T20 World Cup, Match-33, IND vs CAN: বিরাট-জাদেজা বাদ, কানাডার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে ভারত !! 1

T20 World Cup: আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র- টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বে প্রথম তিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেলায় জিতলেও বাকি দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২ পয়েন্ট নিশ্চিত করতে লড়তে হয়েছে রোহিত শর্মা’র (Rohit Sharma) দলকে। শেষমেশ অবশ্য স্নায়ুর চাপ সামলে সাফল্য আদায় করে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ আজ গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কানাডা। জয়ের হ্যাট্রিক ইতিমধ্যেই টিম ইন্ডিয়াকে (Team India) পৌঁছে দিয়েছে টুর্নামেন্টের সুপার-এইট পর্বে। আজকের ম্যাচ খাতায়-কলমে কেবলই নিয়মরক্ষার। তবুও কোনোরকম ঝুঁকি নিতে রাজী নয় ভারত। জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই গ্রুপ পর্বে ইতি টানতে চাইছে তারা।

এতদিন নিউ ইয়র্কে খেলে এসেছে ভারত। আজ ম্যাচ রয়েছে ফ্লোরিডা। সুপার-এইট পর্বে নামার আগে একাদশে কিছু বদলের ভাবনা রয়েছে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) মাথায়। বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। অফ ফর্মে থাকা মহাতারকার বদলে ওপেন কিরতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। সাথে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবের ব্যাটিং অর্ডার অপরিবর্তিত থাকছে, তাঁরা যথাক্রমে তিন ও চারে খেলছেন। পাঁচে দেখা যাবে শিবম দুবে’কে। ফিনিশারের ভূমিকায় খেলতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাদ দেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজাকে। অক্ষর ও কুলদীপের (Kuldeep Yadav) স্পিন জুটির সাথে পেস বিভাগে ভারত ভরসা রাখতে পারে বুমরাহ, সিরাজ ও আর্শদীপের উপর।

Read More: “উনি হলেন তোর বাপ…” সেহবাগকে নিয়ে খিল্লি করতে গিয়ে সমাজ মাধ্যমে ক্লিন বোল্ড শাকিব, ভক্তরা নিলো ক্লাস !!

T20 World Cup-এর ক্রীড়াসূচি-

ভারত (IND) বনাম কানাডা (CAN)

ম্যাচ নং- ৩৩

তারিখ- ১৫/০৬/২০২৪

ভেন্যু- সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম, ফ্লোরিডা

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Florida Pitch and Weather (আবহাওয়া ও পিচ রিপোর্ট)-

Central Broward Regional Park Stadium | T20 World Cup | Image: Getty Images
Central Broward Regional Park Stadium , Florida | Image: Getty Images

ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে আজ মুখোমুখি হওয়ার কথা ভারত ও কানাডার। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) চারটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিলো এই মাঠ। এর মধ্যে দুটি ভেস্তে গিয়েছে এর মধ্যে। নিউ ইয়র্কের মত বোলিং বান্ধব পরিবেশ এখানে পাওয়া যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। এখানে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। যদি ম্যাচ হয়, তাহলে বড় রান দেখা যেতে পারে। পরিসংখ্যান বলছে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আজ অবধি ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ১১টিতে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে। মাত্র ৭টিতে রান তাড়া করে মিলেছে সাফল্য। আজও টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পারেন।

শ্রীলঙ্কা বনাম নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ ইতিমধ্যেই প্রবল বর্ষণের কারণে ভেস্তে গিয়েছে। আবহাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে আজও। হাওয়া অফিস জানিয়েছে যে শনিবার’ও আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টিও হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ থাকার সম্ভাবনা। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের সময় ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ুপ্রবাহের সম্ভাবনা। বৃষ্টি থামলেও কত দ্রুত মাঠ ম্যাচের উপযোগী করা যাবে তার উপরেই দাঁড়িয়ে ম্যাচের ভবিষ্যৎ।

IND vs CAN, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs CAN | Image: Twitter
IND vs CAN | Image: Twitter

ভারত ও কানাডা এর আগে ক্রিকেটের কোনো ফর্ম্যাটেই একে অপরের মুখোমুখি হয় নি। চলতি টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) প্রথমবার সম্মুখসমরে নামছে দুই দল।

ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ওপেনার- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল

মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে

ফিনিশার- হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল

বোলার- কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

একনজরে কানাডার বিপক্ষে সম্ভাব্য ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Also Read: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে রয়েছেন এই ভারতীয় কিংবদন্তি, বিনা মূল্যেই দিয়েছেন প্রশিক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *