t20-world-cup-rohit-abuses-litton

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের খেলায় আজ ভারত মুখোমুখি হয়েছে বাংলাদেশের। টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে (Team India) ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। রোহিত-কোহলির ওপেনিং জুটি আবারও বড় রান স্কোরবোর্ডে ব্যর্থ হয় আজ। ধুন্ধুমার সূচনা করেও ১১ বলে ২৩ করে ফেরেন অধিনায়ক। অফ ফর্মের অন্ধকার কাটিয়ে সামনের দিকে এগোনোর আভাস দিলেন কোহলি। আজ তাঁর সংগ্রহে ৩৭ রান। ৩টি চার ও ১টি ছক্কাও মারেন তিনি। ব্যাট হাতে দলকে ভরসা যোগালেন ঋষভ পন্থ, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা। ডেথ ওভারে শিবমের (Shivam Dube) ৩৪ ও হার্দিকের ঝোড়ো ২৭ বলে ৫০* রানের ইনিংস ‘মেন ইন ব্লু’কে পৌঁছে দেয় ১৯৬ রানে।

Read More: “বাঘ এখন খাঁচায় বন্দি…” বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রান জুড়ে দিতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টাইগার’রা !!

নর্থ সাউন্ডের মাঠে আজ রেকর্ড গড়েছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে সর্বোচ্চ T20 ইনিংসের মালিক এখন তারা। দিনকয়েক আগে ১৪০ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থেমেছিলো বাংলাদেশ। আজ ১৯৭-এর বিশাল লক্ষ্য তাড়া করা যে সহজ হবে না তাদের পক্ষে তা বলাই বাহুল্য। তবে লিটন দাস (Litton Das)  ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি আর্শদীপ ও বুমরাহ’র প্রাথমিক আক্রমণ সামলে দেওয়ায় আশা জেগেছিলো টাইগার্স সমর্থকদের মনে। কিন্তু সেই স্বপ্নের মিনারে ফাটল ধরালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট হাতে অসামান্য ইনিংস খেলার পর আজ বল হাতেও সফল তিনি। ভারতীয় সহ-অধিনায়ককে পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান লিটন। সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব। ১৩ রান করেই থামতে হলো লিটনকে। ৩৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ মানেই চরমে থাকে উত্তাপ। উত্তেজনার আগুনে আজ ঘি ঢেলেছিলেন তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। তরুণ পেসার ইতিপূর্বে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। আজ বিরাট কোহলিকে (Virat Kohli) আউট করেও অশোভন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। ঢিলের বদলে পাটকেল ছুঁড়তে যেন প্রস্তুতই ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohti Sharma)। আজ হার্দিকের বলে লিটন (Litton Das) উইকেট হারাতেই আগ্রাসী উদ্‌যাপনে মাতেন তিনি। শূন্যে হাত ছুঁড়ে সেলিব্রেশনে যোগ দেন হিটম্যান। এছাড়াও বাংলাদেশী ব্যাটারের উদ্দেশ্যে গালিগালাজ করতে দেখা যায় তাঁকে। প্রতিবেদন লেখার সময় অবধি বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৭ রান।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: T20 World Cup: বিস্ফোরক অর্ধশতক হার্দিকের, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোরবোর্ডে ১৯৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *