srk-urge-gambhir-to-stay-as-kkr-mentor

দীর্ঘ এক দশক পর আইপিএল (IPL) ট্রফির স্বাদ পেলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গোটা মরসুমে অসামান্য পারফর্ম্যান্স করে তারা জায়গা করে নিয়েছিলো ফাইনালে। গতকাল চিপক স্টেডিয়ামে সেই ধারাবাহিকতা বজায় রেখেই সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো বেগুনি-সোনালী বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো সানরাইজার্স। নাইট রাইডার্সের পেসারদের দাপটে শুরুতেই ব্যাকফুটে চলে যায় তারা। লাগাতার উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে না পেরে মাত্র ১৮.৩ ওভারে ১১৩ রান করেই থামতে হয় তাদের। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় কলকাতা (KKR)। ৫৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বপ্নকে।

আইপিএলের প্রথম তিন মরসুমে লাগাতার ব্যর্থতাই সঙ্গী হয়েছিলো কলকাতা ফ্র্যাঞ্চাইজির। ২০১১ মরসুমের নিলামে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দলে সামিল করে তারা। তাঁর হাত ধরেই বদলে যায় দল। ২০১২ সালে আসে প্রথম খেতাব। দ্বিতীয় ট্রফি আসে ২০১৪ সালে। এরপর অপেক্ষা দশ বছরের। তৃতীয় খেতাব জয়ের পিছনেও রইলো সেই গম্ভীরেরই হাত। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর ‘মেন্টর’ হিসেবে নিজের জার্নিটা লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) থেকে শুরু করেছিলেন গৌতম গম্ভীর। দুই বছর টানা তাদের প্লে-অফে নিয়ে যাওয়ার পর দল ছাড়েন তিনি। মূলত দলমালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) আগ্রহেই ফেরেন কলকাতা নাইট রাইডার্সে। আর ‘মেন্টর’ গৌতির প্রত্যাবর্তনেই ম্যাজিক দেখালো দল। ‘লাকি চার্ম’কে তাই হাতছাড়া করতে রাজী নন শাহরুখ। চাইছেন দীর্ঘমেয়াদী চুক্তি।

Read More: “এবার বিশ্বকাপটাও জিতবো…” IPL জয়ের মঞ্চ থেকেই সদর্পে ঘোষণা করলেন রিঙ্কু সিং !!

গম্ভীরকে ধরে রাখতে মরিয়া শাহরুখ-

Gautam Gambhir amd Shah Rukh Khan | KKR | Image: Twitter
Gautam Gambhir and Shah Rukh Khan | Image: Twitter

মেন্টর হিসেবে প্রথম মরসুমেই কলকাতা নাইট রাইডার্সকে  (KKR) ট্রফি জিতিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু নাইটদের ডাগ-আউটে তাঁর স্থায়িত্ব কত দিন হবে ফাইনালের পরেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। টিম ইন্ডিয়ার কোচের কুরসী খালি হচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই। সরে যাচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। নতুন কোচ চেয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। শোনা যাচ্ছে যে বোর্ডের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছেন গম্ভীর। যেভাবে নাইটদের ব্যর্থতা থেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি তা মনে ধরেছে জয় শাহ, রজার বিনিদের। গতকাল চিপকে ফাইনাল শেষে জয় শাহ (Jay Shah) ও গম্ভীরকে দীর্ঘ সময় কথাও বলতে শোনা গিয়েছে। এরপরেই গম্ভীরের জাতীয় দলের কোচ হওয়ার জল্পনা বেড়েছে বহুগুণ।

জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আইপিএল (IPL) থেকে সরে দাঁড়াবেন গম্ভীর নাকি নাইট রাইডার্সের ডাগ-আউটেই থাকছেন তিনি? উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যে। তবে প্রিয় ‘জিজি’কে বেগুনি-সোনালী জার্সিতে ধরে রাখতে প্রচেষ্টায় কোনো ফাঁক যে নাইট ফ্র্যাঞ্চাইজি রাখবে না তা স্পষ্ট করে দিয়েছেন দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। দিনকয়েক আগে একটি অনুষ্ঠানে জনৈক নাইট ভক্ত দল ছেড়ে না যেতে আবেদন করেছিলেন গম্ভীরকে। তিনিও যে তাই চাই তা বুঝিয়েছেন শাহরুখ। গম্ভীরের জন্য রেখেছেন অভিনব প্রস্তাব। সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানাচ্ছে অন্তত দশ বছর অর্থাৎ ২০৩৪ অবধি গম্ভীরকে চুক্তিবদ্ধ করতে ‘ব্ল্যাঙ্ক চেক’ এগিয়ে দিয়েছেন শাহরুখ। গম্ভীরকেই অনুরোধ করেছেন পছন্দমত টাকার অঙ্ক বসিয়ে নিতে। নাইট রাইডার্স নাকি টিম ইন্ডিয়া-গম্ভীরকে নিয়ে জমে উঠেছে দড়ি টানাটানি।

Also Read: IPL 2024 Final: “আমাদের কিছু করারই ছিলো না…” ম্যাচে হেরে KKR-এর শ্রেষ্ঠত্ব মেনে নিলেন প্যাট কামিন্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *