team-india-reach-new-york-for-t20-wc

গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নাইট রাইডার্সের জয় দিয়ে শেষ হয়েছে আইপিএল (IPL)। ক্রিকেটদুনিয়ার নজর এখন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দিকে। আর দিনকয়েক পরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বৃহত্তম টুর্নামেন্ট। আয়োজক সংস্থা আইসিসি বড় পরিকল্পনা করেছে এই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে। থাকছে ২০টি দল। প্রথমবারের জন্য আইসিসি আয়োজিত কোনো প্রথম সারির টুর্নামেন্টে খেলতে চলেছে নেপাল, উগান্ডার মত দেশ। রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত হেভিওয়েট শিবিরও। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবীদার ভারত। ২০০৭-এর পর টি-২০ বিশ্বকাপে আসে নি টিম ইন্ডিয়ার (Team India) ক্যাবিনেটে, এগারো বছর তারা জেতে নি কোনো আইসিসি ট্রফি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান চায় ‘মেন ইন ব্লু।’

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা আশা জাগিয়ে করেছিলো ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলো সেমিফাইনালে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার তাদের থমকে দিয়েছিলো অ্যাডিলেড ওভালে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে যাতে তার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই গত দেড়-দুই বছরে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অধীনে টি-২০ ক্রিকেটে বিশেষ পরিকল্পনা নিয়েছে টিম ইন্ডিয়া। নতুন মুখদের বেশী করে সুযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তরের সাথে মানিয়ে নেওয়ার জন্য। গত ৩০ এপ্রিল যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত, সেখানে অভিজ্ঞতার সাথে রাখা হয়েছে তারুণ্যের মিশেল। অপেক্ষা এখন লড়াই শুরুর। পরিবেশ, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে যুদ্ধের অনেক আগেই যুদ্ধক্ষেত্রে পৌঁছে গিয়েছে ভারত।

Read More: IPL 2024 Final: ট্রফি জিতে আত্মহারা শাহরুখ খান, সেলিব্রেশনে খোঁচা দিলেন BCCI-কে !!

নিউ ইয়র্কে পা রেখেছে ভারতীয় দল-

Team India Leaving for New York | T20 World Cup | Image: Twitter
Team India Leaving for New York | Image: Twitter

গতকাল ছিলো আইপিএল (IPL) ফাইনাল। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের যে ভারতীয় দল বেছে নিয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তার কোনো সদস্যই খেলেন নি চেন্নাইয়ের মাঠে। কেবলমাত্র ট্র্যাভেলিং রিজার্ভে থাকা রিঙ্কু সিং নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আইপিএলের (IPL) বাধ্যবাধকতা না থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিসর পেরিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বৃত্তে প্রবেশ করেছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। হাতে যথেষ্ট সময় নিয়ে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের প্রস্তুতি সারতে চায় টিম ইন্ডিয়া (Team India)। সেই কারণেই প্রথম ম্যাচ এখনও প্রায় এক সপ্তাহ দূরে থাকা সত্ত্বেও নিউ ইয়র্কে দল পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। গত ২৫ মে রাত্রে সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের একটা বড় অংশ দেশ ছেড়েছিলেন।

দীর্ঘ বিমানযাত্রার পর অবশেষে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নেমেছেন রোহিত শর্মা (Rohit Sharma), মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ’রা (Jasprit Bumrah)। ভিডিও প্রকাশ করে সেই তথ্য অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সঞ্জু স্যামসন (Sanju Samson), যুজবেন্দ্র চাহাল, আবেশ খানদের মত যাঁরা আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নিয়েছিলেন তাঁরা অবশ্য ২৫ তারিখের বিমানে যেতে পারেন নি। তাঁরা সম্ভবত নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়ে যাবেন আজ। আইপিএল জয়ের পর রিঙ্কু সিং কবে যাবেন মার্কিন মুলুকে তা এখনও নিশ্চিত নয়। বিরাট কোহলির (Virat Kohli) যাত্রার তারিখও জানা যায় নি এখনও। শোনা গিয়েছে যে কাগজপত্র জনিত কিছু সমস্যার কারণে দেশেই আটকে রয়েছেন তিনি। সব কিছু মিটিয়ে হয়ত ৩০ তারিখ রওনা দেবেন তিনি।

দেখুন নিউ ইয়র্কে টিম ইন্ডিয়াকে-

T20 বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময় (IST)
০৫/০৬/২০২৪ ভারত বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
০৯/০৬/২০২৪ ভারত বনাম পাকিস্তান নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১২/০৬/২০২৪ ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১৫/০৬/২০২৪ ভারত বনাম কানাডা ফ্লোরিডা সন্ধ্যে ৮টা

Also Read: IPL 2024 Final: “আমাদের কিছু করারই ছিলো না…” ম্যাচে হেরে KKR-এর শ্রেষ্ঠত্ব মেনে নিলেন প্যাট কামিন্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *