এগারো বছর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে সাফল্যের মুখ দেখে নি ভারত। আগামী মাসের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) তাদের কাছে সেই ট্রফি খরা কাটানোর সুবর্ণ সুযোগ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। জানুয়ারি মাসে আইসিসি’র ঘোষিত সূচি অনুযায়ী টিম ইন্ডিয়া (Team India) রয়েছে গ্রুপ-এ’তে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। ৯ তারিখ ভারত মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ১২ ও ১৫ তারিখ থাকছে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে বাকি দুই ম্যাচ। উত্তেজনার কেন্দ্রে ভারত-পাক (IND vs PAK) ম্যাচটিই। মূলত এই দ্বৈরথের জন্যই নিউ ইয়র্কের উপকন্ঠে তৈরি করা হয়েছে আস্ত একটা স্টেডিয়াম। পড়শি দেশের বিরুদ্ধে আরও একবার জয় ছিনিয়ে নিতে এখন থেকেই ছক কষছেন কোচ রাহুল দ্রাবিড়।
Read More: অপেক্ষার অবসান, গৌতম গম্ভীরের হাতেই টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দিলো BCCI !!
রোহিত-কোহলিই ভারতীয় ব্যাটিং-এর মুখ-
নিউ ইয়র্কের মাঠে ৯ তারিখ টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামতে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দুই মহাতারকার উপর দায়িত্ব থাকবে মহম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদিদের বিরুদ্ধে নতুন বলের মোকাবিলা করার। ফর্মে নেই যশস্বী জয়সওয়াল। তাই তরুণ তুর্কিকে আড়াল করে দুই মহারথীই প্রথমে নামতে পারেন যুদ্ধে। টি-২০ ইতিহাসে অন্যতম সফল ওপেনার রোহিত শর্মা। বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে অধিনায়কোচিত ইনিংসের সন্ধানে থাকবেন তিনি। আইপিএলে ওপেন করেই কমলা টুপি জিতেছেন বিরাট (Virat Kohli)। ফলে জড়তা থাকার কথা নয় তাঁরও। তিন নম্বরে ভারত ব্যবহার করতে পারে সূর্যকুমার যাদবকে। ‘মিস্টার ৩৬০’র উপর দায়িত্ব থাকবে মাঝের ওভারগুলোতে ঝড় তোলার।
চার নম্বরে ভারতের জার্সিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে (Rishabh Pant)। চোট সারিয়ে ফেরা পন্থ এবারের আইপিএলের ভালো ব্যাটিং করেছেন। উইকেটের পিছনে দস্তানা হাতেও ছিলেন সাবলীল। ব্যাটিং অর্ডারে তাঁর অন্তর্ভুক্তি ভারতকে বাম হাতি বিকল্প এনে দেবে। পাকিস্তানের বিরুদ্ধে দলের ব্যাটিং ও বোলিং গভীরতা বাড়াতে একসাথে তিন অলরাউন্ডারকে খেলাতে পারে টিম ইন্ডিয়া (Team India)। কোচ দ্রাবিড় সুযোগ দিতে পারেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাকে। বড় ম্যাচে বরাবর ভালো খেলেন হার্দিক (Hardik Pandya)। চেনা ছন্দে তাঁকে দেখতে চাইবে ক্রিকেটজনতা। প্রত্যাশা থাকবে শিবম দুবের ‘বিগ হিট’-এর। নিউ ইয়র্কে জাদেজার থেকেও কার্যকরী যোগদানের অপেক্ষায় দল। শিবম ও জাদেজা, দুজনেই বাম হাতি ব্যাটার। যা ভারসাম্য আনবে দলে।
চার বিশেষজ্ঞ বোলারের ফর্মূলা ভারতের-
পেস বোলিং বিকল্প হিসেবে হার্দিক ও শিবম দুবে (Shivam Dube) থাকছেনই। তাঁদের সাথে আরও তিন বিশেষজ্ঞ পেসার যুক্ত করতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। প্রথম নাম অবশ্যই জসপ্রীত বুমরাহ। আইপিএলে মাত্র ৬.৪৮ ইকোনমি রেটে তিনি নিয়েছেন ২০ উইকেট। পার্পল ক্যাপের তালিকায় ছিলেন দ্বিতীয় নম্বরে। সেই ফর্ম টি-২০ বিশ্বকাপেও নিঃসন্দেহে ধরে রাখতে চাইবেন তিনি। ভারতীয় পেস ব্যাটারির অঘোষিত নেতা তিনিই। সঙ্গে থাকতে পারেন মহম্মদ সিরাজ। আইপিএল ভালো কাটে নি তাঁর। কিন্ত সেই ব্যর্থতা ভুলে দেশকে ট্রফি দেওয়ার সংকল্প নিয়ে বোলিং মার্কে দাঁড়াতে পারেন তিনি। বাম হাতি পেসারের বিরুদ্ধে পাকিস্তান টপ-অর্ডারের দুর্বলতা মাথায় রেখে ভারত জায়গা দিতে পারে আর্শদীপ সিং-কে। গত টি-২০ বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট।
যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলদের জায়গা হচ্ছে না পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় স্পিন বিভাগে দেখা যাবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে। এবারের আইপিএলে ভালো বোলিং করেছেন জাদেজা (Ravindra Jadeja)। পিচ মন্থর ও চটচটে হলে মাঝের ওভারগুলোতে আরও একবার পড়শি দেশের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের নজির রয়েছে কুলদীপেরও (Kuldeep Yadav)। ২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে যে ডেলিভারিটিতে তিনি ফিরিয়েছিলেন বাবর আজমকে (Babar Azam), তাকে স্বপ্নের ডেলিভারি মনে করেন বিশেষজ্ঞরা। ওল্ড ট্র্যাফোর্ডের স্মৃতি নিউ ইয়র্কে ফেরানোর মরিয়া চেষ্টা থাকবে তাঁরও। শেষ সাক্ষাতে জিতেছিলো টিম ইন্ডিয়া, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লক্ষ্য থাকবে সাফল্য ধরে রাখার।
এক নজরে সম্ভাব্য দল-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
Also Read: T20 World Cup: রাতারাতি ভাগ্য বদল রিঙ্কু সিং-এর, এই তারকার জায়গায় খেলতে চলেছেন বিশ্বকাপ !!