অবিশেষে ভারতের মাটিতে পা রাখলো ভারতীয় জাতীয় ক্রিকেট দল (Team India)। আজ সকাল ছয়টা সাত মিনিটে রোহিত শর্মার (Rohit Sharma) আর দিল্লী বিমানবন্দরে হাজির হয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়লাভ করে। এই জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে হইচই, ভারতীয় দলকে নিয়ে ভারতীয় সমর্থকরা বেশ চিন্তিত ছিল। বেশ কয়েক সময় ধরে রোহিত শর্মারা আটকা পড়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। হ্যারিকেনের প্রভাবে হোটেল থেকেই বার হতে পারেননি তারা। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে হোটেলের মধ্যেই সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের খাবার খেতে হয়েছে।
অবশেষে দেশে ফিরলেন রোহিত-কোহলি’রা
তবে পরিস্থিতির উন্নতি দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় প্লেয়ারদের (Team India) জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যাবস্থা করেছিল, এবং সেই ফ্লাইটেই বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে ভারতীয় সাংবাদিকরা উড়ে এসেছেন ভারতে। ভারতে আসার সাথে সাথেই দিল্লি বিমানবন্দরে উপচে পরে ভক্তদের ভিড়, এমনকি ভক্তদের উদ্যেশ্যে ট্রফি উঁচিয়ে ধরেন ক্যাপ্টেন রোহিত। তবে এখানেই শেষ হয়, বিমানবন্দর থেকে হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য উপস্থিত হয়েছে ভারতীয় দল।
Read More: বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ, জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে BCCI !!
এরপর ১১ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছাবে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী মোদি। তাছাড়া ভারতীয় দলের সঙ্গে প্রাতরাশ সারবেন ভারতীয় প্লেয়াররা। গতকাল বিসিসিআই’এর সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, “প্রধানমন্ত্রী সকাল ১১টায় তাঁর বাসভবনে দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন, ওখানেই খেলোয়াড়রা তাদের প্রাতরাশ সারবেন।” প্রধানমন্ত্রীর সাথে সময় কাটানোর পরে মুম্বাইতে যাত্রা করবে ।
ভারতীয় দলের জন্য রয়েছে জমকালো আয়জন
২০০৭ সালে শেষবারের জন্য মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব অর্জন করেছিল। এরপর দ্বিতীয় ট্রফির স্বাদ পেতে ভারতীয় দলকে প্রায় ১৭ টি বছর অপেক্ষা করতে হলো। অপেক্ষার অবসান ঘটলো অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। ২০০৭ সালে একজন প্লেয়ার হিসাবে এই খেতাব জয় করেছিলেন রোহিত এবং এবার অধিনায়ক হিসেবে জিতলেন এই শিরোপা।
বার্বাডোজের বুকে পাওয়া ভারতীয় দলের (Team India) এই জয়কে মুম্বইয়ের মাঠে সিলিব্রেট করবে টিম ইন্ডিয়া। ওয়ানখেড়েতে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমকালো এক অনুষ্ঠানের। পাশাপশি, মেরিন ড্রাইভ থেকে ওয়ানখেড়ে অব্দি ভারতীয় দল বিকাল ৫টা থেকে ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে প্যারেড করবে।