World Cup 2023: আফগানিস্তানের রেসে লাগলো ব্রেক, চলতি বিশ্বকাপ থেকে গেল ছিটকে !! 1

World Cup 2023: আফগানিস্তান হয়ে গেল পঞ্চম দল যারা শুক্রবার বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ পড়ে গেল। টুর্নামেন্টের ৪২তম ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান দল। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান দল। তাদের নেট রান রেট -০.৩৩৮ এবং নিউজিল্যান্ডের 0.৭৪৩। এমতাবস্থায় নেট রান রেটের দিক থেকে কিউয়ি দলের চেয়ে এগিয়ে যেতে আফগানিস্তান দলের প্রয়োজন ছিল ৪৩৪ রান। কিন্তু দল প্রথমে ব্যাট করে মাত্র ২৪৪ রান করতে পারে। এমন পরিস্থিতিতে এই ম্যাচটা জিতলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন রশিদ খানরা।

নিউজিল্যান্ডের ৯ ম্যাচে ১০ পয়েন্ট, আফগানিস্তানের ৮ ম্যাচে ৮ পয়েন্ট। আফগানিস্তান দল যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে পারে তাহলে ৯ ম্যাচে তাদের ১০ পয়েন্ট হবে। কিন্তু দলটি তাদের নেট রান রেটের কারণে টেবিলের শীর্ষ ৪-এ উঠতে পারবে না। এখনও পর্যন্ত ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডেরও সেমিফাইনাল খেলা নিশ্চিত। পাকিস্তানের নেট রান রেটও খুবই খারাপ।

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আফগানরা

World Cup 2023: আফগানিস্তানের রেসে লাগলো ব্রেক, চলতি বিশ্বকাপ থেকে গেল ছিটকে !! 2

এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান দল। তবে ২০২৩ সালের বিশ্বকাপ তাদের জন্য স্মরণীয় ছিল। দলটি তিন প্রাক্তন চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছে। তিনটি দলই সেমিফাইনালে উঠতে পারেনি। আফগানিস্তান ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাবে পাকিস্তানসহ শীর্ষ আট দল। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে পাকিস্তানে।

আফগানিস্তান প্রথম একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, ইক্রাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুখি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *