t20-wc-kohli-axar-keep-india-afloat

T20 World Cup: ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সংস্করণে জোহানেসবার্গের মাঠে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিলো ভারত। এরপর কেটে গিয়েছে সতেরোটা বছর। ট্রফি স্পর্শ করা আর সম্ভব হয় নি। মাঝে ২০১৪-তে একবার ফাইনালে পা রেখেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু সেইবার ‘ফেভারিট’ হিসেবে মাঠে নেমেও খালি হাতেই ফিরতে হয়েছিলো। দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলো শ্রীলঙ্কা। মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামের সেই বিপর্যয়ের ঠিক এক দশক পর আরও একটা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল খেলতে আজ নেমেছে ‘মেন ইন ব্লু।’ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওডিআই ও টি-২০ মিলিয়ে মোট ৭বার বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে তারা। এবারই প্রথম তারা নেমেছে খেতাবী দ্বৈরথে। ট্রফি জিততে মরিয়া দুই পক্ষের লড়াই আজ জমে উঠেছে বার্বাডোজের কেনসিংটন ওভালে।

এর আগে বার্বাডোজের মাঠে আয়োজিত ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩১। টসে জিতে তাই ব্যাটিং-ই বেছে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলিকে সাথে নিয়ে ওপেন করতে নামেন হিটম্যান স্বয়ং। আশা জাগিয়ে ইনিংস শুরু করেও একটা সময় ঘোর বিপর্যয়ের মুখে পড়েছিলো দল। প্রথমে আউট হন রোহিত। একই ওভারে ফেরেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। ব্যর্থ হন সূর্যকুমার যাদব’ও। অল্প রানের মাথায় উইকেট হারান তিনিও। এরপর অক্ষর প্যাটেলকে (Axar Patel) সাথে নিয়ে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন বিরাট কোহলি। গোটা টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রানের মধ্যে ছিলেন না তিনি। কিন্তু আজ ফাইনালে জ্বলে উঠলেন। করেন অর্ধশতক। অক্ষর ও শিবম দুবের সাথে ‘কিং’ কোহলির জুটিই ২০ ওভারে ভারতকে পৌঁছে দিলো ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে।

নড়বড়ে টপ-অর্ডার ভোগালো ভারতকে-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | T20 World Cup | Image: Getty Images

কোহলি-রোহিতের ওপেনিং জুটির থেকে বড় রানের আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু গোটা টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) সেই স্বপ্ন অধরাই থেকে গেলো। আজ শুরুটা দুজনেই বেশ ভালো করেছিলেন। প্রথম ওভারেই ইয়ানসেনকে তিনটি বাউন্ডারি মারেন বিরাট (Virat Kohli)। প্রথমটি এসেছিলো ট্রেডমার্ক কভার ড্রাইভে। পাল্লা দিচ্ছিলেন রোহিত’ও (Rohit Sharma)। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই কেশব মহারাজকে বাউন্ডারিতে পাঠান তিনি। দ্বিতীয় বলটিতেও রিভার্স স্যুইপে পাঠান থার্ড ম্যান সীমানায়। কিন্তু এরপরেই ছন্দপতন। অতি আক্রমণাত্মক হওয়ার মাশুল দিতে হলো ভারত অধিনায়ককে। গুড লেন্থে পিচ করানো বলে স্যুইপ মারতে গিয়েছিলেন তিনি। নীচু হয়ে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে দারুণ ক্যাচ ধরেন হেনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ ও ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ করেছিলেন রোহিত। আজ থামতে হলো ৫ বলে ৯ করে।

দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে ঋষভ পন্থ (Rishabh Pant) জানিয়েছিলেন যে তিনি যদি ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলতেন তাহলে ভারত হয় ৩০০ করত, না হলে ১৫০তে অল-আউট হত। আজ দ্বিতীয় অবতারেই দেখা গেলো তাঁকে। মহারাজের (Keshav Maharaj) ওভারেরই শেষ বলটিতে স্যুইপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। সেমিফাইনালে ৪ করে আউট হয়েছিলেন। ফাইনালে খাতা খুলতেই পারলেন না তরুণ উইকেটরক্ষক ব্যাটার। দুই উইকেটের পতনের পর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে বিধ্বংসী ইনিংসের প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার রান খরা তাঁর ব্যাটে। ৪ বলে কেবল ৩ রানই আজ তাঁর সংগ্রহে। কাগিসো রাবাডার বলে ক্যাচ তুলে দেন হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলো ভারত।

কোহলি, অক্ষর, দুবে ত্রয়ী ম্যাচে ফেরালো টিম ইন্ডিয়াকে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | T20 World Cup | Image: Getty Images

এই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে টুর্নামেন্টে ৮৯ গড় ছিলো বিরাট কোহলির (Virat Kohli)। গত ছয়টি সংস্করণের মধ্যে চারটিতে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। দুটিতে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরষ্কার। কিন্তু এবার যেন চেনা ছন্দ কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না তিনি। আজও শুরুতে বেশ খানিকক্ষণ সংঘর্ষ করতে হয় ব্যাট হাতে। কিন্তু কঠিন পরীক্ষার মুখে নিজের ‘ক্লাস’ বুঝিয়ে দিলেন বার্বাডোজের বাইশ গজে। প্রথমে অক্ষর প্যাটেল (Axar Patel) ও পরে শিবম দুবের (Shivam Dube) সাথে জুটি বেঁধে তিনিই এগিয়ে নিয়ে গেলেন ভারতীয় ইনিংসকে। চলতি টুর্নামেন্টে প্রথম অর্ধশতক এলো ৪৮ বলে। মন্থর হাফ সেঞ্চুরির পরে হাত খোলেন তিনি। শেষমেশ ৫৯ বলে ৭৬ রানের কার্যকরী ইনিংস খেলে ফেরেন সাজঘরে। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। তাঁকে আউট করেন কাগিসো রাবাডা।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ইতিহাসে আজকের ১৭৬-ই এখনও অবধি সর্বোচ্চ রান। ভারত যে প্রথমে জোর ধাক্কা খেয়েও এই রেকর্ড গড়তে পারলো তার জন্য কৃতিত্ব প্রাপ্য অক্ষর প্যাটেলের (Axar Patel)। পাঁচ নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। প্রত্যাঘাতের শুরুটা করেন তিনিই। টিম ইন্ডিয়ার ‘বাপু’ আজ অহিংস নয় বরং ধরা দিলেন মারমুখী অবতারে। স্পিন হোক বা পেস-দুয়ের মোকাবিলাই করেন দারুণভাবে। ৪৭ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান-আউট না হলে অর্ধশতক করতে পারতেন তিনিও। ৪টি ছক্কা ও ১টি চার মারেন অক্ষর। শিবম দুবের (Shivam Dube) নির্বাচন নিয়ে অনেক কথা উঠছিলো এতদিন। কিন্তু ফাইনালে যেন সেসব তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন তিনিও। ১৬৯ স্ট্রাইক রেটে করা ২৭ রান আজ সোনার থেকেও দামী টিম ইন্ডিয়ার কাছে। ৫ করে অপরাজিত থাকেন হার্দিক। জাদেজার সংগ্রহ ২।

Also Read: T20 World Cup: “নামে বাঘ, কাজে বিড়াল…” ফাইনালে ‘ফ্লপ’ সূর্যকুমার, নেটদুনিয়ায় ‘চোকার’ তকমা পেলেন ভারতীয় তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *