Shubman Gill: ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যথেষ্ট পরিবর্তন দেখা গিয়েছিল, বিশেষ করে গুজরাত ও মুম্বই শিবিরে বড় পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কারণে দুই দলের মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। একদিকে, গুজরাত দল তাদের শেষ দুই সিজিনে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন, তিনি দল ত্যাগ করে মুম্বই দলে যোগদান করেন। আর মুম্বই দলের অধিনায়ক হয়ে দলের পারফরমেন্সের বেশ পরিবর্তন লক্ষ করা গিয়েছে। পুরো সিজিন জুড়ে ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় শেষে শেষ হয় ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের পথ চলা।
গুজরাত ছাড়ছেন শুভমান
হার্দিক গুজরাত ছেড়ে দিলে তাঁর জায়গায় শুভমান গিলকে (Shubman Gill) নতুন অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছিল টিম ম্যানেজমেন্ট। তবে গিলের নেতৃত্বেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি গুজরাট টাইটান্স। ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাত গত সিজিনে ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল ফলে তাদের সিজিনটিও ভালো কাটেনি। এরমধ্যেই আসন্ন আইপিএলের আগে গুজরাত দল বিক্রির দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে গুজরাত ছেড়ে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)।
Read More: IPL 2025: গুজরাত নয় এই আইপিএল দলের কোচ হবেন যুবরাজ সিং, অবশেষে কাটবে ১৭ বছরের ট্রফির খরা !!
২০২২ সালের আইপিএল মেগা নিলামের আগে, গুজরাট টাইটান্স শুভমান গিলকে দলে শামিল করেছিল। প্রথম দুই সিজিনেই অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন গিল। তবে গত সিজিনে তাকে দলের অধিনায়কত্ব দেওয়ার পরে তার ফর্মের বেশ ঘাটতি দেখা গিয়েছিল। গুজরাটের মালিক বদলে যাচ্ছে, আদানি এবং টরেন্ট গ্রুপ টিমের শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে। এই পরিস্থিতিতে দলের পরিবর্তন লক্ষ করা যাবে। কয়েকদিন আগেই প্রধান কোচ আশিষ নেহরা দল ছাড়ার কথা জানিয়েছেন এবং গিলকেও হয়তো আগামী মরশুম থেকে দেখা যাবে না।
Read More: ৬, ৬, ৬, ৬, ৬…মঈন আলি’র ধুন্ধুমার শতরান, মাত্র ১৬ বলে স্কোরবোর্ডে তুললেন ৮২ !!
নতুন দলে যোগ দেবেন শুভমান
শুভমান গিলকে নিজের রাজ্যের দল পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যেতে পারে। তার দলের মালকিনের সঙ্গে একটি ফটোশুট এই গুজবকে বাস্তবতায় পরিবর্তন করেছে। আসলে, শুভমান গিল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার সাথে একটি ফটোশুট করেছেন, এর পর থেকে এটা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে যে গিলকে আসন্ন সিজিনে হয়তো পাঞ্জাবের জার্সিতে দেখা যাবে। শুভমন গিলের সঙ্গে প্রীতির ফটোশুটের ভিডিওটি ছিল খেলাধুলা এবং ফিটনেস সংক্রান্ত একটি প্রকল্পের কাজ। তবে জল্পনা কতটা সত্য হয় তা সময় আসলেই জানা যাবে। প্রসঙ্গত, শুভমান তার প্রথম ৫৮ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪১৭ রান বানিয়েছেন এবং গুজরাটের হয়ে ৪৫টি ম্যাচ খেলে ১৭৭৯ রান বানিয়েছেন।
Shubman Gill with Preity Zinta. ⭐ pic.twitter.com/CLzhU1zrrS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 24, 2024