গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতেই দুইভাগে ভাগ হলো দল, চলবে রোহিত-বিরাট’দের সঙ্গে লড়াই !! 1

গৌতম গম্ভীর ভারতীয় দলের (Team India) কোচ হওয়ার পর থেকে দলের ভারসাম্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজ মাধ্যমে। ভক্তরা ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে দল ভাগের বিষয়ে, কারণ প্রধান কোচ হওয়ার পরেই একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিদের (Virat Kohli) অবসর নিয়ে মুখ খুলেছেন। যদিও দুজনের নাম না নিয়েই তিনি সাক্ষাৎকারে বলেছেন যে, কোন প্লেয়ার যদি ভালো মানের হয়ে থাকেন তাহলে তাকে তিনটি ফরম্যাট খেলা উচিত। যেহেতু বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সেই অর্থে গৌতম গম্ভীর এই দুই মহান ক্রিকেটারদের নেওয়া সিদ্ধান্তের উপরেই প্রশ্ন তুলেছেন।

পাশাপাশি গম্ভীর এটাও জানিয়ে দিয়েছেন যে যদি কোন খেলোয়াড় তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ঠিক করতে চায় তখন সেই প্লেয়ারকে অবশ্যই তিন ফরম্যাট খেলা উচিত। এমনকি তিনি জানিয়ে দিয়েছেন, যদি খেলার মাঝে যদি কেউ চোট পান তাহলে তাকে চোট সারিয়ে আবার দলে ফিরতে হবে। আসলে বিসিসিআই বেশ কয়েক মাস ধরেই। ভারতীয় দলের (Team India) প্রয়োজনীয় ও সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। বিশ্বকাপ ও যেকোনো মেজর ইভেন্টের জন্য দলকে প্রস্তুত রাখতে বিসিসিআই এরূপ সিদ্ধান্ত নিয়েছে।

Read More: “অবসর নিয়েছে তো…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হচ্ছে না সিনিয়র তারকা’র, তারুণ্যই ফোকাসে নির্বাচকদের !!

দুই দলে বিভক্ত হয়েছে টিম ইন্ডিয়া

USA vs IND, t20 world cup 2024, team india
Indian Team | Image: Getty Images

তবে বিসিসিআই এই সিদ্ধান্তে পক্ষপাতি নন গৌতম গম্ভীর। তার কথা অনুযায়ী সমস্ত খেলোয়াড়কেই তিন ফরমেট খেলতে হবে। যদিও এখনও পর্যন্ত গম্ভীরে নেতৃত্বে কোন স্কোয়াড ঘোষণা হয়নি, আসন্ন দিনে ভারত শ্রীলংকার (IND vs SL) বিরুদ্ধে সাদা বলে দুটি ফরমেট খেলতে চলেছে।  শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে হাতে খড়ি হতে চলেছে গৌতম গম্ভীরের। গৌতম দায়িত্বে আসার পর থেকে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) , রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতন খেলোয়াড়দের উপরে রীতি মতন চাপ তৈরি হয়েছে।

যেহেতু এই খেলোয়াড় গুলি যেকোনো একটি করে ফরমেটকে বিদায় জানিয়েছেন। একদিকে গৌতম গম্ভীরের সঙ্গে তিক্ততার সম্পর্ক রয়েছে বিরাট কোহলির, অন্যদিকে রোহিত শর্মার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও প্রধান কোচ হওয়ার পর গম্ভীর চাইছেন না সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে। এই পরিস্থিতিতে দল দুই ভাগে ভাগ হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। বেশ কিছু সূত্রের খবরে জানা গিয়েছে যে, গম্ভীর তার নিজের পছন্দের খেলোয়াড়দের আগামী দিনে দায়িত্বে ফিরিয়ে আনতে পারেন।

Read Also: Team India: অবসরের সিদ্ধান্তে ইউ-টার্ন রোহিতের, টিম ইন্ডিয়ার জার্সিতে ফের নামবেন মাঠে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *