no-place-for-shreyas-iyer-in-tests

সময়টা ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। গত মরসুমের অনেকটা অংশ চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। খেলতে পারেন নি আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলা হয় নি তাঁর। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরে সেপ্টেম্বরের এশিয়া কাপে (Asia Cup 2023) মাঠে ফিরলেও ফের অনুশীলনের সময় পিঠে চোট পান শ্রেয়স। কিছুদিন পিছিয়ে যায় তাঁর প্রত্যাবর্তন। অবশেষে অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে পুরোদমে ব্যাট হাতে দেখা যায় বাইশ গজে। এরপর বিশ্বকাপেও (ICC World Cup 2023) ভালো পারফর্ম্যান্স করেন। কিন্তু সাদা বলের বৃত্তের বাইরে বেরোতেই ফের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। আপাতত ফর্ম সমস্যায় জেরবার তিনি।

গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে জাতীয় দলের অংশ ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রান পান নি। তার পরেও তাঁকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলো বিসিসিআই। সুযোগের সদ্ব্যবহার করতে পারেন নি তিনি। হায়দ্রাবাদ দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৩৫ ও ১৩। বিশাখাপত্তনমে ফিরেছেন ২৭ ও ২৯ করে। মিডল অর্ডারে চার বা পাঁচ নম্বরে ভরসার মুখ হয়ে উঠতে ব্যর্থ হওয়ায় সিরিজের বাকি তিন টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হয় তাঁকে। ফর্ম সমস্যা কাটাতে বোর্ডের তরফে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিলো রঞ্জি ট্রফির আঙিনায় ফিরে যেতে। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে প্রথমে উৎসাহ দেখান নি তিনি। শুরু হয়েছিলো বিতর্ক। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেই বিতর্কের আগুন সম্ভবত নিভতে চলেছে এইবার।

Read More: খারাপ খবর শোনালেন মহাম্মদ শামি, আইপিএল ও টি-২০ বিশ্বকাপ থেকে হলেন আউট !!

ঘরোয়া ক্রিকেট খেলতে রাজী ছিলেন না শ্রেয়স-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়ানোর উপর ফোকাস করছে বিসিসিআই। দিনকয়েক আগে এক চিঠিতে ক্রিকেটারদের উদ্দেশ্যে সচিব জয় শাহ (Jay Shah) লিখেছেন, “এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। এই পরিবর্তনটা অনাকাঙ্ক্ষিত। ঘরোয়া ক্রিকেটের ভিতের উপরেই বরাবর ভারতীয় ক্রিকেট দাঁড়িয়ে ছিলো। খেলা সম্পর্কে আমাদের যে দর্শন, তাতে কখনোই এর উপর থেকে গুরুত্ব কমানো হয় নি। আমাদের মাথায় রাখতে হবে যে ঘরোয়া ক্রিকেটই ভারতের ক্রিকেটের মেরুদন্ড এবং সেটাই ভারতীয় দল’কে পুষ্ট করে। আমাদের দর্শন পরিষ্কার- প্রত্যেক ক্রিকেটার যাঁরা ভারতের হয়ে খেলতে চান, তাঁদের ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতেই হবে।”

এই চিঠির লক্ষ্য ঈশান কিষণ (Ishan Kishan), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মত ক্রিকেটাররা বলেই শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে। এর আগে ঈশানকেও জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রথম ধাপ হিসেবে রঞ্জি খেলতে অনুরোধ করা হয়েছিলো। কিন্তু কর্ণপাত করেন নি তিনি। চালিয়ে গিয়েছেন আইপিএল (IPL) প্রস্তুতি। তেমনই শ্রেয়স’ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর রাজী হন নি রঞ্জি খেলতে। তাঁকে ছাড়াই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাঠে নামে মুম্বই। এমনকি কোয়ার্টার-ফাইনালে বরোদার বিরুদ্ধেও খেলেন নি শ্রেয়স (Shreyas Iyer)। বরং চোটের বাহানা তোলার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। শ্রেয়স টিম ম্যানেজমেন্টকে লোয়ার ব্যাকের সমস্যার কথা বললেও এনসিএ-র চিকিৎসকেরা তেমন কিছু খুঁজে পান নি বলেই খবর। ঈশান কিষণ বা শ্রেয়স আইয়ারদের আচরণে ক্ষুব্ধ বোর্ডের অন্দরে চলছিলো কড়া সিদ্ধান্ত নেওয়ার ভাবনা।

ছিলো চুক্তি হারানোর সম্ভাবনা, মত বদল শ্রেয়সের-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image : Getty Images

চিঠি লিখেছিলেন জয় শাহ (Jay Shah), বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে মুখ খোলেন কোচ রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)। তার পরেও রঞ্জি ম্যাচে মাঠে নামেন নি শ্রেয়স আইয়ার, ঈশান কিষণ’রা। শাস্তিস্বরূপ তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছিলো বিসিসিআই-এর অন্দরে। বর্তমানে বি-গ্রেডে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। সি-গ্রেডে রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। বার্ষিক চুক্তির আওতায় থাকায় শ্রেয়স ৩ কোটি ও ঈশান ১ কোটি টাকা পান বিসিসিআই-এর থেকে। চুক্তি থেকে বাদ পড়লে সেই বিপুল পরিমাণ অর্থ হারাতে হত তাঁদের। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ, এরপরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। নভেম্বর-ডিসেম্বরে রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। সেখানেও খেলার সম্ভাবনা হয়ে দাঁড়াত খূবই ক্ষীণ।

বোর্ড শাস্তি দিতে পারে আঁচ করেই সম্ভবত ঘরোয়া ক্রিকেট নিয়ে অবস্থান বদল করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রঞ্জি কোয়ার্টার ফাইনালে মুম্বই বনাম বরোদা ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে ৩৬ রানের লিড পাওয়ায় সেমিফাইনালে পা রেখেছে মুম্বই। শেষ চারের যুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে তামিলনাড়ু। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে ২ মার্চ থেকে শুরু হতে চলা ম্যাচে অংশ নেবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বই ক্রিকেটার’কে নিয়ে জটিলতা আপাতত মিটলেও ঈশানকে (Ishan Kishan) নিয়ে বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তার সামনে কোনো ঘরোয়া ক্রিকেট ম্যাচ নেই। আপাতত ডি ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টে খেলতে পারেন তিনি। টি-২০ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, অথবা কেন্দ্রীয় চুক্তিতে তিনি থাকছেন কিনা, তা জানা যাবে আইপিএলের পরে।

Also Read: IND vs ENG: মাঠেই সরফরাজকে ধমক দিলেন রোহিত, পথসচেতনতার প্রচারে ভিডিও ব্যবহার দিল্লী পুলিশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *