T20 World Cup: রাত পোহালেই মহারণ। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সম্মুখসমরে দুই হেভিওয়েট-ভারত ও ইংল্যান্ড। গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জস বাটলারের (Jos Buttler) দল। তাদের সামনে চ্যালেঞ্জ নিজেদের খেতাব রক্ষা করার। এই বছর একাধিকবার বিদায়ের দোরগোড়ায় পৌঁছেও খেতাবী লড়াইতে ফিরে আসতে দেখা গিয়েছে তাদের। ভারতের বিরুদ্ধেও সেই মরিয়া মনোভাব নিয়েই মাঠে নামবে ‘থ্রি লায়ন্স।’ অন্যদিকে প্রতিশোধই লক্ষ্য রোহিত শর্মা’র (Rohit Sharma) দলের। ২০২২ সালের সেমিফাইনালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে স্বপ্ন ভেঙেছিলো ভারতের। অ্যাডিলেডের ‘বদলা’ গায়ানায় নিতে মুখিয়ে রয়েছেন কোহলি, ঋষভ পন্থ’রা। এখনও অবধি মসৃণ গতিতে এগিয়েছে টিম ইন্ডিয়ার যাত্রা। সেমিফাইনালেও তা বজায় রাখতে চাইবে দল।
গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রথম একাদশে কোনো রদবদল হয়ত করছেন না কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তোলার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে কেমন ব্যাটিং করেন, সেদিকে থাকবে নজর। এছাড়াও ভারতীয় ব্যাটিং-এর মুখ হতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঋষভ পন্থ। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দু’জনেই ইতিমধ্যে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন। এক্স-ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা হার্দিক পান্ডিয়ার। তারকা অলরাউন্ডারকে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই ভালো করতে হবে বৃহস্পতিবার। বুমরাহ ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) হয়ে উঠতে পারেন যথাক্রমে পেস ও স্পিন বিভাগের তুরুপের তাস। অন্যদিকে ইংল্যান্ড অনেকখানি নির্ভর করবে তাদের অধিনায়ক জস বাটলারের উপর। এছাড়াও নজর কাড়তে পারেন হ্যারি ব্রুক ও অলরাউন্ডার উইল জ্যাকস। বোলিং-এ তাদের ভরসা হচ্ছেন জোফ্রা আর্চার ও আদিল রশিদ।
Read More: “হিংসায় জ্বলছে ধোনি…” বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিং-এর বাবার, বড় ভবিষ্যদ্বাণী ভারতের বিশ্বকাপ জয় নিয়েও !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম ইংল্যান্ড (ENG)
ম্যাচ নং- ৫৪ (সেমিফাইনাল-২)
তারিখ- ২৭/০৬/২০২৪
ভেন্যু- প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Guyana Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। এই মাঠে ব্যাট ও বলের লড়াইতে ভারসাম্য দেখা যায়। ইনিংসের শুরুতে কার্যকরী হন পেসাররা। পাওয়ার প্লে’তে উইকেট তোলার প্রচেষ্টা থাকবে দুই শিবিরের। তবে খেলা যত গড়াবে ততই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্পিনাররা। এখানে ধৈর্য্য নিয়ে ব্যাটিং করলে বড় রান’ও তোলা সম্ভব। গায়ানার বাইশ গজে আজ অবধি ৩৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৬টিতে প্রথম ব্যাট করে মিলেছে জয়। ১৪টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। বৃহস্পতিবার টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
চলতি টি-২০ বিশ্বকাপে বারবারই বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হতে দেখা গিয়েছে ম্যাচ। তাই সঙ্গত কারণেই ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালে কি থাকে আবহাওয়ার অবস্থা তা জানতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। হাওয়া অফিস জানিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। যা সমস্যায় ফেলতে পারে ক্রিকেটারদের। তবে বৃহস্পতিবার ৭৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস মিলেছে যা চিন্তার ভাঁজ ফেলেছে দর্শকদের কপালে। দ্বিতীয় সেমিফাইনালটিতে কোনো রিজার্ভ ডে নেই। যদি ম্যাচ না হয়, তাহলে সুপার এইট পর্বে এগিয়ে থাকার দরুণ ফাইনালে যাবে ভারত।
IND vs ENG, হেড টু হেড পরিসংখ্যান-
ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারত মোট ১৩বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। পরিসংখ্যান বলছে সামান্য এগিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু।’ তারা জিতেছে ১২টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ১১। ভারত নিজেদের ঘরের মাঠে জিতেছে ৬টি ম্যাচ। অ্যাওয়ে ম্যাচের তাদের জয়ের সংখ্যা ৪। বাকি দুটি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ড নিজেদের দেশে ভারতকে হারিয়েছে ৫টি ম্যাচে। প্রতিপক্ষের ডেরায় তাদের জয়ের সংখ্যা ৫ আর নিরপেক্ষ মাঠে জিতেছে ১টি ম্যাচ। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুই দল মুখোমুখি হয়েছে ৪বার। ফলাফল ২-২।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।
ইংল্যান্ড (ENG)-
জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), ফিল সল্ট, জনি বেয়ারেস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, উইল জ্যাকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফ্রা আর্চার, রিস টপলি।
IND vs ENG, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হ্যারি ব্রুক
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস
উইকেটরক্ষক- জস বাটলার, ঋষভ পন্থ
বোলার- জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চার, কুলদীপ যাদব, আদিল রশিদ
অধিনায়ক- হার্দিক পান্ডিয়া
সহ-অধিনায়ক- জস বাটলার
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।