srk-wants-gambhir-in-kkr-for-10-years

টি-২০ বিশ্বকাপ মিটলে কে বসবেন রাহুল দ্রাবিড়ের শূন্য আসনে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিলো বিদেশী কোচেদের নাম। কিন্তু রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারের মত হেভিওয়েটরা নাকি প্রস্তাব পাওয়ার পরেও প্রত্যাখ্যান করেছেন। ফলে ফের একবার ভারতীয় কোচেদের দিকেই নাকি ঝুঁকেছে বিসিসিআই। হরভজন সিং (Harbhajan Singh) আগ্রহ প্রকাশ করেছিলেন কোচের পদে বসার জন্য। কিন্তু এই মুহূর্তে যা খবর তা অনুযায়ী বলা যায় যে জয় শাহ, রজার বিনিদের পছন্দের তালিকায় এক নম্বরে গৌতম গম্ভীরই (Gautam Gambhir) । আগামীতে আন্তর্জাতিক স্তরে সাফল্যের ভগীরথ হিসেবে তাঁকেই দেখছে বিসসিআই।

মেন্টর হিসেবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে পথচলা শুরু গম্ভীরের (Gautam Gambhir)। দুই বছর সেখানে কাটিয়েছেন তিনি। দুইবারই দলকে নিয়ে গিয়েছেন প্লে-অফে। এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েও সফল তিনি। ফাইনালে খেলবে নাইটরা। গম্ভীরের সহজাত আগ্রাসন ও মগজাস্ত্রের ধার পছন্দ বিসিসিআই-এর। তিনি যদি কোচ হতে আবেদন করেন তাহলে সম্ভবত তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে। সমর্থকদের একটা বড় অংশও চাইছে তাঁকে। ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা অবধি রয়েছে আবেদনের সময়সীমা। গম্ভীর নিজে আগ্রহী কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলে নি এখনও। বিশেষজ্ঞদের ধারণা গম্ভীর (Gautam Gambhir) চাইলেও এই মুহূর্তে ভারতের কোচ হতে পারবেন না তাঁরা আইপিএল চুক্তির কারণে।

Read More: ডিভোর্স হচ্ছেই হার্দিকের, আইনি টানাপোড়েনের আশঙ্কায় ক্রিকেটতারকা !!

শাহরুখের আবেদন গম্ভীরকে-

Gautam Gambhir and Shah Rukh Khan | Image: Twitter
Gautam Gambhir and Shah Rukh Khan | Image: Twitter

২০১১ সালের আইপিএল (IPL) নিলাম থেকে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর সাত বছর ‘সিটি অফ জয়’ই হয়ে উঠেছিলো গম্ভীরের দ্বিতীয় বাড়ি। দলমালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) সাথে সম্পর্ক পেশাদারিত্বের ঘেরাটোপ পেরিয়ে পৌঁছেছে ব্যক্তিগত স্তরে। অধিনায়ক গম্ভীর দীর্ঘদিনের খরা কাটিয়ে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) উপহার দিয়েছিলেন আইপিএল ট্রফি। ২০১২ ও ২০১৪ সালে তাঁরই হাত ধরে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো নাইটরা (KKR)। ২০১৭ সালে গম্ভীর নাইট রাইডার্স ছেড়েছিলেন। এরপর আর সাফল্য আসে নি। এবার তাই মরিয়া নাইট মালিক শাহরুখ খান মেন্টর হিসেবে তাঁকে জুড়ে দিয়েছেন কলকাতা দলের সাথে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে পুরনো দলে ফিরেছেন গম্ভীর।

প্রত্যাবর্তনে ম্যাজিক দেখাতে দেরী করেন নি নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন অধিনায়ক। যে দল গত দুই আইপিএলে আটকে ছিলো সপ্তম স্থানে, তাদের নিয়ে গিয়েছেন ফাইনালে। আগামী রবিবার যদি ট্রফি জেতে দল, তাহলে নিঃসন্দেহে কেকেআর ও গম্ভীরের (Gautam Gambhir) মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। সম্প্রতি ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে গম্ভীরের নাম চর্চায় এসেছে। সেই সম্পর্কে বিসিসিআই-এর এক কর্তা একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন “গম্ভীরের নাম চূড়ান্ত হলে উনিই শাহরুখ খানের সাথে কথা বলবেন কেকেআর থেকে অব্যাহতি পাওয়ার ব্যপারে।” তবে বলিউড বাদশাহ যে এই মুহূর্তে ‘মেন্টর’ গম্ভীরকে ছাড়তে রাজী নন তা স্পষ্ট করেছে দৈনিক জাগরণ। অন্তত ১০ বছরের জন্য শাহরুখ (Shah Rukh Khan) ডাগ-আউটে চান প্রাক্তন অধিনায়ককে, শোনা যাচ্ছে এমনটাই।

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, তারুণ্যে আস্থা রেখেই ট্রফির সন্ধানে বাবর বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *