T20 World Cup: গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের সামনে বদলার ম্যাচ। ২০২২ সালে অ্যাডিলেডের বাইশ গজে টিম ইন্ডিয়ার (T20 World Cup) জয় রথকে এক হ্যাঁচকা টানে রুখে দিয়েছিলো ইংল্যান্ড। ১০ উইকেটের ব্যবধানে লজ্জার পরাজয়ের মুখোমুখি দাঁড়াতে হয়েছিলো বিরাট কোহলি, রোহিত শর্মা’দের। ভেঙেছিলো দেড় দশক পর দেশে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফেরানোর স্বপ্ন। ঠিক ২ বছর পর আরও একটা সেমিফাইনালে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। আফগানিস্তান, বাংলাদেশের পর প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকেও (AUS) সুপার এইট পর্বে হেলায় হারিয়েছে রোহিতবাহিনী। সেমিফাইনালেও ফেভারিট হিসেবেই নামবে তারা। তবে চলতি টুর্নামেন্টে যেভাবে বারবার ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড (ENG), তা নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।
ওপেনিং জুটি নিয়ে ভারত ভুগছে গোটা টুর্নামেন্ট জুড়ে। রান পাচ্ছেন না বিরাট কোহলি (Virat Kohli)। তা সত্ত্বেও ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে বদল সম্ভবত করবেন না কোচ রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার সাথে ঝোড়ো ৯২ করার পর রোহিত শর্মা’র (Rohit Sharma) দিকে নজর থাকবে সেমিফাইনালে। তিন নম্বরে খেলার সম্ভাবনা ঋষভ পন্থের (Rishabh Pant)। চারে সূর্যকুমার যাদব। চলতি টি-২০ বিশ্বকাপে দুটি অর্ধশতক রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়টির সন্ধানে থাকবেন তিনি। শিবম দুবের ফর্ম নিয়ে কথা উঠেছে। কিন্তু প্রতিপক্ষের স্পিনারদের কথা মাথায় রেখে হয়ত প্রথম এগারোয় রেখে দেওয়া হবে বাম হাতি বিগ হিটার’কে। ব্যাটে-বলে ভরসা দিতে থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অক্ষর-কুলদীপ-জাদেজার স্পিন ত্রয়ী অপরিবর্তিত রাখছে ভারত। পেস বিভাগে আর্শদীপের সঙ্গী হচ্ছেন জসপ্রীত বুমরাহ।
Read More: “হিংসায় জ্বলছে ধোনি…” বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিং-এর বাবার, বড় ভবিষ্যদ্বাণী ভারতের বিশ্বকাপ জয় নিয়েও !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম ইংল্যান্ড (ENG)
ম্যাচ নং- ৫৪ (সেমিফাইনাল-২)
তারিখ- ২৭/০৬/২০২৪
ভেন্যু- প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Guyana Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাট ও বলের দুরন্ত প্রতিদ্বন্দ্বীতা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানের পিচ থেকে ইনিংসের শুরুর দিকে সাহায্য পান পেসাররা। পাওয়ার প্লে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। পরে স্পিন বোলারদের দেখা যায় উইকেট তুলতে। শুরুর দিকে ধৈর্য্য ধরে ব্যাটিং করলে বড় রান তোলাও এখানে সম্ভব। পরিসংখ্যান বলছে যে প্রভিডেন্স স্টেডিয়ামে ৩৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ১৬টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। রান তাড়া করে সাফল্যের সংখ্যা ১৪। সেমিফাইনালে টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
গত মঙ্গলবার সুপার এইট পর্বে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বৃষ্টির কারণে। তাই বৃহস্পতিবারের ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের আবহাওয়া নিয়েও রয়েছে কৌতূহল। হাওয়া অফিস জানাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ থাকার সম্ভাবনা। যা মাঠে অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। ম্যাচের সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আশঙ্কার বাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ। রিজার্ভ ডে নেই এই ম্যাচে। অতিরিক্ত ২৫০ মিনিটেও যদি ম্যাচ শেষ না করা যায় তাহলে গ্রুপ-১’র শীর্ষে থাকার জন্য ভারত সরাসরি যাবে ফাইনালে।
IND vs ENG, হেড টু হেড পরিসংখ্যান-
টি-২০ ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে ২৩টি ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে দুই শিবিরের মধ্যে। সামান্য এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ১২টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ১১। ঘরের মাঠে ভারতের জয়ের সংখ্যা ১২। ইংল্যান্ড নিজেদের ঘরের মাঠে জিতেছে ১১টি ম্যাচ। পক্ষান্তরে ‘মেন ইন ব্লু’ প্রতিপক্ষের ডেরায় গিয়ে জয় পেয়েছে ৪ম্যাচে। ইংল্যান্ড ভারতে এসে জিতেছে ৫টি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের জয়ের সংখ্যা ২। ইংল্যান্ড জিতেছে ১টি ম্যাচ। টি-২০ বিশ্বকাপে ৪ সাক্ষাতে ফলাফল ২-২।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- বিরাট কোহলি, রোহিত শর্মা
মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।