t20-wc-fans-fume-as-rohit-fails-vs-ban

আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর আজ ভারত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে। আজ জিতলে মিলবে সেমিফাইনালের ছাড়পত্র, তাই পড়শি দেশের বিরুদ্ধে কোনোরকম ভুলচুক করতে চায় না টিম ইন্ডিয়া (Team India)। স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসভাগ্য আজ সুপ্রসন্ন হয় নি। প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। চলতি টুর্নামেন্টে এর আগে একটি ম্যাচেও কার্যকরী হয় নি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির ওপেনিং জুটি। আজ নর্থ সাউন্ডের মাঠে অবশেষে ঝলমলে দেখিয়েছিলো তাঁদের। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই তারকাই। আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন সমর্থকেরা। কিন্তু আচমকাই দেখা গেলো ছন্দপতন। ফিরলেন ভারত অধিনায়ক।

Read More: “ওদের মধ্যে…”, মহম্মদ শামির সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জার বাবা, করলেন কনফার্ম !!

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম খেলায় অর্ধশতক করেছিলেন রোহিত। তারপর থেকেই আর রানের দেখা নেই তাঁর ব্যাটে। ব্যর্থতার ধারাবাহিক ছবিতে বদল এলো না আজও। বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা জমজমাট করেছিলেন। ইনিংসের চতুর্থ ওভারে শাকিব আল হাসান’কে (Shakib Al Hasan) একবার আছড়ে ফেলেন মাঠের বাইরে, আরেকবার পাঠান বাউন্ডারিতে। কিন্তু শেষ হাসি হাসলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডারই। ওভারের চতুর্থ বলে তিনি সাজঘরে ফেরৎ পাঠান হিটম্যানকে। ফুল লেন্থে পিচ করা ডেলিভারি’কে বাউন্ডারির বাইরে পাঠানোর প্রয়াস করেছিলেন রোহিত (Rohit Sharma)। কিন্তু ব্যাটে-বলে সঠিক সংযোগ না হওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন জাকের আলির হাতে। আজ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৩ করে ফিরলেন রোহিত।

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রোহিতের (Rohit Sharma) পরিসংখ্যান এমনিতেই আহামরি নয়, তার উপর চলতি হতাশাজনক ফর্ম দেখে ধৈর্য্যের বাঁধ ভেঙেছে সমর্থকদের। ক্ষিপ্ত এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘রোহিতের বোঝা উচিৎ যে সব বলেই চার-ছক্কা মারা যায় না।’ রুষ্ট আরও এক নেটনাগরিক। তিনি ভারত অধিনায়ককে দুষে লিখেছেন, ‘এই স্বার্থহীন ট্যাগটা ঝেড়ে ফেলে রোহিতের উচিৎ নিজের উইকেটের মূল্য দেওয়া।’ ‘এভাবে চলতে পারে না। একজন অধিনায়কের কাজ সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেখানে আমাদের নেতা রোজ ভুলভাল শট খেলে আউট হচ্ছেন। টি-২০ ক্রিকেটে আর ওকে মানায় না’ মন্তব্য করতে দেখা গিয়েছে আরও একজন’কে। ‘সেমিফাইনালে রোহিতই ডোবাবে আমাদের’ লিখেছেন ক্ষুব্ধ আরও এক সমর্থক। শাকিবের সমালোচনা করেছিলেন ভারতীয় প্রাক্তনী শেহবাগ। আজ তিনি উইকেট নেওয়ায় নেটদুনিয়ায় ট্রলের মুখে বীরুও।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “বেন স্টোকস থাকলে …”, সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে ইংল্যান্ড, তারকা অলরাউন্ডারকে মিস করছে সমাজ মাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *