jay-shah-want-india-to-win-2-icc-title

T20 World Cup: ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির তরুণ দল। এরপর দ্বিতীয় খেতাব জিততে অপেক্ষা করতে হলো দীর্ঘ সতেরোটা বছর। মাঝে বারবার সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশের মীরপুরে ফাইনালে হারতে হয়েছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে। অবশেষে গতকাল বার্বাডোজের বাইশ গজে হলো স্বপ্নপূরণ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা (SA)। ভারতের সামনে তারা বাধার প্রাচীর খাড়া করলেও শেষমেশ রুখতে পারলো না রোহিত শর্মা’র (Rohit Sharma) দল’কে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই নিজেদের সর্বস্বটুকু দিয়ে ট্রফি ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’

কেনসিংটন ওভালে টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। শুরুটা হয় নি মনোমত। এরপর দ্রুত মাঠ ছাড়েন রোহিত শর্মা (Rohit Sharma)। ফেরেন ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব’ও। ৩৪ রানে ৩ উইকেট হারানো টিম ইন্ডিয়ার হয়ে এরপর রুখে দাঁড়ান বিরাট কোহলি (Virat Kohli) ও অক্ষর প্যাটেল। অক্ষর ফেরেন ৪৭ করে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রথম অর্ধশতক আসে কোহলির ব্যাটে। ভারতীয় ইনিংস থামে ১৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়েছিলো প্রোটিয়ারাও। কিন্তু এরপর ক্যুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) জুটি ভয় ধরিয়েছিলো ভারত সমর্থকদের মনে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে ম্যাচের রাশ হাতে তুলে নেন বুমরাহ, হার্দিকরা। শেষমেশ ৭ রানে এলো জয়। স্মরণীয় এই সাফল্যের দিনে সত্যি হলো বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) ভবিষ্যদ্বাণী’ও।

Read More: T20 World Cup: “কিছু বলার ভাষা নেই…” অবিশ্বাস্য পারফর্ম্যান্সের সুবাদে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন জসপ্রীত বুমরাহ !!

ট্রফি জিতবে ভারত, আগেই বলেছিলেন জয় শাহ-

Team India Celebrating T20 World Cup Win | Image: Getty Images
Team India Celebrating T20 World Cup Win | Image: Getty Images

২০২৩-এর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে হারের নভেম্বর-এর ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালেও জুটেছিলো পরাজয়। দুই ফর্ম্যাটে বিশ্বসেরার মুকুট অর্জনের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতে ফিরতে হওয়ায় হতাশা গ্রাস করেছিলো ভারতীয় সাজঘরকে। ক্রিকেটদুনিয়ার নতুন ‘চোকার্স’ তকমা পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা। গুটিয়ে থাকা দলের মনোবল বাড়াতে নয়া বছরের শুরুর দিকে বড় ঘোষণা করতে শোনা গিয়েছিলো বোর্ড সচিব জয় শাহ’কে (Jay Shah)। তিনি একটি অনুষ্ঠানে জানিয়ে দেন যে “আমরা হয়ত বিশ্বকাপ জিতি নি, কিন্তু যেভাবে খেলেছি, তাতে মানুষের হৃদয় জিতেছি।” এরপর অঙ্গীকার করেন , “বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল টি-২০ বিশ্বকাপ জিতে ভারতের ঝাণ্ডা পুঁতবে মাঠেই।” মরণপণ লড়াই করে জয় শাহের সেই ভবিষ্যদ্বাণীকে বাস্তবে পরিণত করলো টিম ইন্ডিয়া।

গতকাল খেলা শেষে আবেগপ্রবণ রোহিত’কে (Rohit Sharma) সত্যিই দেখা গেলো ভারতের একটি পতাকা নিয়ে বার্বাডোজের আউটফিল্ডে পুঁতে দিতে। মুহূর্তে ভীড় জমলো সংবাদমাধ্যমের ক্যামেরার। সাফল্যের হাজার ওয়াটের আলোর মধ্যে বিষাদের সুর’ও অবশ্য শোনা গিয়েছে গতকাল ভারতীয় ড্রেসিংরুমে। ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দেন যে নিজের শেষ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ও শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মাঠে সাক্ষাৎকার দেওয়ার সময় রোহিত (Rohit Sharma) প্রশংসা করেন হার্দিক, বিরাট, জসপ্রীত বুমরাহ’দের মত সতীর্থদের। এরপর সাংবাদিক সম্মেলনে এসে বোমা ফাটান তিনিও। জানিয়ে দেন যে বিরাটের মত টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেশের হয়ে তাঁরও ক্ষুদ্রতম ফর্ম্যাটে শেষ ম্যাচ ছিলো। বিদায়টা মধুর হলো দুই মহাতারকা’র, তা বলাই যায়।

দেখে নিন ভিডিও-

Also Read: T20 World Cup: “আমাদের মত অপেক্ষায় ছিলেন দেশবাসীও…” বিশ্বকাপ জিতে আবেগবিহ্বল রোহিত প্রশংসায় ভরালেন সতীর্থদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *