world-cup-fan-wants-rain-in-bengaluru

World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মহারণ। মুখোমুখি শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সেমিফাইনালের দৌড় থেকে। একমাত্র প্রথম আটে শেষ করে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়াই লক্ষ্য তাদের। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে আজকের ম্যাচ ‘ডু অর ডাই।’ আহমেদাবাদে জয় দিয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু করেছিলেন রচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট’রা। তার পরের তিনটি ম্যাচেও এসেছিলো জয়। লীগ তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড ঝড়ের গতিতে এগোচ্ছিলো সেমিফাইনালের দিকে। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে বেসামাল তারা। টানা চার হারে এক নম্বর থেকে নেমে যেতে হয়েছে চার নম্বরে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান এবং আফগানিস্তান। সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে আজ জিততেই হবে কেন উইলিয়ামসনদের (Kane Williamson)।

আজকের ম্যাচের ফলাফলের উপর অনেকাংশে নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযানের ফলাফল’ও। যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে ৯ ম্যাচে ৫টি জয় ও ১০ পয়েন্ট সঙ্গী করে রাউন্ড রবিন পর্বে ইতি টানবে তারা। নিউজিল্যান্ডের যা নেট রান-রেট তাতে বেশ খানিকটা এগিয়েই থাকবে তারা। তবে যদি কিউই’রা হারে তাহলে সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে পাক দল। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান আগামী ১১ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) বেশ নড়বড়ে দেখিয়েছে ইংল্যান্ডকে। লম্বা সময় লীগ তালিকার সবার নীচে থাকার পর অবশেষে গতকাল নেদারল্যান্ডসকে হারিয়ে তারা উঠে এসেছে সাতে। বাটলারদের (Jos Buttler) অফ ফর্মের সুযোগ নিয়ে যদি পাকিস্তান হারিয়ে দিতে পারে ইংল্যান্ডকে, তাহলে ১০ পয়েন্ট নিয়ে তারাই উঠে আসবে চার নম্বরে। জায়গা করে নেবে সেমিফাইনালে।

Read More: World Cup 2023: মাথায় পড়লো বাজ, বিশ্বকাপ চলাকালীন ইস্তাফা অস্ট্রেলিয়া অধিনায়কের !!

বেঙ্গালুরুতে বৃষ্টি চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমী-

NZ vs SL | ICC World Cup 2023 | Image: Twitter
Fan at Chinnaswamy hoping for IND vs PAK semifinal clash | Image: Twitter

আজ নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ‘পথের কাঁটা’ হতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে বর্ষণের সম্ভাবনা ৮০ শতাংশ। গোটা সপ্তাহ ধরেই বেঙ্গালুরুর আবহাওয়া বেশ প্রতিকূল। এর আগে বৃষ্টিবিঘ্নিত খেলায় এই বেঙ্গালুরুতেই ৪০১ তুলেও ডিএলএস নিয়মে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। আজ আর তার পুনরাবৃত্তি চাইছে না কিউই শিবির। টসের আগেও সেই কথা বলতে শোনা গিয়েছে ‘ব্ল্যাক ক্যাপস’ অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamoson)। হার বা পয়েন্ট ভাগাভাগি করে অনিশ্চয়তার সরণিতে নিউজিল্যান্ড হাঁটতে না চাইলেও তেমনটাই কিন্তু চাইছেন আজ চিন্নাস্বামীর গ্যালারিতে থাকা এক ক্রিকেট অনুরাগী। তাঁর হাতের পোস্টারটি নজর কেড়েছে ক্রিকেটদুনিয়ার। বর্ষণ থামার অনুরোধ করেন নি তিনি। বরং চাইছেন যাতে অঝোর ধারায় বৃষ্টি হয়।

ভারত যে বিশ্বকাপের (ICC World Cup 2023) রাউন্ড রবিন পর্বে লীগ তালিকায় শীর্ষস্থানে থাকতে চলেছে তা নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াও ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে। চতুর্থ স্থানের জন্য লড়াই নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। আইসিসি’র সূচি অনুযায়ী লীগ তালিকায় প্রথম স্থানে থাকা দল সেমিফাইনালে মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। ভারত প্রথম ও পাকিস্তান চতুর্থ হয়ে যদি সেমিফাইনালে যায়, তাহলে সেমিফাইনালে আরও একবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তেমনটাই চাইছেন চিন্নাস্বামীর সেই ক্রিকেটভক্ত। নিজের পোস্টারে তিনি তাই লিখেছেন, “বৃষ্টি তুমি যেও না। আমি সেমিফাইনালে ভারত-পাকিস্তান যুদ্ধ দেখতে চাই।” বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনালটি হওয়ার কথা ওয়াংখেড়েতে। তবে যদি পাকিস্তানের মুখোমুখি হতে হয় ভারতকে, তাহলে নিরাপত্তাজনিত কারণে তা সরে আসতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে।

দেখে নিন ভিডিও-

Also Read: World Cup 2023: বিশ্বকাপে বিধ্বস্ত হয়ে এবার ভারতীয়ের শরণাপন্ন ইংল্যান্ড দল, এই প্রাক্তন তারকাকে করছে কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *