শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বকাপ শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) বিশ্বকাপ ২০২৪’এর আর্থিক পুরস্কার ঘোষণা করেনি। তবে গত সোমবার আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মঞ্চে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন বিশ্বকাপের জন্য ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল আইসিসি, ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্বকাপের জন্য পুরস্কার ঘোষণ করলো ICC
চলতি বিশ্বকাপে যে দল জিতবে তাদের হাতে তুলে দেওয়া হবে ২.৪৫ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেবে আইসিসি, ভারতীয় মুদ্রায় ২০.৩৬ কোটি টাকা যা ২০২৪ সালের আইপিএল বিজেতা দলের থেকেও বেশি। এমনকি ২০২২ সালের বিশ্বকাপ বিজেতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ১৩ কোটি টাকা। এবারের বিশ্বকাপের রানার্স আপ দল পাবে ১.২৮ মিলয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি টাকার সমান।
আইসিসি এদিন একটি বিবৃতিতে লিখেছে, “২০ দল নিয়ে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের বিজয়ীরা পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। যা টুর্নামেন্টের ইতিহাসের একটি রেকর্ড সমান মূল্য।”
Reae More: বিরাট কোহলির জন্য রোহিত শর্মা দেবেন কুরবানী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেবেন এই সিদ্ধান্ত !!
কোনো দলকেই খালি হাতে হবে না ফিরতে
টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৮৭,৫০০ মার্কিন ডলার। সুপার এইটের দৌড় থেকে যে দল গুলো ছিটকে যাবে, তাদের জন্য রয়েছে ৩৮২,৫০০ মার্কিন ডলার (৩.১৭কোটি টাকা)। একই সময়ে, নবম থেকে দ্বাদশ স্থানে আসা দলগুলিকে প্রায় ২ কোটি টাকা পাবে। বাঁকি দলগুলোকে ১.৮৭ কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও সেমিফাইনাল এবং ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩১,১৫৪ ডলার বা ২৫.৮৯ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে দলগুলিকে।