World Cup 2023

World Cup 2023: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দল এবং তাদের কোচিং স্টাফদের ট্রোল করেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৩-এ অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স তুলে ধরেছে। তবে বুধবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টে তার দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে তারা। এই ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন মাঠে একজন ফ্যান পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিলেন যার ওপর লেখা ছিল, ‘ইংল্যান্ডের একজন ভারতীয় কোচ দরকার।’ ক্যামেরাম্যান যখন টিভিতে তা দেখালেন, তখন ধারাভাষ্য করছিলেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। এই বিষয়ে রবি শাস্ত্রীর কাছে তাঁর মতামত জানতে চাইলেন। এই প্রশ্নের এমন উত্তর দিলেন শাস্ত্রী যে হতবাক হয়ে গেলেন সবাই।

কী বললেন রবি শাস্ত্রী?

Ravi Shastri, wc 2023
Ravi Shastri | Image: Getty Images

মন্তব্য করার সময় রবি শাস্ত্রী বলেন, “হ্যাঁ, আমাকে ডাকুন। তিনি তোমাদের সবাইকে হিন্দি শিখিয়ে দেব।” ইয়ন মর্গ্যানকে ইংরেজিতে এর অর্থ ব্যাখ্যা করার সময় তিনি বলেন, “আমি বলতে চাই – হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আমি সবাইকে হিন্দি শেখাব এবং কিছু ক্রিকেটও শেখাব, কোন সমস্যা নেই।” আইসিসি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় এই মজার মুহূর্তের ভিডিও পোস্ট করেছে যা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের জয় তুলে নেওয়ার পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সরাসরি যোগ্যতা অর্জনের ইংল্যান্ডের আশা অটুট রয়েছে। প্রকৃতপক্ষে, ২০২৩ বিশ্বকাপের সেরা ৭ দল (পাকিস্তান বাদে) ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে মনে হয়নি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পারবে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তাদের আশা বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে চায়।

কোচ হিসেবে সফল ভারতীয় প্রাক্তনরা

World Cup 2023: বিশ্বকাপে বিধ্বস্ত হয়ে এবার ভারতীয়ের শরণাপন্ন ইংল্যান্ড দল, এই প্রাক্তন তারকাকে করছে কোচ !! 1

রবি শাস্ত্রী একটা সময় ভারতীয় দলের কোচ ছিলেন। সেই সময় টিম ইন্ডিয়াকে টেস্টকে এক নম্বর করানোর পাশাপাশি আরও অনেক সাফল্য এনে দেন তিনি। বিরাট অধিনায়ক থাকার সময় সেই জুটি ছিল বিখ্যাত। তবে শুধু টিম ইন্ডিয়ার নয়, বিভিন্ন ভারতীয় কোচকে বিদেশেও কোচিং করতে দেখা গিয়েছে। এর আগে লালচাঁদ রাজপুত আফগানিস্তান দলের কোচিং করিয়েছেন। সন্দীপ পাটিলকে দেখা গিয়েছে কেনিয়া দলের কোচ হতে। তালিকা অবশ্য এখানেই শেষ নয়। প্রাক্তন ক্রিকেটার রবিন সিং কোচ হয়েছেন হংকংয়ের। হংকংকে কোচিং করিয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক সমীর দিঘেও। তাই রবি শাস্ত্রী যদি সত্যি করেই ইংল্যান্ডের কোন হন তাহলে সফল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *