T20 World Cup: এখনও অবধি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মসৃণ ছন্দে এগিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’র ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান (PAK) ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। আইরিশদের সহজে হারালেও বাকি দুই ম্যাচে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। যদিও বুমরাহ, হার্দিকদের সৌজন্যে সেই কঠিন প্রশ্নের জবাব দিতে বিশেষ সমস্যা হয় নি ভারতের। জয়ের হ্যাট্রিকের ফলে ইতিমধ্যেই সুপার-এইট পর্বের ছাড়পত্র আদায় করে নিয়েছে তারা। আজ নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কানাডা (Canada)। কোনো মূল্যেই পদস্থলন চায় না দল। কানাডাও গ্রুপ পর্বে ইতিমধ্যে খেলে ফেলেছে ৩টি ম্যাচ। প্রথম দুটি খেলায় হারলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে ‘অঘটন’-এর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ‘মেপল লিফার’রা।
সুপার এইটের ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ফর্ম ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে ভারত। একাদশে বেশ কিছু রদবদল করতে পারেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ছন্দ হারানো কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে যশস্বী জয়সওয়াল। সাথে ওপেন করতে পারেন রোহিত শর্মা। তিন ও চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জায়গা পাচ্ছেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়াও। বাদ পড়তে পারেন রবীন্দ্র জাদেজা। বদলে খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। নজর থাকবে আর্শদীপ-বুমরাহ-সিরাজ পেস ত্রয়ীর দিকে। অন্যদিকে বড় আসরে নিজেদের মেলে ধরতে মুখিয়ে কানাডার খেলোয়াড়রাও। তাদের ডিলিয়ন হেলিগার, নিকোলাস কীর্তন, জেরেমি গর্ডন হতে পারেন শনিবারের ‘সারপ্রাইজ প্যাকেজ।’
Read More: “উনি হলেন তোর বাপ…” সেহবাগকে নিয়ে খিল্লি করতে গিয়ে সমাজ মাধ্যমে ক্লিন বোল্ড শাকিব, ভক্তরা নিলো ক্লাস !!
T20 World Cup-এর ক্রীড়াসূচি-
ভারত (IND) বনাম কানাডা (CAN)
ম্যাচ নং- ৩৩
তারিখ- ১৫/০৬/২০২৪
ভেন্যু- সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম, ফ্লোরিডা
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Florida Pitch and Weather (আবহাওয়া ও পিচ রিপোর্ট)-
নিউ ইয়র্ক ছেড়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতীয় ক্রিকেট দল। সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কানাডা। এখানের পিচ সাধারণত ব্যাটারদের জন্য উপযোগী হয়। সেই কারনে বড় রান ওঠার সম্ভাবনা থাকছে ম্যাচে। পরিসংখ্যান বলছে যে এখানে আজ অবধি ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ১১টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৭। টসের সময় তা নিশ্চয়ই মাথায় থাকবে দুই অধিনায়কের। টসজয়ী অধিনায়ক আজ প্রথমে ব্যাটিং করতে পারেন।
ফ্লোরিডায় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) চারটি ম্যাচ আয়োজিএর কথা ছিলো। কিন্তু তার মধ্যে শ্রীলঙ্কা বনাম নেপাল ও আয়ারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ ইতিমধ্যেই আবহাওয়াজনিত জটিলতার কারণে ভেস্তে গিয়েছে। আজ ভারত বনামা কানাডা দ্বৈরথের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কায় আবহাওয়াবিদ্রা। ফ্লোরিডায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা। জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। ৮৪ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকার সম্ভাবনা বাতাসে। হাওয়া বইতে পারে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে।
IND vs CAN, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও কানাডা এর আগে ক্রিকেটের কোনো ফর্ম্যাটেই কখনও মুখোমুখি হয় নি। এবারের টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) প্রথমবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে দুই দল।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
কানাডা (CAN)-
অ্যারন জনসন, নভণীত ঢালিওয়াল, পারগত সিং, দিলপ্রীত বাজওয়া, নিকোলাস কীর্তন, শ্রেয়স মোভভা (উইকেটরক্ষক), ডিলিয়ন হেলিগার, সাদ বিন জাফর (অধিনায়ক, কলীম সানা, জুনেইদ সিদ্দিকি, জেরেমি গর্ডন।
IND vs CAN, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- সূর্যকুমার যাদব, নিকোলাস কীর্তন, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া
উইকেটরকক্ষক- ঋষভ পন্থ, শ্রেয়স মোভভা
বোলার- ডিলিয়ন হেলিগার, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, জেরেমি গর্ডন
অধিনায়ক- হার্দিক পান্ডিয়া
সহ-অধিনায়ক- সূর্যকুমার যাদব
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: “কে উনি…”, সাকিবকে নিয়ে মন্তব্য করা ভারী পড়লো সেহবাগের, এক হাত নিলেন বাংলাদেশ অলরাউন্ডার !!