shreyas-wont-play-in-ind-vs-sl-series

IND vs SL: টি-২০’র পর শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ওডিআই সিরিজের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। কুড়ি-বিশের খেলায় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া (Team India)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেই সেই দাপট ধরে রাখার লক্ষ্য নিয়েই আগামীকাল থেকে মাঠে নামছে দল। কুড়ি ওভারের ফর্ম্যাটে সসম্মানে উত্তীর্ণ হয়ে গিয়েছেন নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সীমিত ওভারের আরেক ফর্ম্যাটে কতটা কার্যকর হয় তাঁর মগজাস্ত্র সেদিকেই এখন তাকিয়ে সকলে। প্রায় পূর্ণশক্তির স্কোয়াডই শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে পাচ্ছেন গম্ভীর। সূত্রের খবর ইতিমধ্যেই শুক্রবারের জন্য একাদশও প্রায় প্রস্তুত করে ফেলেছেন তিনি। ‘গুরু’ গম্ভীরকে কেবল চিন্তায় রেখেছে একটি বিষয়। শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer) কি উপায়ে একাদশে অন্তর্ভুক্ত করা যায় সেই ফর্মূলা এখনও খুঁজে বের করতে পারেন নি তিনি।

Read More: চোটের থাবা ভারত-শ্রীলঙ্কা সিরিজে, ম্যাচের এক দিন আগে ছিটকে গেলেন জোড়া পেস অস্ত্র !!

প্রত্যাবর্তনের অপেক্ষায় শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | IND vs SL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

বছরের গোড়ার দিকে বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইংল্যান্ড সিরিজের মাঝপথে টিম ইন্ডিয়া (Team India) থেকে বাদ পড়েছিলেন তিনি অফ ফর্মের কারণে। ছন্দে ফিরতে শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেটে ফেরার নির্দেশ দিয়েছিলো বিসিসিআই। কিন্তু রাজী হন নি মুম্বইয়ের ক্রিকেটার। তিনি চোটের কথা জানান বোর্ডকে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা পরীক্ষা করেন তাঁকে। কোনো চোটের অস্তিত্ব খুঁজে পান নি তাঁরা। এর পরেই রুষ্ট হন বোর্ডের কর্মকর্তারা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে তিনি মাঠে না নামায় আরও ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। পরে নিজের অবস্থান থেকে সরে এসে সেমিফাইনাল ও ফাইনাল খেললেও শাস্তি এড়াতে পারেন নি তিনি।

শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক হিসেবে আইপিএল জেতার পরেও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে জায়গা হয় নি তাঁর। প্রায় ছয় মাস জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের (IND vs SL) দলে জায়গা পেয়েছিলেন তিনি। নতুন কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে শ্রেয়সের। নাইট রাইডার্সের মেন্টর ছিলেন তিনি। গম্ভীরের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শ্রেয়স (Shryeas Iyer), এমনটাই আশা করেছিলো ক্রিকেটমহল। কিন্তু সূত্রের খবর স্কোয়াডে ফিরলেও প্রথম একাদশে ফেরা সহজ হবে না তাঁর জন্য। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে শ্রেয়সকে বাদও দিতে পারে কোচ গম্ভীর।

রিজার্ভ বেঞ্চেই সময় কাটবে শ্রেয়সের-

Shreyas Iyer | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

গত বছরের ওডিআই বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইন আপে চার নম্বরে নিয়মিত দেখা গিয়েছিলো শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer)। বেশ ভালো পারফর্ম্যান্স করেছিলেন তিনি। ১১ ম্যাচে প্রায় ৬৭ গড়ে করেছিলেন ৫৩০ রান। ছিলো ২টি শতরান ও ৩টি অর্ধশতক। তা সত্ত্বেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজে (IND vs SL) তাঁর মাঠে নামা নিয়ে দেখা গিয়েছে বেশ কিছু প্রশ্নচিহ্ন। তাঁর জন্য জায়গা করে দেওয়া নিয়ে সমস্যার সম্মুখীন কোচ গম্ভীর। ওপেনিং-এ রোহিত ও শুভমানের খেলা নিশ্চিত। তিন নম্বরে নিজের পছন্দের স্লটে দেখা যাবে বিরাট কোহলিকে। পাঁচ নম্বরে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন কে এল রাহুল। শ্রেয়সের পছন্দের চার নম্বর সম্ভবত ছেড়ে দিতে হবে ঋষভ পন্থের জন্য। উইকেটরক্ষক হিসেবে পন্থকে যে সুযোগ দেওয়া হবে তা স্পষ্ট করেছেন মুখ্য নির্বাচক আগরকার। ফলে রিজার্ভ বেঞ্চেই বসতে হবে শ্রেয়সকে।

Also Read: IND vs SL Playing XI, 1st ODI: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাদাগিরি’র মুডে গৌতম গম্ভীর, ম্যাচের একদিন আগেই প্রকাশ্যে প্রথম একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *