srh-vs-rr-qualifier-2-dream-11-prediction

IPL 2024: আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সম্মুখসমরে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস (SRH vs RR)। গোটা মরসুম চমৎকার পারফর্ম্যান্স করলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন সানরাইজার্স শিবির। আজ চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। লীগ পর্বে দুই দলের লড়াইতে হায়দ্রাবাদ (SRH) ফ্র্যাঞ্চাইজি জিতেছিলো মাত্র ১ রানের ব্যবধানে। রুদ্ধশ্বাস সেই জয় আত্মবিশ্বাস যোগাবে কামিন্সদের। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখার পর ছন্দে থাকা আরসিবি’র বিরুদ্ধে ছন্দে ফিরেছে রয়্যালসরা (RR)। জিতেছে এলিমিনেটর। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া থাকবে তারাও।

গত ম্যাচে রান পান নি ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। সানরাইজার্সের দুই ওপেনারই আজ চাইবেন ছন্দে ফিরতে। গত দুই ম্যাচে শূন্য করেছেন হেড। সেই অন্ধকার থেকে বেরোতে মরিয়া থাকবেন তিনি। তিন নম্বরে থাকছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। গত দুই ম্যাচে ভালো খেলেছেন তিনি। চাইবেন ধারাবাহিকতা বজায় রাখতে। চারে নীতিশ রেড্ডির থেকে কার্যকরী ইনিংসের আশায় ‘অরেঞ্জ আর্মি।’ পাঁচ নম্বরে থাকছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। প্রোটিয়া তারকাকে চেনা বিধ্বংসী ছন্দে দেখা গেলে সমস্যা বাড়বে প্রতিপক্ষে। ছয়ে থাকতে পারেন অলরাউন্ডার শাহরবাজ আহমেদ। সাতে খেলতে পারেন আব্দুল সামাদ। আটে সানভীর সিং। অধিনায়ক প্যাট কামিন্সের সাথে বোলিং বিভাগে থাকছেন টি.নটরাজন, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াসকান্ত।

রাজস্থান রয়্যালস আজ পাচ্ছে না জস বাটলারকে। যশস্বী জয়সওয়াল ও টম কোহলার ক্যাডমোরের উপর তাই রয়েছে ওপেনিং-এর দায়িত্ব। এই মরসুমে যশস্বীর (Yashasvi Jaiswal) ফর্মের গ্রাফে দেখা গিয়েছে প্রচুর ওঠানামা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠুন তিনি, আশায় ভক্তরা। তিনে থাকতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রানের প্রত্যাশা তাঁর থেকেও। চারে রিয়ান পরাগ। রয়্যালসদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনিই। এরপর খেলতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। নামানো হতে পারে শিমরণ হেটমায়ারকেও। লোয়ার অর্ডারে ইনিংসের ভার সামলাতে দেখা যেতে পারে রোভম্যান পাওয়েলকে। চেন্নাইয়ের পিচকে মাথায় রেখে অশ্বিন-চাহালের জুটিকে একাদশে রাখা হতে পারে। পেস বিভাগে থাকতে পারেন ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও আবেশ খান।

Read More: সুস্থ হয়ে উঠেছেন শাহরুখ খান, নাইটদের সমর্থন করতে হাজির হবেন ফাইনালে !!

IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৭৩ (দ্বিতীয় কোয়ালিফায়ার)

তারিখ- ২৪/০৫/ ২০২৪

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

MA Chidambaram Stadium, Chennai | SRH vs RR | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস (SRH vs RR)। বাইশ গজ খানিক চটচটে হওয়ায় বল পড়ার পর মন্থর হয়ে পড়ে। ফলে বড় শট লাগাতার খেলে যাওয়া কঠিন হয়ে পড়ে ব্যাটারদের জন্য। গতির তারতম্য করে সাফল্য মিলতে পারে এখানে। সফল হতে পারেন স্পিনাররা। ব্যাট-বলের দারুণ লড়াই দেখা যেতে পারে চিপকে। পরিসংখ্যান বলছে এখানে এখনও অবধি খেলা হয়েছে ৮৩টি আইপিএল ম্যাচ। তার মধ্যে ৩৩টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। আর ৫০টি ম্যাচে সাফল্য মিলেছে রান তাড়া করে। যেহেতু সন্ধ্যের খেলা, সেহেতু শিশিরের কথা ভেবে প্রথমে বোলিং করতে পারেন টসজয়ী অধিনায়ক।

চেন্নাই শহরে আবহাওয়া নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। আশ্বস্ত থাকতে পারেন তারা। আজ দক্ষিণ ভারতীয় শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কেবল ১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। চেন্নাইয়ের বাতাসে শুক্রবার আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬০ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

SRH vs RR | Image: Twitter
SRH vs RR | Image: Twitter

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ✈, রাহুল ত্রিপাঠী, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন ✈ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, সানভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈, ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, বিজয়কান্ত বিয়াসকান্ত।

বিকল্প- মার্কো ইয়ানসেন ✈, উমরান মালিক, গ্লেন ফিলিপস ✈, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল, টম কোহলার ক্যাডমোর ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

বিকল্প- ডোনাভন ফেরেইরা ✈, তনুষ কোটিয়ান, শিমরণ হেটমায়ার ✈, নভদীপ সাইনি, শুভম দুবে।

*✈-বিদেশী ক্রিকেটার।

SRH vs RR, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- রিয়ান পরাগ, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী

অলরাউন্ডার- নীতিশ কুমার রেড্ডি

উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন, সঞ্জু স্যামসন

বোলার- রবিচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, ট্রেন্ট বোল্ট

অধিনায়ক- ট্র্যাভিস হেড

সহ-অধিনায়ক- রিয়ান পরাগ

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: “জীবনযাত্রার সঙ্গে খাপ…” ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন পন্টিং, জানিয়ে দিলেন তার মতামত !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *