ক্যারিয়ার শেষ শুভমান গিলের, BCCI’এর কেন্দ্রীয় চুক্তি থেকে পড়লেন বাদ !! 1

Shubman Gill: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এ (T20 World Cup 2024) বেশ দারুন ছন্দে রয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবার একবার ভারতীয় দল অপরাজিত অভিযান শুরু করেছে। তবে ভারতীয় দলের বিশ্বকাপ জিততে গেলে পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো প্রদর্শন বজায় রাখতে হবে।

তবে সম্প্রতি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের বেশ চিন্তায় ফেলেছে। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) বড় ধাক্কার সম্মুখীন হতে পারেন। জানা গিয়েছে ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতন কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে যেতে পারেন।

ভারতীয় দল থেকে ছাঁটাই হচ্ছেন গিল

Shubman Gill, t20 world cup 2024
Shubman Gill | Image: Getty Images

তরুণ ব্যাটসম্যান শুভমান গিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের অতিরিক্ত চার রিজার্ভ প্লেয়ার হিসাবে তাকে ১৯ জনের তালিকাভুক্ত করা হয়েছিল। তবে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচের পরেই ভারতে ফিরে আসতে হচ্ছে গিলকে। জানা গিয়েছে, ভারত আসন্ন ম্যাচ গুলি ওয়েস্ট ইন্ডিজের বুকে খেলতে চলেছে, যেখানে শুভমান গিলের কোন প্রয়োজন হবে না বলেই মনে করেছে বিসিসিআই। তাই গ্রুপ ম্যাচ শেষ করে ভারতে ফিরতে হতে পারে গিলকে।

Read More: “কবুল হ্যা …”, সানিয়া মির্জার সাথে নতুন করে ঘর বাঁধতে চলেছেন মহম্মদ শামি, আগামী ২০ আগস্ট দুজনেই বাঁধবেন গাঁটছড়া !!

আবার বেশ কিছু সূত্রের খবর থেকে জানা গিয়েছে শুভমান গিলকে তার খারাপ আচরণের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি এটাও জানা গিয়েছে যে গিলকে নাকি বার্ষিক চুক্তির থেকে মুক্ত করা হবে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন, তবে শুভমানকে নিয়ে এই সকল খবর প্রকাশ্যে আসতে না আসতে ইনস্টাগ্রামে ক্যাপ্টেন রোহিত শর্মাকে আনফলো করলেন তিনি।

ক্যাপ্টেনকে আনফলো করলেন গিল

Rohit And Shubman gill
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জায়গা পাননি গিল, এরপর রিজার্ভ প্লেয়ার হিসাবে দলে ঠাঁই দিলেও তাকে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শুভমান কিছু ভুল কাজ করে ফেলেছেন যার মাশুল গুনতে হচ্ছে তাকেই। জানা গিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে গিলকে ভারতে পাঠানো হচ্ছে।

চলতি বছরের মার্চ মাসে প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়েছিল। শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ারকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। নিয়ম ভঙ্গের অপরাধে শুভমানকেও একই সাজা দিতে পারে বিসিসিআইয় কর্মকর্তারা। বর্তমানে কেন্দ্রীয় চুক্তির এ গ্রেডে রয়েছেন শুভমান (Shubman Gill) এবং এই সময়কালে তিনি বার্ষিক ৫ কোটি টাকা পেয়ে থাকেন।

Read Also: Shubman Gill: রোম্যান্সে মত্ত শুভমান গিল, সারা তেন্ডুলকরের হাত ছাড়লেন তরুণ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *