"আমি সারা রাত ঘুমাইনি...", টিম ইন্ডিয়ার প্যারেড দেখে আপ্লুত শাহরুখ খান, সমাজ মাধ্যমে করলেন এই পোস্ট !! 1

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলো আইসিসির বিশ্বকাপ ট্রফি। রোহিত গুরুনাথ শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ২০০৭ সালের পর ভারতীয় দল (Team India) তাদের দ্বিতীয় খেতাব জয় করলো। টুর্নামেন্ট জুড়ে দলকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছেন রোহিত এবং পরস্পর দুই ফাইনাল হারার পর ক্যাপ্টেন হিটম্যানের হাতে উঠলো বিশ্বকাপ শিরোপা। ভারতীয় দলের বিশ্বকাপ জয়ে খুশি হয়েছে সমগ্র ভারতবাসীরা। গতকাল মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ওয়ানখেড়ে পর্যন্ত যাত্রায় দেখা গেল এক অপূর্ব দৃশ্য। কাতারে কাতারে লোক উপস্থিত ছিলো ভারতীয় দলের এই প্যারাডে।

প্যারেডে মেতে উঠলেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা

Rohit Sharma and Virat Kohli, team india
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

খোলা বাসের মাথায় ভারতীয় দল (Team India) কে উচ্ছ্বাস করতে দেখা যায়, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও শীর্ষ ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ভক্তদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। প্রসঙ্গত, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোজে আটকা পড়েন ভারতীয় খেলোয়াড়রা। ঝড় থামতেই বিসিসিআইয়ের (BCCI) তৎপরতায় ভারতীয় দল (Team India) অবশেষে গতকাল ভারতে ফেরে, প্রথমেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেই মুম্বইয়ের উদ্যেশ্যে রওনা দেন। ২০০৭ সালের মতন আবার একবার প্যারেড করার পরিকল্পনা গ্রহণ করেন বিসিসিআই। আর গতকাল খোলা বসে রোহিত-বিরাটরা মেরিন ড্রাইভে ভক্তপ্রেম দেখে উৎফুল্ল হয়ে পড়েন। সবশেষে ওয়ানখেড়েতে ‘চক দে ইন্ডিয়া’ গানে রোহিত-কোহলির নাচ ভাইরাল হয়ে যায়।

Read More: আবারও শুরু হচ্ছে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ, অস্ট্রেলিয়া ক্রিকেট করছে আয়োজন !!

দলের পারফরমেন্সে খুশি কিং খান

Shah Rukh Khan, team india
Shah Rukh Khan | Image: Twitter

এমনকি, বলিউড তারকা শাহরুখ খান ভারতীয় দলের এই উদযাপন দেখে বেশ খুশি হয়েছেন। তিনি সমাজ মাধ্যমে টুইট করে লিখেছেন, “ছেলেদের মধ্যে এত খুশি ও আবেগপ্রবণ হতে দেখে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছে। একজন ভারতীয় হিসেবে একটি দারুণ মুহূর্ত, আমাদের ছেলেরা আমাদেরকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে! সবাইকেই ভালোবাসি। আমি চাই সারারাত এভাবেই নাচ চলুক। কেড়ে নিক ক্লান্তি ও একঘেয়েমি পনা।

শুধু ভারতীয় প্লেয়ারদের নয় বরং সাপোর্টিং স্টাফদের নিয়েও মন্তব্য করেছেন কিং খান। তিনি বিসিসিআই ও বিসিসিআই সচিব জয় শাহকে মেনশন করে লিখেছেন, “পর্দায় আড়ালে যারা অবরাম পরিশ্রম করে এসেছেন, যাতে আমাদের ছেলেরা লড়াই করতে পারে তাদেরকেও আমি শুভেচ্ছা।

Read Also: Team India: প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ টিম ইন্ডিয়ার, বিশেষ জার্সি গায়ে হাজির হলেন রোহিত-বিরাট’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *