TOP 3: তিন তারকা ক্রিকেটার, যাঁরা আইপিএলের নিলামে যোগ দিলে পাবেন ৫০ কোটিরও অধিক মূল্য !! 1

TOP 3: আইপিএলের (IPL) হাত ধরে বিপুল অর্থের বিনিয়োগ এসেছে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর জন্য চেন্নাই সুপার কিংস’কে (CSK) খরচা করতে হয়েছিলো ৬ কোটি টাকা। শচীন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের মত ‘আইকন’ প্লেয়ার’রা সেই সময় পেয়েছিলেন ৪ কোটি টাকার কিছু বেশী অর্থ। দেখতে দেখতে গত সতেরো বছরে বেশ কয়েকগুণ বেড়েছে টাকার অঙ্কটা। আরও ঝাঁচকচকে, চাকচিক্যময় হয়েছে আইপিএল। যুবরাজ সিং (Yuvraj Singh), বেন স্টোকস, ক্রিস মরিস, স্যাম কারানদের দেখা গিয়েছে বিশাল অর্থের চুক্তি ঝুলিতে ভরতে।

দর ২০ কোটির গণ্ডী পেরিয়েছিলো ২০২৪ আইপিএলের (IPL) মিনি নিলামে। প্রথমে এই বেঞ্চমার্ক স্পর্শ করেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins)। ২০.৫০ কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই মিচেল স্টার্কের (Mitchell Starc) সৌজন্যে ভেঙে যায় সেই রেকর্ড। ২৪ কোটি ৭৫ লক্ষে তিনি যোগ দেন কলকাতায়। অর্থের এই ঝনঝনানির শেষ কোথায়? নির্দিষ্ট কোনো উত্তর নেই বিশেষজ্ঞদের কাছে। সামনে রয়েছে ২০২৫ মরসুমের মেগা নিলাম। মনে করা হচ্ছে পূর্বের রেকর্ড ভাঙতে পারে আবার। অনেকেই মনে করছেন যে দেশেই রয়েছেন এমন তিন ক্রিকেটার, যাঁদের নাম নিলামের আসরে শোনা গেলে দশ দল রাজী থাকবে ৫০ কোটি অবধি খরচ করতে।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য অর্জুন তেন্ডুলকর, ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস শচীন পুত্রের !!

বিরাট কোহলি-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। ২৫২ ম্যাচে করেছেন ৮০০৪ রান। তৃতীয় ক্রিকেটার হিসেবে একাধিক অরেঞ্জ ক্যাপ জেতার রেকর্ড রয়েছে তাঁর। সর্বোচ্চ ৮টি শতরান তিনি করেছেন আইপিএলের আসরে, অর্ধশতকের সংখ্যা ৫৫। ২০০৮ সাল, অর্থাৎ আইপিএলের জন্মলগ্ন থেকে তিনি রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। একমাত্র ক্রিকেটার হিসেবে আগাগোড়া একই দলে থেকে খেলে চলেছেন তিনি।

এখনও ট্রফি জেতেন নি ঠিকই, কিন্তু চার বার পৌঁছেছেন ফাইনালে। এর আগে একাধিক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন যে কোনো অবস্থাতেই বেঙ্গালুরু ছাড়বেন না তিনি। ‘ব্র্যাণ্ড বিরাট’কে যে প্রয়োজন তা জানে ফ্র্যাঞ্চাইজিও। ফলে তাঁকে যে আসন্ন নিলামের আগেও ‘রিটেন’ই করা হবে তা বলাই বাহুল্য। তবে কোহলির যা পরিসংখ্যান, ও বাণিজ্যিক আবেদন, তাতে তিনি নিলামের টেবিলে এলে মুহূর্তে ভাঙতে পারে যাবতীয় রেকর্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *