t20-wc-rashid-hattrick-derails-nz

T20 World Cup: কুড়ি-বিশের ক্রিকেটে ‘ফেভারিট’ শব্দটার ব্যবহার সম্ভবত শেষ হতে চলেছে চলতি বিশ্বকাপের (T20 World Cup) পরেই। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) রুদ্ধশ্বাস লড়াইতে পিছনে ফেলেছে পাকিস্তানকে (PAK), দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (WI) রান তাড়া করতে ১৯ ওভার অবধি অপেক্ষা করিয়েছে পাপুয়া নিউ গিনি’র (PNG) মত ওশিয়ানিয়ার ছোট্ট এক দেশ, তাতে ম্যাচ শুরুর আগেই কাউকে এগিয়ে রাখার সাহস সম্ভবত আর ভবিষ্যতে করবেন না সাংবাদিকরা। আজ নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (NZ vs AFG) ম্যাচও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো সেটাই। ২০২১-এর রানার্স আপ ও ২০২২-এর সেমিফাইনালিস্টদের রীতিমত দুরমুশ করে ২ পয়েন্ট ছিনিয়ে নিলেন উপমহাদেশের তারকারা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন কেন উইলিয়ামসন। বোল্ট, হেনরিদের দারুণ সামলালেন রহমানুল্লাহ গুরবাজ। যোগ্য সঙ্গত ইব্রাহিম জাদ্রানেরও। তাঁদের ১০৩ রানের জুটি শক্ত ভিতের উপর দাঁড় করায় আফগান ইনিংসকে। গুরবাজের (Rahmanullah Gurbaz) ৮০, জাদ্রানের ৪৪ ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের ২২ রানের সুবাদে আফগানিস্তান থামে ১৫৯ রানে। রান তাড়া করতে নেমে ফজলহক ফারুখি (Fazalhaq Farooqi) ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে কিউইরা। প্রায় গোটা নিউজিল্যান্ড টপ-অর্ডারকে একাই সাফ করেন ডান হাতি পেসার। বাকি কাজটা সারেন রশিদ খান (Rashid Khan)। মহম্মদ নবির সাথে তাঁর স্পিন জুটি আজ পিছনের সারিতে ঠেলে দেয় তারকাখচিত ‘ব্ল্যাক ক্যাপস’দের। গত দশকের শ্রেষ্ঠ টি-২০ ক্রিকেটার সম্মানে ভূষিত রশিদ আজ বল হাতে জয় করলেন নতুন শৃঙ্গ।

Read More: T20 World Cup: ফারুখি-রশিদ যুগলবন্দীতে চূর্ণ নিউজিল্যান্ড, সুপার এইটের দিকে পা বাড়ালো আফগানিস্তান !!

রশিদের মুকুটে জুড়লো নতুন পালক-

Rashid Khan and Fazalhaq Farooqi | T20 World Cup | Image: Getty Images
Rashid Khan and Fazalhaq Farooqi | T20 World Cup | Image: Getty Images

বল হাতে নিউজিল্যান্ডকে নিয়ে আজ যেন ছেলেখেলা করলো আফগানিস্তান। সামনে থেকে তাতে নেতৃত্ব দিলেন রশিদ খান (Rashid Khan)। নিজের স্পেলের প্রথম বলেই তিনি তুলে নেন কেন উইলিয়ামসনের উইকেট। দুই অধিনায়কের দ্বৈরথে বাজিমাত করেন আফগান তারকাই। স্লিপের পাশ দিয়ে বলকে থার্ড ম্যানের দিকে পাঠাতে চেয়েছিলেন কিউই তারকা। পারেন নি। ধরা পড়েন গুলবদিন নাইবের (Gulbadi Naib) হাতে। ১৩ বলে ৯ রানের ইনিংসের ইতি টানতে হয় উইলিয়ামসনকে (Kane Williamson)। গুজরাত টাইটান্স সতীর্থকে সাজঘরে পাঠানোর পরেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন রশিদ। হ্যাট্রিক করে বসেন তিনি। উগান্ডার বিরুদ্ধে নিজের শেষ দুই ডেলিভারিতে তিনি ফিরিয়েছিলেন বিলাল হাসান ও হেনরি সেনইওন্ডোকে। আজ তাঁর তৃতীয় উইকেট হন উলিয়ামসন।

এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে একটি হ্যাট্রিক ছিলো রশিদের (Rashid Khan)। লাসিথ মালিঙ্গা, টিম সাউদী, ওয়াসিম আব্বাস (মাল্টা) ও মার্ক পাভলোভিচ (সার্বিয়া)’র পর পঞ্চম পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে একাধিক হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করলেন রশিদ খান। কেবল উইলিয়ামসনের (Kane Williamson) উইকেটেই থেমে থাকেন নি তিনি। ফিরিয়ে দেন মার্ক চাপম্যান, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসনকেও। গত ম্যাচে ১২ রানের বিনিময়ে নিয়েছিলেন ২ উইকেট। আজ রশিদের সংগ্রহ ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এটাই কোনো অধিনায়কের শ্রেষ্ঠ বোলিং পরিসংখ্যান।

Also Read: T20 World Cup: ত্রাতা মাহমুদুল্লাহ, রুদ্ধশ্বাস ‘নাগিন ক্লাসিকো’তে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *