t20-world-cup-sa-vs-nep-match-report

T20 World Cup: আইপিএলের (IPL) ম্যাচগুলিতে নিত্যদিন রানের ইমারত দেখে ক্লান্ত ক্রিকেটজনতাকে বেশ কিছু লো স্কোরিং থ্রিলার উপভোগ করার সুযোগ দিলো এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ভারত-পাকিস্তান (IND vs PAK), নামিবিয়া-ওমান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার (BD vs SA) মত আজকের দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল (SA vs NEP) ম্যাচটিও থাকবে সেই তালিকায়। টানা তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার এইট পর্বে জায়গা করে নিয়েছিলো প্রোটিয়ারা। আজকের ম্যাচ তাদের কাছে ছিলো কেবলই নিয়মরক্ষার।

পক্ষান্তরে বেশ পিছিয়ে ছিলো নেপাল (Nepal)। আগের তিন ম্যাচের একটিতেও জিততে পারে নি তারা। কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে আজ জ্বলে উঠতে দেখা গেলো রোহিত পউডেলদের (Rohit Paudel)। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলছে এভারেস্টের দেশ। দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দলকে হারাতে পারলে নিঃসন্দেহে তৈরি হত ইতিহাস। সাফল্যের শৃঙ্গ জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ভাগ্যের ফেরে খালি হাতেই ফিরতে হলো তাদের। তবে ২ পয়েন্ট হারালেও মাথা উঁচু করেই মাঠ ছাড়লো নেপাল।

Read More: T20 World Cup, IND vs CAN, Dream 11 Prediciton in Bengali: ফ্লোরিডায় মুখোমুখি ভারত ও কানাডা, ফ্যান্টাসি ক্রিকেটে কারা করবেন বাজিমাত? জানুন সব তথ্য !!

অল্প রানেই প্রোটিয়াদের রুখে দেয় নেপাল-

Kushal Malla and Dipendra Singh Airee | T20 World Cup | Image: Getty Images
Kushal Malla and Dipendra Singh Airee | T20 World Cup | Image: Getty Images

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। নিউ ইয়র্কের কঠিন পিচে গত তিনটি ম্যাচে সমস্যায় পড়তে হয়েছিলো তাদের। আজ সেন্ট ভিনসেন্টের মাঠেও নেপালের বিরুদ্ধে বেসামাল লাগলো এইডেন মার্করামের (Aiden Markram) দলকে। ওপেন করতে নেমে এক প্রান্ত আগলে খেলেন রিজা হেনড্রিকস (Reeza Hendricks)। ৪৯ বলে ৪৩ করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে নেমে ব্যর্থ ক্যুইন্টন ডি কক (Quinton de Kock), এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৭ করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তরুণ তুর্কির সৌজন্যেই ১০০ রানের গণ্ডী পেরোয় প্রোটিয়ারা। ২টি চার ও ১টি ছক্কা মারেন দিল্লী ক্যাপিটালসের ক্রিকেটার। নেপালের হয়ে আজ অসাধারণ বোলিং করলেন কুশল ভুর্তেল (Kushal Bhurtel) ও দীপেন্দ্র সিং আইরি (Dipendra Singh Airee)। কুশল মাত্র ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ফিরিয়েছেন মার্করাম-ক্লাসেনদের। অন্যদিকে দীপেন্দ্র’র ঝুলিতে ৩ উইকেট। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা থামে ৭ উইকেটের বিনিময়ে ১১৫ রানে।

মরিয়া লড়াইতেও এলো না জয়-

Sompal Kami ad Gulshan Jha | T20 World Cup | Image: Getty Images
Sompal Kami ad Gulshan Jha | T20 World Cup | Image: Getty Images

বোলিং-এ সফল হলেও ব্যাট হাতে হতাশ করেন কুশল (Kushal Bhurtel)। ওপেন করতে নেমে ফিরে যান ২১ বলে মাত্র ১৩ রান করেই। এরপর শূন্য করে সাজঘরের পথে হাঁটা দেন অধিনায়ক রোহিত পউডেল’ও (Rohit Paudel)। এরপর অনিল শাহ’কে (Anil Shah) সাথে নিয়ে প্রত্যাঘাতের পথে হাঁটেন ওপেনার আসিফ শেখ (Aasif Sheikh)। লক্ষ্য বিরাট না থাকায় সময় নিয়ে খেলছিলেন দু’জনে। স্কোরবোর্ডে দু’জনে মিলে যোগ করেন ৫০ রান। কিন্তু এইডেন মার্করামের বলে মার্কো ইয়ানসেনের বলে অনিল শাহ (২৪ বলে ২৭) ধরা পড়তেই ঘুরে যায় ম্যাচের গতিপ্রকৃতি।

দ্বিতীয় স্পেলে ফিরে এসে জোড়া আঘাত করেন তাবরেজ শামসি (Tabraiz Shamsi)। ফিরিয়ে দেন দীপেন্দ্র সিং আইরি ও ক্রিজে জমে যাওয়া আসিফ শেখ’কে। ৪৯ বল খেলে আজ ৪২ করলেন আসিফ। বল হাতে ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন শামসি। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে বসা নেপাল চেষ্টা চালিয়ে যায় শেষ অবধি। জুটি বাঁধেন সোমপাল কামি গুলশন ঝা (Gulshan Jha)। শেষ বলে বাকি ছিলো ২ রান। ১ রান নিতে পারলেও সুপার ওভারের সুযোগ ছিলো। কিন্তু গুলশন রান-আউট হতেই ভাঙে স্বপ্ন। ১ রানে হেরে মাঠ ছাড়তে হয় নেপাল’কে।

Also Read: T20 World Cup, Match-33, IND vs CAN: বিরাট-জাদেজা বাদ, কানাডার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *