Ind vs ire, t20 world cup 2024
IND vs IRE | Image: Getty Images

T20 World Cup: দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে নিজেদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া (Team India)। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই ম্যাচ ঘিরে আগ্রহ ছিলো ক্রিকেটজনতার মধ্যে। দিনকয়েক আগেই ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিলো আইরিশরা। গত দুই বছরে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও ভালোই লড়াই উপহার দিয়েছিলো তারা। আজও কতদূর টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেন তাঁরা, সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু হতাশই হতে হলো। দুই দলের মধ্যে মানের তফাৎ স্পষ্ট হলো খেলা গড়ানোর সাথে সাথেই।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখা গেলো ভারতের পেসারদের। সিরাজ-বুমরাহ-আর্শদীপ ত্রয়ীর পাশাপাশি বল হাতে আগুন ঝরালেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। আইপিএলে ভালো প্রদর্শন করতে পারেন নি তারকা অলরাউন্ডার। আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে আজকের পারফর্ম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তার। ভারতীয় পেস আক্রমণের গতির দাপটে মুখ তুলতেই পারে নি আয়ারল্যান্ডের ব্যাটিং বিভাগ। হ্যারি টেকটর (Harry Tector), কার্টিস ক্যাম্ফার, পল স্টার্লিং-দের দেখা যায় নি সেরা ছন্দে আশেপাশেও। সম্পূর্ণ ২০ ওভার টিম ইন্ডিয়ার মোকাবিলা করাও সক্ষম হয় নি তাদের পক্ষে। ২৪ বল বাকি থাকতেই মাত্র ৯৬ রানে গুটিয়ে গেলো আয়ারল্যান্ড।

Read More: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাজি ৩ অলরাউন্ডার, নজর নতুন ওপেনিং জুটির দিকে !!

আইরিশ ব্যাটিং গুঁড়িয়ে দিলেন ভারতের পেসাররা-

IND vs IRE | T20 World Cup | Image: Getty Images
IND vs IRE | T20 World Cup | Image: Getty Images

 

ম্যাচের প্রথম ওভারে আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। তিন রান খরচ করেন তিনি। কিন্তু উইকেট পান নি। দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj) ছিলেন উইকেটশূন্য। তাঁর ওভারের পঞ্চম বলে বরং একটি বাউন্ডারি হাঁকান আয়ারল্যান্ড ওপেনার অ্যান্ড্রু বালবির্ণি। খেলায় নাটকীয় পটপরিবর্তন হয় তৃতীয় ওভার থেকে। আর্শদীপ শুরুতেই ফেরান আইরিশ অধিনায়ক স্টার্লিং-কে (Paul Stirling)। শর্ট বল’কে পুল করতে গিয়েছিলেন তিনি। শটে নিয়ন্ত্রণ না থাকায় ধরা পড়েন উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে। স্যুইং-এর জাদুতে ঐ ওভারেরই ষষ্ঠ বলে অ্যান্ড্রু বালবির্ণিকেও বোল্ড করেন আর্শদীপ। তিন ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৯ রানের বিনিময়ে ২ উইকেট।

লাগাতার আক্রমণ জারি রাখেন ভারতীয় পেসাররা। জোড়া বাউন্ডারি হাঁকিয়ে প্রতিরোধের ক্ষীণ আশা জাগিয়েছিলেন লোরকান টাকার (Lorcan Tucker)। কিন্তু হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বেশীদুর এগোতে দেন নি তাঁকে। ভারতীয় সহ-অধিনায়কএর দুরন্ত ইনস্যুইং তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে মিডল স্টাম্পে। পরের ওভারেই সফলতা এনে দেন জসপ্রীত বুমরাহ। ঠিক যেভাবে স্টার্লিং আউট হয়েছিলেন, তেমন ভাবেই সাজঘরে ফেরেন হ্যারি টেকটর। শর্ট বল অস্ত্রে প্রতিপক্ষের সেরা ব্যাটারকে বেঁধে ফেললেন বুমরাহ (Jasprit Bumrah)। নিয়ন্ত্রণহীন শট মেরে তিনি ধরা পড়েন বিরাট কোহলির হাতে। আয়ারল্যান্ডের পঞ্চম উইকেটের পতন হয় নবম ওভারে। হার্দিকের আউটস্যুইং কার্টিস ক্যাম্ফারের ব্যাট ছুঁয়ে জমা পড়ে পন্থের হাতে। ৪৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিলো তারা।

ডেলানি-লিটলের জুটিই প্রাপ্তি আয়ারল্যান্ডের-

Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images
Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images

অর্ধেক দল উইকেট হারিয়ে সাজঘরে ফেরার পরেও গতির ঝড় বজায় রেখেছিলো ভারত। মহম্মদ সিরাজের শিকার হলেন জর্জ ডকরেল (George Dockrell)। ৫ বলে মাত্র ৩ রান করে জসপ্রীত বুমরাহ’র হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। উইকেট মেডেন নেন হার্দিক পান্ডিয়া। ফেরান মার্ক অ্যাডায়ারকে। ১২তম ওভারে প্রথম স্পিন ব্যবহার করে ভারত। প্রথম ওভারেই ব্যারি ম্যাকার্থিকে আউট করেন অক্ষর। আজ নজর কাড়লেন হার্দিক। ৪ ওভারে ২৭ রান খরচ করে তিনি আজ নিলেন ৩ উইকেট। গ্যারেথ ডেলানি ও জশুয়া লিটল তাঁর চতুর্থ ওভার থেকে নিলেন ১৪ রান। স্পেলের শেষ ওভারে নিয়ন্ত্রণ হারালেও যেভাবে নিউ ইয়র্কের বাইশ গজে বলকে দুই দিকেই স্যুইং করাতে সক্ষম হয়েছেন হার্দিক, তাতে পাকিস্তান ম্যাচের আগে হাসি ফুটতে পারে ভারতীয় সমর্থকদের মুখে।

এরপর ডেলানি (Gareth Delany) ও লিটলের (Joshua Little) ২৭ রানের জুটি শেষ বেলায় খানিক মান বাঁচালো আয়ারল্যান্ডের। জুটি ভাঙতে ফের একবার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)  আক্রমণে এনেছিলেন রোহিত। হিটম্যানের বিশ্বস্ত সেনাপতি আস্থার দাম দিতে বিশেষ দেরী করেন নি। ১৫তম ওভারের দ্বিতীয় বলেই বুমরাহ’র (২/৬) ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ইয়র্কার আছড়ে পড়ে জশুয়া লিটলের স্টাম্পে। ১৩ বলে ১৪ করেন ডান হাতি পেসার। নবম উইকেটের পতনের পরেও চেষ্টা চালয়ে গিয়েছিলেন গ্যারেথ ডেলানি। আর্শদীপের (২/৩৫) এক ওভার থেকেই এলো ১৬ রান। যদিও সেই ওভারেই ‘ফ্রি হিটে’ অতিরিক্ত রান নেওয়ার প্রচেষ্টায় উইকেয় খোয়ান তিনি। তা সত্ত্বেও ১৪ বলে ২৬ করে তারিফ কুড়িয়েছেন তিনি। ২ পয়েন্ট আর ভারতের মাঝে ব্যবধান এখন কেবল ৯৭ রানের।

Also Read: IPL’কে ছাপিয়ে গেল T20 বিশ্বকাপ, শিরোপা জিতলেই রোহিত-কোহলিরা পেয়ে যাবেন কোটি-কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *