জমে উঠেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সুপার এইট পর্বের প্রথম গ্রুপ থেকে সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া (Team India)। তারা প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারানোর পর গতকাল জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। দ্বিতীয় কোন দল যাবে শেষ চারে তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়া (AUS) ও আফগানিস্তান (AFG), দৌড়ে আছে দুই শিবিরই। এমনকি ক্ষীণ সম্ভাবনা বেঁচে বাংলাদেশেরও (BAN)। এই মুহূর্তে নর্থ সাউন্ডের মাঠে চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ। যদি জিতে যায় আফগানিস্তান, তাহলে বিদায় নেবে অজি শিবির। ছিটকে যাবে টাইগাররাও। আর যদি বাংলাদেশ জেতে তাহলে খোলা থাকছে দুটি সম্ভাবনা। দ্রুত লক্ষ্যে পৌঁছলে সেমিফাইনাল খেলবেন শাকিব, লিটন’রা। নাহলে নেট রান রেটের হিসেবে পরবর্তী ধাপে পা রাখতে পারে অস্ট্রেলিয়া।
Read More: ধ্বংসের মুখে ঈশান কিষণের কেরিয়ার, BCCI করেছে একঘরে !!
মরণবাঁচন ম্যাচ আজ আফগানিস্তানের জন্য। গত নভেম্বরে ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) একটুর জন্য সেমিফাইনাল হাতছাড়া হয়েছিলো তাদের। আজ জিতে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইতিহাসকে ছুঁতে বদ্ধপরিকর তারা। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো আফগান শিবির। কিন্তু তাস্কিন, রিশাদদের (Rishad Hossain) বিরুদ্ধে সমস্যায় পড়তে হয় গুরবাজ, ইব্রাহিম জাদ্রানদের। আক্রমণাত্মক বাংলাদেশ বোলিং-এর বিপক্ষে পরপর উইকেট হারাতে থাকে দল। গুলবদিন নাইব (Gulbadin Naib), মহম্মদ নবি-রান পান নি কোনো তারকাই। রহমানুল্লাহ গুরবাজ ৪৩ করলেও খরচ করেন ৫৫ বল। শেষ বেলায় অধিনায়ক রশিদ খান (Rashid Khan) নেমে করেন ১০ বলে ১৯। তাঁর ঝোড়ো ক্যামিও’র সৌজন্যেই ১০০ পেরোয় আফগানিস্তান। থামে ১১৫ রানে।
সতীর্থের ভুলে উত্তেজিত রশিদ খান-
আফগানদের সমস্যা আরও বাড়তে পারত ইনিংসের মাঝপথে রশিদ খান (Rashid Khan) ফিরে গেলে। করিম জানাতের সাথে ভুল বোঝাবুঝিতে একটা সময় ঘটতে চলেছিলো ঠিক তেমনটাই। তানজিম হাসান সাকিব’কে (Tanzim Hasan Sakib) অফ সাইডে ঠেলে দুই রানের লক্ষ্যে দৌড়েছিলেন রশিদ। কিন্তু নন-স্ট্রাইকার করিম জানাত অপর প্রান্তে গিয়ে আর ফিরতে চান নি। দ্বিতীয় রানের জন্য দৌড়ে পিচের মাঝামাঝি জায়গায় গিয়েও ফিরতে হয় রশিদ’কে। এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন আফগান অধিনায়ক যে পিছনে ফেরার আগে মুহূর্তের জন্য ব্যাট উঁচিয়ে যেন মারতে গিয়েছিলেন করিম জানাত’কে (Karim Zanat)। ছুঁড়ে ফেলেন ব্যাট’টি। কিন্তু শেষমেশ নিজেকে সামলে নেন। ফিরে আসেন নন-স্ট্রাইকার প্রান্তে। সৌভাগ্যক্রমে রান আউট হন নি তিনি। ক্রিকেট মাঠে সাধারণত শান্ত মেজাজেই দেখা যায় রশিদকে। তাঁকে এমন ক্ষোভে ফেটে পড়ে ব্যাট ছুঁড়তে দেখে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ক্রিকেটদুনিয়ায়।
স্টার স্পোর্টসের স্টুডিওতে বসে এই ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন ভারতের ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) দলের সদস্য শান্তাকুমারণ শ্রীশন্থ’ও (S Sreesanth)। তিনি রশিদের ক্ষোভের যথেষ্ট কারণ দেখছেন। দষ ছিলো করিম জানাতেরই (Karim Janat), মন্তব্য তাঁর। প্রাক্তন পেসার জানান, “অবশ্যই দুই রানের জন্য যাওয়া উচিৎ ছিলো। কখনও কখনও নিজের উইকেটের বলিদান দিতেই হয় দলের স্বার্থে। এক্ষেত্রেও সেটাই হওয়া উচিৎ ছিলো। আফগানিস্তান তো কেবল একটা দল নয়। যেখান থেকে ওরা উঠে এসেছে, তারপর যদি সেমিফাইনাল বা ফাইনালে যায়, অথবা ট্রফি জেতে সেটা একটা বিশাল ব্যপার হবে ওদের জন্য। খেলার প্রসার ঘটাবে সেটা।” প্রসঙ্গত আজ ব্যাট হাতে অপরাজিত থাকলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেন নি করিম জানাত। তাঁর সংগ্রহে কেবল ৬ বলে ৭ রান। মেরেছেন একটি বাউন্ডারি।
দেখে নিন ঘটনার ভিডিও-
Rashid Khan throw’s his bat at Karim Janat who refused to run 2 😳😳 ugly scene.#Afgvsban pic.twitter.com/aA4R7aPomA
— Sports Production (@SportsProd37) June 25, 2024