আইসিসি অদ্ভুতভাবে করলে T-20 World Cup এর ডেট-ভেনুর ঘোষণা, জানুন এর সম্পূর্ণ শিডিউল

আগামী অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup)। এই বিশ্বকাপের জন্য সমর্থকরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন। আর আইসিসির (ICC) তরফে তাদের জন্য এসে গিয়েছে খুশির খবর। আইসিসি এই টুর্নামেন্টের (T-20 WC) শুরু তারিখ ঘোষণা করে দিয়েছে। আইসিসি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানিয়েছেন। গত শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মর্নি মর্কেল আর ওয়াকার ইউনিস ‘ওয়ার্ল্ডকাপ ট্রফি টুর’ এর শুভারম্ভ করেছিল। এই প্রতিযোগীতায় ১৬টি দেশ অংশ নেবে। এর মধ্যেই আইসিসি এই প্রতিযোগীতার তারিখ ঘোষণা করে দিয়েছে।

T-20 World Cup 2022 এর তারিখ আর ভেনু ঘোষণা

T-20 World Cup

সম্প্রতি আইসিসি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিয়ো পোষ্ট করে টি-২০ বিশ্বকাপ ২০২২ এর শুভারম্ভের তারিখ ঘোষণা করেছে। এই ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ঋষভ পন্থকে (Rishabh Pant) একটি বিশেষ ভঙ্গিতে দেখানো হয়েছে আর তার নামেই এই ভিডিয়োটির ক্যাপশনও দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই ভিডিয়োটিতে বিশ্বকাপের তারিখের কথাও বলা হয়েছে।

এই ভিডিয়োটির প্রকাশের পরেই বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে এই প্রতিযোগীতা শুরু হবে আর এর ফাইনাল ম্যাচ খেলা হবে আগামী ১৩ নভেম্বর। এর সঙ্গেই এর ভেনুও ঘোষণা করা হয়ে গিয়েছে।

এই জায়গাগুলিতে খেলা হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ

আইসিসি অদ্ভুতভাবে করলে T-20 World Cup এর ডেট-ভেনুর ঘোষণা, জানুন এর সম্পূর্ণ শিডিউল 1

টি-২০ বিশ্বকাপের ভেনুর কথা বলা হলে আইসিসির তরফে প্রকাশিত ভিডিয়ো অনুযায়ী মোট ৭টি জায়গায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এই ভিডিয়ো অনুযায়ী অ্যাডিলেড, ব্রিসবেন, গিলোঙ্গ, মেলবোর্ন, পার্থ আর সিডনিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি।

এই ভিডিয়োটি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোষ্ট করে আইসিসি ক্যাপশনে লেখে, “দ্য বিগ টাইমে আপনাকে স্বাগত, ঋষভ পন্থ’। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টকে মাথায় রেখে ভারতীয় দল জমিয়ে প্রস্তুতি নিচ্ছে। এই সময় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল অংল্যান্ড সফরে রয়েছে, এবং টি-২০ সিরিজে একের পর এক ম্যাচ জিতছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *