty Images

ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলে গিয়েছিলো প্রথম উইকেট। শ্রীলঙ্কাকে পালটা দিলো টিম ইন্ডিয়া’ও। দ্বিতীয় বল অবধি অপেক্ষা করেন নি জসপ্রীত বুমরাহ। তাঁর প্রথম বলটিই খুঁজে নেয় পাথুম নিশাঙ্কার প্যাড। ভারতীয় ক্রিকেটারদের আপিলে আঙুল তোলা ছাড়া উপায় ছিলো না আম্পায়ারের। ছন্দে থাকা নিশাঙ্কাকে হারিয়ে শুরুতেই জয়ের আশা নিভে যায় শ্রীলঙ্কা শিবিরের।

৬) ওয়াংখেড়ের বাইশ গজে সিরাজ ঝড়-

Mohammed Siraj | ICC World Cup 2023 | Image: Getty Images
Mohammed Siraj | ICC World Cup 2023 | Image: Getty Images

মাস দেড়েক আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে একাই উড়িয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। হায়দ্রাবাদী পেসার সেদিন এক ওভারে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে ২১ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। তাঁর দাপটে অষ্টম এশিয়া কাপ জিতেছিলো টিম ইন্ডিয়া। আজ ওয়াংখেড়ের মাঠেও সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করলেন তিনি। নিজের প্রথম ওভারে তুলে নেন দিমুথ করুণারত্নে এবং সাদিরা সমরাবিক্রমাকে। দ্বিতীয় ওভারে ফেরান কুশল মেন্ডিসকে। এক সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিলো ০-৩। সিরাজের সৌজন্যে শ্রীলঙ্কা ৩ রানের বিনিময়ে ৪ উইকেট হারিয়ে বসেছিলো।

৭) বিশ্বকাপে অদম্য মহম্মদ শামি-

Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images
Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images

প্রথম কয়েকটি ম্যাচে শামিকে খেলানো হয় নি। বাংলার পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচে তুলে নেন ৫ উইকেট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট। আজ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেন আরও একবার পাঁচ উইকেট নিয়ে। বাংলার পেসারকে থামানো যাচ্ছে না। বিশ্বকাপে এই নিয়ে ১৪ ইনিংসে ৪৫ উইকেট হয়ে গেলো তাঁর। তিনি টপকে গেলেন শ্রীনাথ এবং জাহির খানকে। শ্রীনাথ ৪৪ উইকেট নিয়েছিলেন ৩৩ ইনিংসে, জাহিরের ৪৪ উইকেট নিয়েছিলেন ২৩ ইনিংসে। তাঁদের থেকে অনেক কম ম্যাচেই রেকর্ড নিজের নামে করে নিলেন শামি।

৮) বিশাল ব্যবধানে জিতলো ভারত-

IND vs SL | ICC World Cup 2023 | Image: Getty Images
IND vs SL | ICC World Cup 2023 | Image: Getty Images

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিলো ৫০ রানে। আজ একটা সময় মনে হয়েছিলো তত দূর পৌঁছাবে না তাদের রান। কিন্তু কাসুন রাজিথা’র ১৪ এবং মহেশ তীক্ষণার ১২ রানের ইনিংস পঞ্চাশের গণ্ডি টপকাতে সাহায্য করে লঙ্কাবাহিনীকে। ৩৫৮ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৫৫ রানে। ভারত জেতে ৩০২ রানের ব্যবধানে। দিনকয়েক আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতেছিলো ৩০৯ রানে। ভারতের আজকের জয় বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এই নিয়ে সাত ম্যাচের মধ্যে সাতটিতেই জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো টিম ইন্ডিয়া।

Also Read: World Cup 2023: “এটা ক্রিকেট নাকি অন্যকিছু?” শামি-সিরাজদের দাপটে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা, বিস্মিত নেটনাগরিকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *