t20-wc-fans-upset-as-surya-fails-again

T20 World Cup: বার্বাডোজের বাইশ গজে আজ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল খেলতে নেমেছে ভারত। টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে কেবল একবারই ট্রফি জিতেছে তারা। ২০০৭-এর সাফল্যের পর দ্বিতীয়বার তারা ফাইনাল খেলেছিলো ২০১৪ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিলো সেদিন। তার ঠিক এক দশক পর আজ ট্রফি ও টিম ইন্ডিয়ার (Team India) সামনে বাধা হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ক্রিকেটীয় ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে প্রোটিয়ারা। ওডিআই ও টি-২০ মিলিয়ে সাতটি বিশ্বকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে একটানা হেরেছে তারা। এবার অধিনায়ক মার্করামের হাত ধরে সেই ফাঁড়া কাটাতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নতুন ইতিহাস লিখতে মুখিয়ে রয়েছে তারাও।

Read More: “মুখে বড় বড় কথা…” মেগা ফাইনালে খাতা খুলতেই ব্যার্থ ঋষভ পন্থ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

কেনসিংটন ওভালের পরিসংখ্যান মাথায় রেখে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার সৌজন্যে শুরুটাও হয়েছিলো ভালো। প্রথম ওভারে তিনটি চার মারেন কোহলি, কেশব মহারাজকে জোড়া বাউন্ডারি হাঁকান রোহিতও। কিন্তু এরপরেই ছন্দপতন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফেরেন অধিনায়ক্। এর ঠিক দুই বল পরেই উইকেট হারান ঋষভ পন্থ’ও। যথাক্রমে ৯ ও ০ করেন তাঁরা। মনে করা হয়েছিলো আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির সাথে জুটি বেঁধে ভারতকে নিরাপদ স্কোরে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সদ্যই টি-২০ বিশ্বর‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান খুইয়েছেন তিনি। আজ ভালো খেললে ছিলো ট্র্যাভিস হেড’কে সরিয়ে সিংহাসন পুনরুদ্ধারের সুযোগও। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ফের ব্যর্থ হলেন তিনি।

৪ বলে মাত্র ৩ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন সূর্যকুমার। কাগিসো রাবাডার বলে তাঁর ক্যাচ তালুবন্দী করেন হেনরিখ ক্লাসেন। দলের অন্যতম সেরা ব্যাটিং ভরসা বড় রান করায় ব্যর্থ হওয়ায় নেটমাধ্যমে বিক্ষোভের ঝড়। সূর্যের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে বড় ম্যাচে হতাশ করার। আজকের পর সেই আঙুল উঠতে শুরু করেছে আবার। ‘মিস্টার ৩৬০ ডিগ্রী আসল সময়েই মিস্টার শূন্য ডিগ্রী হয়ে যায়’, সখেদে জানিয়েছেন একজন। ‘এমন সুপারস্টার প্রয়োজন নেই যাঁকে প্রয়োজনে পাওয়াই যায় না’ মন্তব্য আরেকজনের। ‘আমাদের দুর্ভাগ্য যে সূর্যকুমারের মত একজন আমাদের দেশে তারকা’ মন্তব্য আরও একজনের। ‘ক্রিকেটটা সাংবাদিক সম্মেলনে নয়, মাঠে খেলতে হয়’ আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন এক নেটিজেন। ‘কাগুজে বাঘ, আসল চোকার ও ও’ই’ সূর্যকে বিঁধে লিখেছেন এক ভারতীয় সমর্থক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: T20 World Cup: “এদের জীবনে শিক্ষা হবে না…” শুরুতেই সাজঘরে রোহিত, ভারতীয় অধিনায়ককে তুলোধোনা নেটমাধ্যমের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *