star-pacers-out-of-ind-vs-sl-series

ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজে যবনিকা পড়েছে গত মঙ্গলবার। তিন ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম দুটি খেলায় জিততে বিশেষ ঘাম ঝরাতে হয় নি তাদের। তবে তৃতীয় ম্যাচটি হয়েছে হাড্ডাহাড্ডি। একটা সময় শ্রীলঙ্কা অনেকখানি এগিয়ে থাকলেও পরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সুপার ওভারে বাজিমাত করে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। কুড়ি-বিশের খেলায় প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে এবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মাঠে নামছে ভারত। বিপক্ষে সেই শ্রীলঙ্কাই। তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে ২, ৪ ও ৭ অগস্ট। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণাধীন ভারতকে যখন বেশ ফুরফুরে, আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তখনই শ্রীলঙ্কা শিবিরে চোট-আঘাতের কালো ছায়া।

Read More: IND vs SL Playing XI, 1st ODI: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাদাগিরি’র মুডে গৌতম গম্ভীর, ম্যাচের একদিন আগেই প্রকাশ্যে প্রথম একাদশ !!

মহাতারকারা ফিরছেন ভারতীয় দলে-

Rohit Sharma and Virat Kohli | IND vs SL | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

 

টি-২০তে দাপুটে জয়ের পর একদিনের সিরিজের জন্য প্রস্তুত ভারতীয় শিবির। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদবদের দেখা যাবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। তবে তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার শক্তি নিঃসন্দেহে বাড়ছে ওডিআই সিরিজের আগে। দলের সাথে যোগ দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দুই মহারথীই টি-২০ বিশ্বকাপের পর সরে দাঁড়িয়েছেন কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতেও তাঁদের বিশ্রাম দেওয়ার পক্ষাপাতী ছিলো বিসিসিআই। কিন্তু নয়া কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিশেষ অনুরোধে আগামী শুক্রবার থেকে মাঠে ফিরছেন দু’জনে। গত ২৯ তারিখ তাঁরা পা রেখেছেন শ্রীলঙ্কাতে। যোগ দিয়েছেন অনুশীলনেও। ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই তাঁদের।

রো-কো জুটির পাশাপাশি ভারতীয় একদিনের দলে দেখা যাবে কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মত তারকাকেও। চোটের কারণে ইংল্যান্ড সিরিজের মাঝপথে সরে দাঁড়াতে হয়েছিলো রাহুলকে। অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন আইয়ার। তারপর শৃঙ্খলাভঙ্গজনিত কারণেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে নতুন করে আন্তর্জাতিক আঙিনায় পথ চলা শুরু করতে চাইবেন দুজনে। নজর থাকবে নতুন সহ-অধিনায়ক শুভমান গিলের  (Shubman Gill) দিলেও। ভারতীয় বোলিং বিভাগে দেখা যেতে পারে দুই স্পিনার-অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও পেসার-আর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ’কে। হার্দিকের শূন্যতা ঢাকতে অতিরিক্ত পেসার হয়ত খেলাতে হবে গম্ভীরকে।

চাপে শ্রীলঙ্কা, তড়িঘড়ি বাছতে হলো বিকল্প-

Matheesha Pathirana | IND vs SL | Image: Getty Images
Matheesha Pathirana | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে ভরাডুবি, ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে (IND vs SL) হোয়াইটওয়াশ হওয়ার পর ওডিআই সিরিজকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে শ্রীলঙ্কা। কিন্তু মাঠে নামার আগেই জোর ধাক্কা খেতে হয়েছে তাদের। এমনিতেই দুষ্মন্ত চামিরা (Dushmanta Chameera) ও নুয়ান তুষারা (Nuwan Thushara) চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। টি-২০ সিরিজ খেলতে পারেন নি দুজনে। তারপর আরও দুই পেস অস্ত্র মাথিশা পথিরানা (Matheesha Pathirana) ও দিলশান মাদুশাঙ্কা’ও (Dilshan Madushanka) চোটের কারণে ছিটকে গেলেন ওডিআই সিরিজ (IND vs SL) থেকে। আজই এক বিজ্ঞপ্তিতে দুঃসংবাদ সামনে এনেছে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ামক সংস্থা।

সদ্যসমাপ্ত ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে টি-২০ সিরিজে লঙ্কানদের সফলতম বোলার ছিলেন পথিরানা, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মাদুশাঙ্কা। তাঁদের না থাকা নিঃসন্দেহে ভোগাবে আশালঙ্কার (Charith Asalanka) দলকে। তড়িঘড়ি দুই পেসারের বদলির নামও ঘোষণা করতে হয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট নিয়ামক সংস্থাকে। তাঁরা বেছে নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Shiraz) ও এহসান মালিঙ্গা’কে (Ehsan Malinga)। ভারতের মহম্মদ সিরাজ শ্রীলঙ্কার মাঠে বল হাতে গত বছর ঝড় তুলেছিলেন। তাঁর সমনামী ভারতের বিরুদ্ধে বল হাতে কেমন পারফর্ম্যান্স করেন সেদিকে নজর থাকবে। ফোকাসে থাকবেন লঙ্কাবাহিনীর নতুন ‘মালিঙ্গা’ও।

Also Read: IND vs SL, 1st ODI, Preview: টি-২০’র পর ODI’তেও দাপট দেখাতে মুখিয়ে ভারত, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ শ্রীলঙ্কার সামনে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *