virat-kohli-did-not-travel-for-t20-wc

অপেক্ষা আর মাত্র দিনকয়েকের। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এগারো বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ২০২২-এর টুর্নামেন্টে শুরুটা আশা জাগিয়ে করেছিলো দল, পৌঁছেছিলো সেমিফাইনালেও। কিন্তু শেষ চারের যুদ্ধেই পা পিছলে যায় রোহিতদের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হার ছিটকে দেয় ভারতকে। এরপর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে বিসিসিআই। সিনিয়রদের পিছনের সারিতে রেখে এগিয়ে দেওয়া হয়েছে নতুনদের। মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে। সেই নতুন মুখদের অনেককে এই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দেখা যাবে দেশের জার্সি গায়ে।

জানুয়ারি মাসেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছিলো আইসিসি। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। নিউ ইয়র্কের নবনির্মিত স্টেডিয়ামে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে তাদের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচটিও রয়েছে নিউ ইয়র্কে। ১২ জুন ভারত নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে টানা তৃতীয় ম্যাচ খেলবেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ভারতের চতুর্থ ম্যাচটি রয়েছে ফ্লোরিডাতে। ১৫ জুন তাদের প্রতিপক্ষ কানাডা। প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে শুরুর প্রায় এক সপ্তাহ আগে পরিবেশ, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য মার্কিন মুলুকে শিবির তৈরি করছে তারা। দলের একঝাঁক তারকা কাল দেশ ছাড়লেও কোহলির না যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন।

Read More: IPL 2024: SRH-কে চমকে দিতে প্রস্তুত KKR, বল হাতে উইকেট তুলবেন এই ‘ছুপা রুস্তম’ !!

আমেরিকা যাওয়া হলো না কোহলির-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

প্রথমে ঠিক ছিলো যে আইপিএলের প্লে-অফে যে সকল ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছেন না তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি সারার জন্য উড়ে যাবেন ২১ মে। পরে অবশ্য পরিকল্পনাতে বদল আনে বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা PTI-কে জানিয়েছেন যে, “অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, ঋষভ পন্থের মত তারকারা ২৫ তারিখ রাতে দেশ ছাড়বেন বলে মনে করা হচ্ছে। সাপোর্ট স্টাফরা থাকবেন তাঁদের সাথে। প্রথমে ঠিক ছিলো যে ২১ মে দল দেশ ছাড়বে, কিন্তু যেহেতু ভারত একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে (১ জুন, বনাম বাংলাদেশ) তাই খেলোয়াড়দের কিছু অতিরিক্ত দিন বাড়িতে কাটানোর সুযোগ দেওয়া হয়েছে।” সেইমত গতকাল রাতে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

যে ১৫ জন’কে টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হয়েছে তাঁদের মধ্যে আইপিএলের ফাইনালে নেই কেউই। কেবল ট্র্যাভেলিং রিজার্ভে থাকা রিঙ্কু সিং রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নেওয়া সঞ্জু স্যামসন, আবেশ খান, যুজবেন্দ্র চাহালরা সম্ভবত দেশ ছাড়বেন ২৭ তারিখ। তবে এই জল্পনার মাঝে একবারও শোনা যায় নি বিরাট কোহলির (Virat Kohli) নাম। তিনি কবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে উড়ে যাবেন এখনও জানা যায় নি তা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে গতকাল রোহিতদের সাথে যান নি তিনি। কিছু কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে দেশেই আটকে রয়েছেন ‘কিং কোহলি।’ কবে তা মিটবে তা নিশ্চিত নয়। আশা করা হচ্ছে সমস্যা মিটিয়ে ৩০ তারিখ দেশ ছাড়বেন তিনি। ১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি ম্যাচে। তাতে যে কোহলি খেলছেন না তা নিশ্চিত।

দেখুন রোহিতদের দেশ ছাড়ার ভিডিও-

Also Read: T20 বিশ্বকাপে ভারতের চমক অভিষেক শর্মা, এই ‘ফ্লপ’ তারকার বদলে সামিল হচ্ছেন স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *